Sunday, February 16, 2025

বাংলা এখন ভারতীয় ধ্রুপদী ভাষা, স্বীকৃতি দিল সরকার

- Advertisement -

বাংলা ভাষা প্রায় দেড় হাজার বছরের প্রাচীন। ঐতিহাসিক দিক থেকে চর্যাপদে প্রথম এই ভাষার লিখিত নিদর্শন রয়েছে। যদিও বাংলা ভাষা মূলত সংস্কৃত ভাষা থেকে আবির্ভূত। তারপর বিভিন্ন সময়ে একাধিক ধাপের ভিতর দিয়ে অতিবাহিত হয়ে বর্তমানে আধুনিক বাংলা ভাষায় রূপ নিয়েছে। এর নিজস্ব লিপি রয়েছে।

বাংলা

বাংলা ভাষাকে ভারতীয় ধ্রুপদী বা ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিল পশ্চিমবঙ্গ সরকার। অবশেষে সেই দাবিকে মান্যতা দিল ভারত সরকার। গত ৩ অক্টোবর বাংলা সহ আরও চারটি ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে। অন্য ভাষাগুলি হল পালি, মারাঠি, প্রাকৃত ও অসমীয়া।

এর আগে সংস্কৃত, তামিল, তেলেগু, ওড়িয়া, কন্নড় ও মালায়লাম ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছিল ভারত সরকার। এবার সেই সঙ্গে আরও চারটি ভারতীয় ভাষা যুক্ত হয়েছে ধ্রুপদী ভাষার তালিকায়।

ধ্রুপদী বা ক্লাসিক্যাল ভাষা বলতে বলা হয় সেই সমস্ত ভাষাকে, যেগুলি দেড় হাজার বা তারও বেশি পুরনো। এই ভাষাগুলির একটি বৃহৎ ও সমৃদ্ধ প্রাচীনত্ব রয়েছে এবং এই ভাষাগুলির সাহিত্য অন্য কোনও ভাষার সাহিত্য ঐতিহ্যের পরম্পরা থেকে অনুপ্রাণিত নয়। স্বাধীন ও স্বাবলম্বী। বরং অন্য আধুনিক ভাষাগুলির গঠনে এই ভাষাগুলি থেকে উপাদান নেওয়া হয়েছে। ধ্রুপদী ভাষার মর্যাদা পেতে অবশ্যই সেই ভাষাগুলির প্রাচীনত্বের লিখিত প্রমাণ থাকা আবশ্যিক।

আন্তর্জাতিক ক্ষেত্রে এখনও পর্যন্ত সংস্কৃত, তামিল, গ্রিক, চিনা, আরবি ও লাতিন ভাষাকে ধ্রুপদী বা ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। বাকি পৃথিবীর বিভিন্ন আধুনিক ভাষা তার নিজস্বতা গঠনে এই সমস্ত ভাষাগুলি থেকে উপাদান সংগ্রহ করেছে।

- Advertisement -

বাংলা ভাষা প্রায় দেড় হাজার বছরের প্রাচীন। ঐতিহাসিক দিক থেকে চর্যাপদে প্রথম এই ভাষার লিখিত নিদর্শন রয়েছে। যদিও বাংলা ভাষা মূলত সংস্কৃত ভাষা থেকে আবির্ভূত। তারপর বিভিন্ন সময়ে একাধিক ধাপের ভিতর দিয়ে অতিবাহিত হয়ে বর্তমানে আধুনিক বাংলা ভাষায় রূপ নিয়েছে। এর নিজস্ব লিপি রয়েছে। এই লিপিগুলির আধুনিক গঠনে অবদান রেখেছেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় (বিদ্যাসাগর)।

এখন এই ভাষায় প্রায় ৭৫ হাজার শব্দ রয়েছে। যার ৬৭ শতাংশ তৎসম শব্দ সংস্কৃত, ২৮ শতাংশ তদ্ভব শব্দ পালি ও বাকি ৫ শতাংশ শব্দ বিভিন্ন বিদেশি ভাষা থেকে সমৃদ্ধ হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্য এবং প্রতিবেশী দেশ বাংলাদেশের মাতৃভাষা এই বাংলা। ভারতের প্রায় ৮.০৩ শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলেন। সারা বিশ্বের প্রায় ২৮ কোটি মানুষের মাতৃভাষাও এই বাংলা। বর্তমানে যা পৃথিবীর সপ্তম বৃহত্তম ভাষা।

- Advertisement -

এই রকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সাম্প্রতিক খবর