Monday, December 9, 2024

WhatsApp নিয়ে এল দুর্দান্ত দুটি ফিচার, ভিডিও কলিং-এ পাল্টানো যাবে ব্যাকগ্রাউন্ড

- Advertisement -

WhatsApp উত্তরোত্তর জনপ্রিয়তা পেতে প্রায় প্রতি মুহূর্তেই নিজেকে সাজিয়ে চলেছে নতুন নতুন ফিচারে। এবার এমন দুটি ফিচার তারা সামনে নিয়ে এসেছে যা সমগ্র ভিডিও কলিং-এর দুনিয়াটিকেই বদলে দিতে যথেষ্ট। সমাজ মাধ্যমের অন্য কোনও চ্যাটিং অ্যাপস –এ এমন সুবিধা আগে কখনও কাউকে আনতে দেখা যায়নি।

WhatsApp
Photo by Anton from Pexels

আপনি এমন কোনও স্থানে অবস্থান করছেন। যার পারিপার্শ্বিক পরিবেশ আপনি কখনওই নির্দিষ্ট কাউকে দেখাতে চান না। হঠাৎ WhatsApp –এ ভিডিও কলিং করে বসলেন ওই ব্যক্তি। যা আপনাকে যথেষ্ট অস্বস্তির মধ্যে ফেলে দিতে পারে। কিন্তু WhatsApp এবার এমন দুটি ফিচার নিয়ে এসেছে, ভিডিও কলিং চলাকালে আপনি কখনওই কোনও মুহূর্তে বিব্রত বোধ করবেন না। কারণ ভিডিও কলিং চলাকালে এবার যে কোনও সময় আপনি ইচ্ছা মতো বদলে ফেলতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ড।

২০০৯ সালের জানুয়ারি নাগাদ ইয়াহু এর প্রাক্তন কর্মচারী ব্রায়ান অ্যাক্টন ও জান কোম সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে এই WhatsApp অ্যাপসটি নির্মাণ করেছিলেন। জনসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়ার সাথে সাথেই দ্রুত জনপ্রিয় হতে শুরু করে এই চ্যাটিং অ্যাপসটি। সময়ের সঙ্গে পরিবর্তনের সাথে সাথে এতে যুক্ত হতে থাকে নতুন নতুন ফিচার।

২০১৪ সালের ফেব্রুয়ারি নাগাদ WhatsApp –কে বড় অঙ্কের ব্যবধানে কিনে নেয় ফেসবুক সংস্থা। পরে ফেসবুকের মাদার সংস্থাও তার নাম পরিবর্তন করলে বর্তমানে WhatsApp মেটা প্ল্যাটফর্মের অধীনে সচল রয়েছে। প্রযুক্তিবিদদের দাবি অনুযায়ী, বর্তমানে WhatsApp পৃথিবীর অন্যতম নিরাপদ ও জনপ্রিয় একটি চ্যাটিং অ্যাপস।

WhatsApp উত্তরোত্তর জনপ্রিয়তা পেতে প্রায় প্রতি মুহূর্তেই নিজেকে সাজিয়ে চলেছে নতুন নতুন ফিচারে। এবার এমন দুটি ফিচার তারা সামনে নিয়ে এসেছে যা সমগ্র ভিডিও কলিং-এর দুনিয়াটিকেই বদলে দিতে যথেষ্ট। সমাজ মাধ্যমের অন্য কোনও চ্যাটিং অ্যাপস –এ এমন সুবিধা আগে কখনও কাউকে আনতে দেখা যায়নি। নতুন ফিচার হিসেবে WhatsApp এবার যুক্ত করেছে ফিলটারস ও ব্যাকগ্রাউন্ড নামে দুটি নতুন অপশন। যা ভিডিও কলিং –এর সময়েই শুধুমাত্র কার্যকর করা যাবে।

- Advertisement -

ভিডিও কলিং চলাকালে ম্যাজিক মুডে টাচ করলেই নিচের সারিতে থাকবে এই দুটি ফিচার। ফিলটারস অপশনে টাচ করলেই পাওয়া যাবে ১০ ধরণের ফিচার। এই ফিচারগুলি রয়েছে যথাক্রমে Warm, Cool, B&W, Light leak, Dreamy, Prism light, Fisheye, Vintage TV, Frosted glass ও Duo tone।

WhatsApp –এর ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন করা যাবে সহজেই। এটিও ভিডিও কলিং চলাকালে ম্যাজিক মুডে টাচ করলেই পাওয়া যাবে। এখানে থাকবে ১১ ধরণের ব্যাকগ্রাউন্ড। যথাক্রমে Blur, Living Room, Office, Café, Pebbles, Foodie, Smoosh, Beach, Sunset, Celebration ও Forest।

এবার কী ভাবছেন? আপনার WhatsApp ভিডিও কলিং-এ এখনও আসেনি দুর্দান্ত এই ফিচার দুটি। চিন্তার কোনও কারণ নেই। WhatsApp একবার আপডেট করলেই পেয়ে যাবেন এগুলি। এব্যাপারে গুগুল প্লে স্টোর –এ গিয়ে আপনি WhatsApp সহজেই আপডেট করে নিতে পারেন।

- Advertisement -

এই রকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সাম্প্রতিক খবর