এই নিম্নচাপ -এ কতটা বৃষ্টিপাত ঘটবে সেবিষয়ে অনেকের সন্দেহ রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের মতে, এই মুহূর্তে দক্ষিণ মায়ানমার উপকূল ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই সঙ্গে দক্ষিণ মায়ানমার উপকূল থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত আর একটি অক্ষরেখা রয়েছে। যার ফলে এই ঘূর্ণাবর্তগুলি একটি নিম্নচাপ তৈরি করতে পারে বঙ্গোপসাগরে।
চলতি মাসের মাঝামাঝি সময়ে সমগ্র দক্ষিণবঙ্গ ভেসেছিল ভারি বৃষ্টিতে। জল এখনও কোনও কোনও অঞ্চল থেকে নামেনি। তারপরই শুরু হয়েছে অস্বস্তিকর গরম। একদিকে তাপমাত্রার পারদ ঊর্ধ্বগামী, অপরদিকে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে অসম্ভব হারে। তাই অস্বস্তিকর ঘর্মাক্ত গরমে হাঁসফাঁস করতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীদের।
এর মাঝেই আবারও একটি নিম্নচাপ -এর ভ্রুকুটি জানান দিচ্ছে বঙ্গোপসাগরে। আলিপুর আবহাওয়া দফতরের জানাচ্ছে, সোমবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বরের মধ্যেই সাগরের লঘুচাপ নিম্নচাপ -এর চেহারা নিতে পারে। তারপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে নিম্নচাপ -টি।
এমনিতেই সেপ্টেম্বরের শেষ সপ্তাহ চলছে এখন। আর প্রায় দুই সপ্তাহ পর থেকেই মৌসুমি বায়ু পরিবর্তন হতে শুরু করবে। সেই সঙ্গে বর্ষা বিদায়ের প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। এই পরিস্থিতিতে প্রতি বছর এই সময়ে বেশ কয়েকটি নিম্নচাপ তৈরি হয় দক্ষিণ বঙ্গোপসাগরে। আকাশেও ঘোরাঘুরি করে ভারি মেঘের দল। সময়ে সময়ে নেমে আসে বৃষ্টিধারা।
তবে এবারের সেপ্টেম্বর কিছুটা ভিন্নভাবেই ধরা দিচ্ছে দক্ষিণবঙ্গে। একই সঙ্গে ভারি বৃষ্টি ও অস্বস্তিকর গরম দেখতে হচ্ছে বঙ্গবাসীদের। প্রায় দেড় সপ্তাহ আগেই ভারি বৃষ্টি দেখেছে দক্ষিণবঙ্গ। কোথাও কোথাও বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে এই বৃষ্টিতে। তার জলও কোনও কোনও অঞ্চল থেকে এখনও নামতে দেখা যায়নি। তার উপর এই নিম্নচাপ -এ যদিও আবারও ভারি বৃষ্টিপাত ঘটে তবে সেই পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলে অনেকের ধারণা।
তবে এই নিম্নচাপ -এ কতটা বৃষ্টিপাত ঘটবে সেবিষয়ে অনেকের সন্দেহ রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের মতে, এই মুহূর্তে দক্ষিণ মায়ানমার উপকূল ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই সঙ্গে দক্ষিণ মায়ানমার উপকূল থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত আর একটি অক্ষরেখা রয়েছে। যার ফলে এই ঘূর্ণাবর্তগুলি একটি নিম্নচাপ তৈরি করতে পারে বঙ্গোপসাগরে। এই নিম্নচাপ -টি ২৩ সেপ্টেম্বরেই তৈরি হওয়ার সম্ভাবনা বেশি।
ফলে সোমবার থেকেই বৃষ্টি নামতে পারে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর দাবি করছে, ২৩ সেপ্টেম্বর দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ২৪ সেপ্টেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। ২৫ ও ২৬ সেপ্টেম্বর ভারি বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায়। এই নিম্নচাপে তুলনামূলক ২৫ সেপ্টেম্বর সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়েছে।