বঙ্গে শীত ফিরবে কবে? এই ব্যাপারে অবশ্য কোনও মহলই এখনও একমত হতে পারছে না। রাত বা ভোরের দিকে ঠাণ্ডা কিছুটা অনুভূত হলেও আবহাওয়াবিদরা একে শীত –এর পরিবেশ বলে দাবি করতে পারছে না। তবে আগামী কয়েকদিনের মধ্যে পরিবেশের তাপমাত্রা ২ ডিগ্রী কমার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তাঁরা।
অক্টোবর পেরিয়ে প্রবেশ করেছে নভেম্বর। তাই খাতায় কলমে শীত প্রায় দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে বলে মনে হতে পারে। কিন্তু আবহাওয়া দফতর জানাচ্ছে, প্রকৃত অর্থে শীত –এর দেখা কবে মিলবে, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় কোনও মহল। আপাতত বর্তমান আবহাওয়ারও কোনও পরিবর্তন ঘটার সম্ভাবনা নেই।
বাংলার উত্তর থেকে দক্ষিণে এখনও মেঘের আনাগোনা চলছে। উত্তুরে হাওয়ার কোনও দেখা অবশ্য নেই। তবে ভারি বৃষ্টির কোনও সম্ভাবনাও আপাতত নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এমনিতেই কার্তিকের মাঝামাঝি সময়ে পৌঁছে শীত –এর ভ্রূকুটি দেখা দেওয়াটা স্বাভাবিক। তবে এবছর প্রকৃতি যেন অনেকটাই বিরূপ। কার্তিকের মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও সে অর্থে বাতাস এখনও যথেষ্ট উষ্ণ।
সবে দীর্ঘ বর্ষা পেরিয়ে এসেছে বাংলা। এবছর বৃষ্টির পরিমাণও ছিল অনেকটাই বেশি। দক্ষিণের নিচু অঞ্চলগুলির কোনও কোনও স্থান এখনও জলমগ্ন। তাই শীতকালীন ফসল চাষেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন একাধিক বিশেষজ্ঞ। মাটি যথেষ্ট রসাল হওয়ায় চাষ এগিয়ে নিতে অসুবিধায় পড়তে হচ্ছে চাষিদের।
যদিও ভোরের দিকে কিছুটা ঠাণ্ডা ভাব অবস্থান করতে দেখা যাচ্ছে বঙ্গে। কিন্তু বেলা সামান্য বাড়তেই সেই ঠাণ্ডা ভাব উধাও হয়ে যাচ্ছে। অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে পুনরায়। দক্ষিণবঙ্গের আবহাওয়ার সর্বোচ্চ তাপমাত্রা স্থানভেদে ৩১ থেকে ৩৩ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ২৪ থেকে ২৬ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী বেশি।
তবে বঙ্গে শীত ফিরবে কবে? এই ব্যাপারে অবশ্য কোনও মহলই এখনও একমত হতে পারছে না। রাত বা ভোরের দিকে ঠাণ্ডা কিছুটা অনুভূত হলেও আবহাওয়াবিদরা একে শীত –এর পরিবেশ বলে দাবি করতে পারছে না। তবে আগামী কয়েকদিনের মধ্যে পরিবেশের তাপমাত্রা ২ ডিগ্রী কমার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তাঁরা।
বৃষ্টির সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গের কোথাও নেই। উত্তরের কয়েকটি জেলায় আগামী কয়েকদিন হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা ও দুই মেদিনিপুরে।