নিম্নচাপ ক্রমশ আরও উত্তর-পশ্চিম ও পশ্চিম দিকে সরে সন্ধ্যা নাগাদ ঝাড়খণ্ডে প্রবেশ করবে। পরে এটি শক্তি হারিয়ে বিলীন হয়ে যাবে। ফলে আগামীকাল অর্থাৎ ১৫ সেপ্টেম্বর থেকে বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গে। এদিন শুধু বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও পুরুলিয়া জেলায় ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
বয়স্ক নাগরিকেরা বলেন, পূর্বে নাকি বৃষ্টি হত স্বাভাবিক নিয়মে। আর এখন নাকি বৃষ্টি হয় নিম্নচাপ এলে। তাঁদের বক্তব্য কতখানি সঠিক, তা অনেকটা বিতর্কিত বিষয়। আসলে বর্ষাকালে নিম্নচাপ হবে, এবং তাতে বৃষ্টি ঝরবে এটাই স্বাভাবিক। যদিও সমগ্র বর্ষাকাল জুড়ে টানা বৃষ্টি কোনও কালেই হয়নি। এসব প্রকৃতির নিজস্ব খেয়াল।
যদিও খাতায় কলমে বর্ষাকাল পেরিয়ে গিয়েছে অনেক দিন আগেই। এখন শরৎকাল। বৃষ্টি হবে, কিন্তু থেমে থেমে। যেদিকে মেঘ ভেসে যাবে, বৃষ্টিও তার পিছু নেবে। বাতাসে এই সময় আর্দ্রতা থাকবে অনেকটাই বেশি। আর এটাই নিম্নচাপের প্রকৃত সময়।
কয়েকদিন আগেই পূর্ব-মধ্য মায়ানমারের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল। তার অভিমুখ ছিল উত্তর-পশ্চিম ও পশ্চিম দিকে। আগেই আশঙ্কা করা হয়েছিল এই ঘূর্ণাবর্তটি বাংলাদেশের উপর দিয়ে এগিয়ে এসে পশ্চিমবঙ্গের উপকূলে পৌঁছে গভীর নিম্নচাপ –এ পরিণত হবে। ঘূর্ণাবর্তটি এখন গভীর নিম্নচাপ –এ পরিণত হয়ে অবস্থান করছে বাংলাদেশের পশ্চিম অংশে পশ্চিমবঙ্গ সীমান্তে।
নিম্নচাপ –টি ক্রমেই উত্তর-পশ্চিম ও পশ্চিম দিকে এগিয়ে চলেছে। তার গতি বর্তমানে ২৩ কিলোমিটার প্রতি ঘণ্টা। এর জেরে গতকাল অর্থাৎ ১৩ সেপ্টেম্বর সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে গাঙ্গেয় অঞ্চলে। কখনও টিপটিপ আবার কখনও মুশলধারে টানা বৃষ্টি হয়েই চলেছে দক্ষিণের প্রায় সমস্ত জেলায়।
ইতিমধ্যে কলকাতা হাওয়া অফিস থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলাকে। এই দুই জেলাতেই আজ অর্থাৎ ১৪ সেপ্টেম্বর ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে এই দুই জেলায়। এছাড়াও অতি ভারি বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলী ও পূর্ব মেদিনীপুরকে। ভারি বৃষ্টি হতে পারে কলকাতা, নদীয়া, মুর্শিদাবাদ, দুই চব্বিশ পরগনা ও হাওড়া জেলায়।
নিম্নচাপ ক্রমশ আরও উত্তর-পশ্চিম ও পশ্চিম দিকে সরে সন্ধ্যা নাগাদ ঝাড়খণ্ডে প্রবেশ করবে। পরে এটি শক্তি হারিয়ে বিলীন হয়ে যাবে। ফলে আগামীকাল অর্থাৎ ১৫ সেপ্টেম্বর থেকে বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গে। এদিন শুধু বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও পুরুলিয়া জেলায় ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
শুধুমাত্র দক্ষিণের জেলা নয়, ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। ১৪ সেপ্টেম্বর উত্তরের সবগুলি জেলা ও ১৫ সেপ্টেম্বর চলতি নিম্নচাপ –এর জেরে শুধুমাত্র উত্তর দিনাজপুর, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টি হতে পারে।
বৃষ্টির পাশাপাশি এই জোরালো নিম্নচাপ –এর প্রভাবে দক্ষিণের প্রায় সমস্ত জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ারও সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণের সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলিতে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হাওয়ার বেগ থাকতে পারে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই সময় পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে হাওয়া অফিস।