চলতি বছরের জানুয়ারিতেই ৭.৬ মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প ঘটেছিল জাপানে। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ১৫৫ বারেরও বেশি কেঁপে উঠেছিল দেশটি। বহু ক্ষয়ক্ষতি সহ অসংখ্য মানুষের মৃত্যু ঘটেছিল সেবার। ৮ আগস্টের ভূমিকম্প যেন তেমনই এক ভয়ঙ্কর স্মৃতিকে উসকে দিয়ে গেল। এরই মাঝে আবহাওয়া দফতর Mega quake এর সতর্কতা জারি করেছে দেশ জুড়ে।
গত ৮ আগস্ট বিকাল নাগাদ এক ভয়ঙ্কর ভূমিকম্প এ কেঁপে উঠেছিল জাপান। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭.১। দেশটির সরকার জারি করেছিল সুনামির সতর্কতাও। আশঙ্কা করা হয়েছিল দেশটির দক্ষিণ উপকূলে সমুদ্রের ঢেউ প্রায় ১ মিটার পর্যন্ত উচ্চতায় উঠতে পারে।
ঘটনার ৩ দিন পর আবারও ভূমিকম্প সম্পর্কে জনসাধারণকে সচেতন করল আবহাওয়া দফতর। এবার তাদের আশঙ্কা আরও ভয়াবহ। কারণ তারা সতর্ক করছে, কয়েকদিনের মধ্যে এর চেয়েও কয়েক গুণ বড় আকারের ভূমিকম্প এর সম্ভাবনা রয়েছে জাপানে। রিখটার স্কেলে তার মাত্রা ছাড়িয়ে যেতে পারে ৮ বা ৯ কেও। এই ধরণের ভূমিকম্প কে বিশেষজ্ঞরা নাম দিয়েছেন Mega quake।
জাপান বরাবরই একটি ভূমিকম্প প্রবণ দেশ। এখানে ভূমিকম্প কোনও অস্বাভাবিক ঘটনা নয়। বছরে গড়ে প্রায় দেড় হাজারেরও বেশি ছোট-বড় ভূমিকম্প হয়ে থাকে এখানে। তাই জাপানকে ভূমিকম্পের দেশও বলা হয়ে থাকে। বলতে গেলে জাপানীরা এই ভূমিকম্প এর সঙ্গেই দিনযাপন করছে যুগের পর যুগ ধরে।
এমনিতেই জাপান প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা অঞ্চলে অবস্থান করছে। প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলটি দক্ষিণ ও উত্তর আমেরিকা মহাদেশীয় প্লেট ও এশিয়া মহাদেশীয় প্লেটের সংযোগস্থল, যা উত্তর-দক্ষিণ বরাবর বিস্তৃত। এই দুই প্লেটের ক্রমাগত সংঘর্ষের ফলে ভূ-স্তরে ফাটল দেখা দেয়। পরে এখান থেকে অগ্নুৎপাত ঘটে এই এলাকায় জন্ম নিয়েছে অসংখ্য আগ্নেয়গিরির। এই আগ্নেয়গিরির অধিকাংশই (প্রায় পাঁচশোটির মতো) এখনও সক্রিয়। তাই মাঝে মধ্যেই এখানে ভূমিকম্প হতে দেখা যায়।
‘মেখলা’ কথার অর্থ কোমর বন্ধনী। প্রশান্ত মহাসাগরে অবস্থিত সক্রিয় এই আগ্নেয়গিরিগুলির অবস্থান অনেকটা কোমর বন্ধনীর মতোই মনে হবে। তাই এই অঞ্চলটি ভূ-বিজ্ঞানীদের কাছে ‘প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা’ নামে পরিচিত। অ্যালুশিয়ান, কাম চাটকা, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়ার সঙ্গে জাপানও এই অঞ্চলের একটি অংশ। তাই বছরে অসংখ্য বার জাপান কেঁপে ওঠে ভূমিকম্প এ।
চলতি বছরের জানুয়ারিতেই ৭.৬ মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প ঘটেছিল জাপানে। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ১৫৫ বারেরও বেশি কেঁপে উঠেছিল দেশটি। বহু ক্ষয়ক্ষতি সহ অসংখ্য মানুষের মৃত্যু ঘটেছিল সেবার। ৮ আগস্টের ভূমিকম্প যেন তেমনই এক ভয়ঙ্কর স্মৃতিকে উসকে দিয়ে গেল। এরই মাঝে আবহাওয়া দফতর Mega quake এর সতর্কতা জারি করেছে দেশ জুড়ে। তাদের আশঙ্কা, আগামী কয়েক দিনের মধ্যে ভয়াবহ এক ভূমিকম্পের সম্মুখীন হতে পারে জাপান। রিখটার স্কেলে যার মাত্রা পৌঁছে যেতে পারে ৮ বা ৯ এ।
তবে জাপানীরা এবার যথেষ্ট সতর্ক হয়ে উঠেছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েছেন অধিকাংশেই। অনেকেই বেশ কিছুদিনের খাবার মজুত করতেও শুরু করে দিয়েছেন। জাপান সরকার বারবার খতিয়ে দেখছে ভূমিকম্প সম্পর্কিত বিভিন্ন বিষয়। এমনকি দেশের মেট্রো রেল ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলিকেও সুরক্ষার চাদরে মুড়ে ফেলা হচ্ছে।