Friday, November 8, 2024

ভবিষ্যৎ এগোচ্ছে STEM চাকরির দিকে, দ্রুত হারিয়ে যাবে কিছু পরিচিত চাকরি

- Advertisement -

ভবিষ্যতে STEM চাকরির চাহিদা দ্রুতই বাড়তে থাকবে। STEM শব্দটি চারটি মূল শব্দের সমষ্টি। Science (বিজ্ঞান), Technology (প্রযুক্তি), Engineering (প্রকৌশল) ও Mathematics (গণিত) বিষয়গুলির উপর জ্ঞান অবশ্যই থাকতে হবে। যদিও এই বিষয়গুলি নিজেরা স্বাধীন। কিন্তু চাকরির ক্ষেত্রে এগুলি এখন প্রায় একই সঙ্গে অবস্থান করতে যাচ্ছে।

STEM
Photo by Vojtech Okenka from Pexels

এমনিতেই চাকরির বাজার এখন খুবই দুর্বল। সরকারি চাকরি যেন ‘হাতে চাঁদ পাওয়া’-র সমান। ভারতীয় পরিবেশে বেসরকারি মাধ্যম ছাড়া চাকরি খুঁজে পাওয়া দুষ্কর। তাই শিক্ষিত ছাত্র সমাজ সরকারি চাকরির আশা প্রায় ছেড়ে দিয়েই বেসরকারি মাধ্যমগুলিতে নিজেদের প্রতিষ্ঠিত করতে একপ্রকার উঠেপড়েই লেগে রয়েছে।

কিন্তু বেসরকারি মাধ্যমগুলিও যেন সুযোগ ছেড়ে দেওয়ার পক্ষপাতী নয়। শিক্ষিত ছাত্র সমাজের  ভিতর থেকেই ছেঁকে নিতে চায়ছে সেই কাজের যোগ্য ছেলেটিকে। তাই এখানেও ছাত্র সমাজের সামনে উপস্থিত হচ্ছে একপ্রকার প্রতিযোগিতা। যার দক্ষতা ও কর্মক্ষমতা যত বেশি, সবচেয়ে বেশি সুযোগ তৈরি হচ্ছে তার।

তবে অবশ্যই মানতে বাধ্য হতে হবে, চাকরির বাজারও দ্রুত বদলে যাচ্ছে। চিরাচরিত কাজের জায়গাগুলি দ্রুত দখল করে নিচ্ছে প্রযুক্তিগত কাজগুলি। তার সবচেয়ে বড় কারণ, মানুষ এখন সময়কে ক্রমশ বাঁধতে শুরু করেছে। অর্থাৎ কোনও কাজ সম্পন্ন করতে যত কম সময় পাওয়া যাবে, ততই লাভ। বাঁচিয়ে রাখা সময়টুকু সে ব্যবহার করতে চায়ছে অন্য কোনও প্রয়োজনীয় কাজের জন্য।

তাই কিছু কাজ বা চাকরি হারিয়ে যাবে ভবিষ্যতে। আর তার জায়গা পূরণ করবে নতুন প্রযুক্তিগত কাজ বা চাকরিগুলি। প্রযুক্তি যে গতিতে অগ্রসর হচ্ছে, তাতে বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে STEM চাকরির চাহিদা দ্রুতই বাড়তে থাকবে। STEM শব্দটি চারটি মূল শব্দের সমষ্টি। Science (বিজ্ঞান), Technology (প্রযুক্তি), Engineering (প্রকৌশল) ও Mathematics (গণিত) বিষয়গুলির উপর জ্ঞান অবশ্যই থাকতে হবে। যদিও এই বিষয়গুলি নিজেরা স্বাধীন। কিন্তু চাকরির ক্ষেত্রে এগুলি এখন প্রায় একই সঙ্গে অবস্থান করতে যাচ্ছে। যুগ এগিয়ে চলেছে AI প্রযুক্তির দিকে। তাই নিজেদেরকেও এগিয়ে নিতে হবে সেই দিক লক্ষ রেখে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে।

- Advertisement -

উদাহরণ হিসেবে বলা যায়, যখন চাকরির বাজারে কম্পিউটার আসেনি, তখন সমস্ত কিছুই ‘জাবদা খাতা’-য় নথিভুক্ত করে রাখতে হত। এতে সময়, পরিশ্রম ও কর্মচারীর সংখ্যা ছিল অনেক বেশি। কিন্তু কম্পিউটার প্রযুক্তি প্রবেশ করে সময়, পরিশ্রম ও কর্মচারীর সংখ্যাকে কয়েক গুণ হ্রাস করে দিয়েছে।

অনুমান করা হচ্ছে, AI প্রযুক্তি এই সময়, পরিশ্রম ও কর্মচারীর সংখ্যাকে অদূর ভবিষ্যতে আরও কয়েক গুণ হ্রাস করিয়ে ছাড়বে। STEM চাকরির দৌলতে দ্রুত চাকরি হারাবে বেশ কিছু ক্ষেত্রের মানুষ। বিবিস সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, এবিষয়ে উল্লেখ করতে হয়, ডাটা এন্ট্রি, অফিস ব্যবস্থাপনা, গ্রাহক পরিষেবা, অ্যাকান্টিং, বিভিন্ন কারখানার শ্রমিক এর ক্ষেত্রগুলিকে।

তার পরিবর্তে চাকরির ক্ষেত্রে নতুন জায়গা অবশ্যই উন্মুক্ত হবে। যাদেরকে বলা হবে STEM চাকরি। এগুলির মধ্যে থাকবে AI বিশিষ্ট প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এথিসিস্ট, সিকিউরিটি প্রকৌশলী, ডেভেলপার্স প্রভৃতি। সেই সঙ্গে চাহিদা বাড়বে স্বাস্থ্য পরিষেবা ও ম্যানুয়াল কাজের সঙ্গে যুক্ত মানুষদের।

- Advertisement -

এই রকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সাম্প্রতিক খবর