বনের রাজা সিংহ সবচেয়ে বিপজ্জনক প্রাণী র তালিকায় ১০ নাম্বারে উঠে এসেছে। সিংহ যে কতটা ভয়ঙ্কর প্রাণী হতে পারে তা আফ্রিকার বাসিন্দারা ছাড়া হয়তো সুস্পষ্ট ধারণা কেউ দিতে পারবে না। প্রতি বছর এই প্রাণীর হাতে সমগ্র বিশ্ব জুড়ে গড়ে প্রায় দুশো জন মানুষ প্রাণ হারায়। বলা বাহুল্য, তাদের অধিকাংশই আফ্রিকান।
প্রতি বছর অসংখ্য মানুষের মৃত্যু ঘটে বিভিন্ন প্রাণীর আক্রমণে। কোন কোন প্রাণীর আক্রমণে কতজন মানুষ প্রাণ হারায় তা নির্দিষ্ট করে হয়তো অনেকেই বলতে পারে না। তবে সম্প্রতি বিবিসি সায়েন্স ফোকাস এই রকমই একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক দশটি প্রাণীকে সামনে আনা হয়েছে। এই তালিকায় সিংহ, কুমীর বা সাপের পাশাপাশি ক্ষুদ্র কয়েকটি প্রাণীকেও চিহ্নিত করেছে বিবিসি সায়েন্স ফোকাস। এমনকি মানুষের নামও রয়েছে এই তালিকায়।
বিবিসি সংবাদ মাধ্যমে সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে এই রকম দশটি সবচেয়ে বিপজ্জনক প্রাণী র নাম তুলে ধরা হয়েছে। তবে এই তালিকা প্রস্তুত করা হয়েছে শুধুমাত্র মানুষের বিপদের কথা চিন্তা করে।
সিংহ
বনের রাজা সিংহ সবচেয়ে বিপজ্জনক প্রাণী র তালিকায় ১০ নাম্বারে উঠে এসেছে। সিংহ যে কতটা ভয়ঙ্কর প্রাণী হতে পারে তা আফ্রিকার বাসিন্দারা ছাড়া হয়তো সুস্পষ্ট ধারণা কেউ দিতে পারবে না। প্রতি বছর এই প্রাণীর হাতে সমগ্র বিশ্ব জুড়ে গড়ে প্রায় দুশো জন মানুষ প্রাণ হারায়। বলা বাহুল্য, তাদের অধিকাংশই আফ্রিকান।
জলহস্তী
জলের দানব এই জলহস্তীও কিন্তু কম বিপজ্জনক নয়। দেখতে শান্ত মনে হলেও বিপদের গন্ধ পেলে বৃহৎ এই তৃণভোজীটি সরাসরি আক্রমণ করতে কখনওই দুবার ভাবে না। বিবিসি সায়েন্স ফোকাস তাদের তালিকায় জলহস্তীকে সবচেয়ে বিপজ্জনক প্রাণী র তালিকায় ৯ নাম্বারে রেখেছে। ম্যাগাজিনটির রিপোর্ট অনুযায়ী প্রতি বছর এই প্রাণীটির আক্রমণে গড়ে প্রায় পাঁচশো মানুষ প্রাণ হারায়।
হাতি
বনের সবচেয়ে শান্ত ও নিরীহ প্রাণীদের মধ্যে হাতি অবশ্যই প্রথম সারিতে থাকবে। তবে রেগে গেলে বা বিপদের আঁচ পেলে হাতির চেয়ে ভয়ঙ্কর আর কেউ হতে পারে না। বৃহৎ শরীর নিয়ে রীতিমতো তাণ্ডবলীলা চালাতে শুরু করে। এই তাণ্ডবলীলায় প্রতি বছর গড়ে প্রায় ছয়শো মানুষ মারা যায়। তাই বিবিসি সায়েন্স ফোকাস তাদের সবচেয়ে বিপজ্জনক প্রাণী র তালিকায় ৮ নাম্বারে রেখেছে হাতিকে।
কুমির
কুমিরের মতো হিংস্র সরীসৃপ খুব কমই রয়েছে। যে জলে কুমিরের বাস, সেই জল থেকে বেঁচে ফিরে আসা সত্যিই মুশকিল। প্রতি বছর গড়ে এক হাজারেরও বেশি মানুষ শিকার হয় এই কুমিরের কাছে। একে সবচেয়ে বিপজ্জনক প্রাণী র তালিকায় ৭ নাম্বারে রেখেছে বিবিসি সায়েন্স ফোকাস।
কাঁকড়াবিছা
