Monday, December 9, 2024

প্যারিস অলিম্পিক ২০২৪ : কিছু অজানা তথ্য না জানলেই যেন নয়

- Advertisement -

এবারের প্যারিস অলিম্পিক ২০২৪ শুরু হয়েছিল গত মাসের ২৬ তারিখে। শেষ হয়েছে ১১ আগস্ট। ১৯০০ ও ১৯২৪ সালের পর এই নিয়ে তৃতীয় বারের জন্য অলিম্পিকের আসর বসেছে ফ্রান্সে। এবারে মোট ৩২ ধরণের খেলায় ৩২৯টি প্রতিযোগিতা হয় অলিম্পিকে। যেখানে অংশগ্রহণ করতে এগিয়ে আসেন ২০৬টি দেশের ১০ হাজার ৬৭২ জন প্রতিযোগী।

প্যারিস অলিম্পিক ২০২৪
Image by Wikimedia Commons

সদ্য শেষ হয়েছে প্যারিস অলিম্পিক ২০২৪। আর এবারেও প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন। বাকিরা অনেকটাই পিছিয়ে রয়েছে অন্যান্যবারের মতো। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাথলেটিক্সরা বিভিন্ন ইভেন্টে ৪০টি সোনা, ৪৪টি রূপো আর ৪২টি ব্রঞ্জ সহ মোট ১২৬টি পদক পেয়েছেন। আর চিনের অ্যাথলেটিক্সরা পেয়েছেন ৪০টি সোনা, ২৭টি রূপো ও ২৪টি ব্রঞ্জ সহ ৯১টি পদক। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জাপান। দেশটির অ্যাথলেটিক্সরা ২০টি সোনা, ১২টি রূপো ও ১৩টি ব্রঞ্জ সহ মোট ৪৬টি পদক পেয়েছেন।

প্যারিস অলিম্পিক ২০২৪ বিষয়ে কিছু তথ্য

এবারের প্যারিস অলিম্পিক ২০২৪ শুরু হয়েছিল গত মাসের ২৬ তারিখে। শেষ হয়েছে ১১ আগস্ট। ১৯০০ ও ১৯২৪ সালের পর এই নিয়ে তৃতীয় বারের জন্য অলিম্পিকের আসর বসেছে ফ্রান্সে। এবারে মোট ৩২ ধরণের খেলায় ৩২৯টি প্রতিযোগিতা হয় অলিম্পিকে। যেখানে অংশগ্রহণ করতে এগিয়ে আসেন ২০৬টি দেশের ১০ হাজার ৬৭২ জন প্রতিযোগী। এবারের অলিম্পিকের বাজেট ছিল প্রায় ৬০ হাজার কোটি টাকা।

আইফেল টাওয়ার ও অলিম্পিক পদক

আইফেল টাওয়ার যেন প্যারিস সহ গোটা ফ্রান্সের প্রাণ। ১৮৯৯ সালে তৈরি হয়েছিল এই টাওয়ার। প্রায় তখন থেকেই নিয়মিত রক্ষণাবেক্ষণ হয়ে চলেছে এটি। এই রক্ষণাবেক্ষণের সময় মাঝে মধ্যে আইফেল টাওয়ারের পুরনো লোহার ফ্রেম খুলে নতুন ফ্রেম লাগানো হয়ে থাকে। এবারের প্যারিস অলিম্পিক ২০২৪ এর সমস্ত পদকে এই আইফেল টাওয়ারের পুরনো ফ্রেমের লোহা বিশেষ কায়দায় লাগিয়ে দেওয়া হয়েছে স্মরণীয় করে রাখতে। প্রতিটি পদকের মাঝে এই লোহার অংশটি দেখতে অনেকটা ষড়ভুজের মতো মনে হবে।

পদকের পরিমাণ

স্বর্ণ পদক মানে কি পুরোটাই থাকবে সোনা? আসলে তা নয়। এবারের প্যারিস অলিম্পিক ২০২৪ এর স্বর্ণ পদকের পরিমাণ ছিল প্রায় ৫২৯ গ্রাম। যার মধ্যে সোনা ছিল মাত্র ৬ গ্রাম। ১৮ গ্রাম ছিল আইফেল টাওয়ারের লোহা। আর বাকিটা রূপো। বাজার মূল্য প্রায় ৯৫০ ডলার। ৫২৫ গ্রাম বিশিষ্ট রৌপ্য পদকে অবশ্য রূপো ছিল ৫০৭ গ্রাম। বাকি ১৮ গ্রাম ছিল আইফেল টাওয়ারের লোহা। মূল ৪৮৬ ডলার। আর স্বভাবতয় ব্রোঞ্জ পদক কিছুটা হালকা ছিল, ৪৫৫ গ্রাম। এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে ৪১৫ গ্রাম তামা, ২১ গ্রাম জিঙ্ক ও ১৮ গ্রাম লোহা। মূল্য ১৩ ডলার।

- Advertisement -

রাশিয়া ও বেলারুশ

প্যারিস অলিম্পিক ২০২৪ এ রাশিয়া ও বেলারুশের প্রতিযোগীদের জন্য ছিল কঠোর নিয়ম। ১৫ জন রাশিয়ান ও ১৭ জন বেলারুশীয় অ্যাথলেটিক্স এবারে অংশগ্রহণ করেছিলেন। যদিও তাঁদের কেউই কোনও পদক পাননি। পূর্বেই ঘোষণা করা হয়েছিল, ওই দুটি দেশের অ্যাথলেটিক্সরা তাঁদের দেশের জাতীয় পতাকা বহন করতে পারবেন না। তাছাড়া পদক জিতলে তাঁদের দেশের জাতীয় সঙ্গীতও বাজানো হবে না। এছাড়া অলিম্পিক অনুষ্ঠানে রাশিয়া ও বেলারুশের কোনও সরকারি কর্মকর্তাকেও আমন্ত্রণ জানানো হয়নি।

প্যারিস অলিম্পিক ২০২৪ এ ভারত

টোকিও অলিম্পিকের পদক তালিকায় ভারত যেখানে শেষ করেছিল ৪৮ নাম্বারে। ৭টি পদকের মধ্যে একটি সোনাও ছিল। এবারের প্যারিস অলিম্পিক ২০২৪ এ এসে ভারত অলিম্পিক শেষ করেছে ৭১ নাম্বারে। মেলেনি কোনও সোনা। ১টি রূপো ও ৫টি ব্রোঞ্জ পদক পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতীয় অ্যাথলেটিক্সদের।

এ পর্যন্ত অলিম্পিকের ইতিহাসে ভারত মোট ৪১টি পদক জিতেছে। তার মধ্যে সবচেয়ে বেশি সফলতা পেয়েছে গত টোকিও অলিম্পিক ২০২০-তে।

- Advertisement -

এই রকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সাম্প্রতিক খবর