দেখতে বৃহৎ নয়, বেশ ছোট। কিন্তু মারাত্মক বিষের জন্য প্রতি বছর কাঁকড়াবিছার বিষে গড়ে ৩০০০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘটে পৃথিবী জুড়ে। সবচেয়ে বেশি বিষাক্ত কাঁকড়াবিছা দেখতে পাওয়া যায় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মরু অঞ্চলে। এদের উপরের দিকে বাঁকানো লেজের মাথায় বিষ থলি তাকে। হুল ফোটানোর সময় এই থলি থেকেই বিষ ঢেলে দেয় মানুষের শরীরে। বিবিসি সায়েন্স ফোকাসে সবচেয়ে বিপজ্জনক প্রাণী র তালিকায় কাঁকড়াবিছাকে ৬ নাম্বারে রাখা হয়েছে।
অ্যাসাসিন বাগ
একটি ক্ষুদ্র পতঙ্গ, অথচ মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক প্রাণী র তালিকায় অ্যাসাসিন বাগকে রাখা হয়েছে ৫ নাম্বারে। প্রাণীটি প্রোটোজোয়ান ট্রাইপানোসোমা ক্রুজি নামক এক ধরণের জীবাণু বহন করে থাকে, যা কামড়ানোর পরে মানুষের শরীরে চাগাস রোগের জন্ম দেয়। মূলত দক্ষিণ আমেরিকার এই বাসিন্দা ঘুমের মধ্যেই মানুষকে আক্রমণ করে বেশি। তাই তখনই মানুষ বুঝতে পারে না। ধীরে ধীরে সমস্ত শরীরে জীবাণু ছড়িয়ে পড়লে চাগাস রোগে আক্রান্ত হয় মানুষটি। পরে মারা যায়। প্রতি বছর এই রোগে আক্রান্ত হয়ে গড়ে প্রায় দশ হাজার মানুষের মৃত্যু ঘটে।
কুকুর
কুকুরের মতো প্রভুভক্ত প্রাণী খুব কমই রয়েছে। অত্যন্ত বিশ্বস্ত এই প্রাণীটি সুপ্রাচীনকাল থেকেই মানুষের সঙ্গে বসবাস করছে। তবে পাগলা কুকুর বা রেগে যাওয়া কুকুরের আক্রমণে প্রতি বছর গড়ে প্রায় ঊনষাট হাজার মানুষ মারা যায়। কুকুরের লালায় থাকে র্যাবিস ভাইরাস, যা জলাতঙ্ক রোগের জন্ম দেয়। এই রোগে আক্রান্ত হলে মানুষের বেঁচে থাকার প্রায় কোনও সম্ভাবনা থাকে না। বিবিসি সায়েন্স ফোকাস কুকুরকে সবচেয়ে বিপজ্জনক প্রাণী র তালিকায় ৪ নাম্বারে রেখেছে।
সাপ
এই সরীসৃপটি থেকে যে কেউ দূরে থাকতে চায়। কারণ সাপের ভয়ঙ্কর বিষ সম্পর্কে ছোট-বড় প্রায় সকলেই জ্ঞাত। প্রতি বছর গড়ে প্রায় এক লাখ মানুষের মৃত্যু ঘটে সাপের ছোবলে। একে সবচেয়ে বিপজ্জনক প্রাণী র তালিকায় ৩ নাম্বারে রাখা হয়েছে।
মানুষ
মানুষ নিজেই মানুষের জন্য ভয়ঙ্কর। রিপোর্ট বলছে গড়ে প্রায় প্রতি মিনিটে কোথাও না কোথাও মানুষ মানুষকে আক্রমণ করছে। WHO এর একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, শুধুমাত্র ২০১৯ সালেই বিশ্বের বিভিন্ন প্রান্তে চার লাখ পঁচাত্তর হাজার মানুষ হত্যা হয়েছে মানুষের হাতে। হিংস্রতার দিক বিবেচনা করে তাই বিবিসি সায়েন্স ফোকাস মানুষকে সবচেয়ে বিপজ্জনক প্রাণী র তালিকায় ২ নাম্বারে রেখেছে।
মশা
আপাতভাবে ক্ষুদ্র হলেও মশার চেয়ে ভয়ঙ্কর আর কেউ হতে পারে না। অন্তত বিবিসি সায়েন্স ফোকাসের সবচেয়ে বিপজ্জনক প্রাণী র তালিকায় ১ নাম্বারে স্থান দেওয়া দেখে এমনটিই মনে হতে পারে। এই প্রাণীটি ডেঙ্গু, ম্যালেরিয়া, গোদ, চিকুনগুনিয়ার মতো ভয়ঙ্কর সব রোগের জন্ম দিয়ে থাকে। বলা বাহুল্য, এই সমস্ত রোগের নির্দিষ্ট কোনও ওষুধ এখনও আবিস্কার হয়নি। তাই প্রতি বছর গড়ে প্রায় সাত লাখ পঁচিশ হাজার মানুষ মারা যায় শুধুমাত্র মশা বাহিত বিভিন্ন রোগে।