Sunday, February 16, 2025

খুফুর পিরামিড এর এত উঁচুতে কীভাবে পৌঁছল কুকুর

- Advertisement -

সম্প্রতি অ্যালেক্স ল্যাং নামের এক পর্যটক প্যারাগ্লাইডিং –এ চড়ে গ্রেট পিরামিড বা খুফুর পিরামিড –এর চূড়া পর্যবেক্ষণ করছিলেন। তখনই তাঁর নজরে আসে চূড়ার নির্দিষ্ট একটি স্থানে কোনও কিছু নড়াচড়া করছে। ভাল করে লক্ষ করলে তিনি দেখতে পান, একটি কুকুর একদল পাখিকে তাড়া করে বেড়াচ্ছে। তিনি অবাকই হয়েছিলেন এই ঘটনায়।

পিরামিড
Image by StockSnap from Pixabay

এমনিতেই মিশরের গ্রেট পিরামিড বা খুফুর পিরামিড –কে নিয়ে রহস্যের শেষ নেই। যে তিনটি গ্রেট পিরামিড –কে দেখার জন্য প্রতি বছর মিশরে হাজির হন লক্ষ লক্ষ পর্যটক, তার মধ্যে সবচেয়ে বড় এই খুফুর পিরামিড। যার একাধিক রহস্য আজও সমাধান করে উঠতে পারেননি ঐতিহাসিকেরা।

এবার আরও এক রহস্য সামনে এল সামাজিক যোগাযোগ মাধ্যমের দৌলতে। সম্প্রতি খুফুর পিরামিড এর চূড়ায় দেখা মিলল একটি কুকুরকে। যে কিনা একদল পাখিকে তাড়া করে বেড়াচ্ছে। রহস্য এখানেই, যেখানে পিরামিড –এর চূড়ায় ওঠা সর্বসাধারণের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ এবং চূড়ায় ওঠারও তেমন কোনও ব্যবস্থা নেই। তাহলে কীভাবে চূড়ায় পৌঁছল ওই কুকুর?

আসলে অনেক আগে থেকেই ঐতিহ্যবাহী মিশরের পিরামিড –গুলির চূড়ায় ওঠা জনসাধারণের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করেছে মিশর সরকার। তাছাড়া চূড়ায় ওঠার ভাল কোনও ব্যবস্থাও নেই। তাই পর্যটকরা পিরামিড –গুলির চূড়া পর্যবেক্ষণের জন্য প্যারাগ্লাইডিং –এর সাহায্য নিয়ে থাকেন। সম্প্রতি অ্যালেক্স ল্যাং নামের এক পর্যটক প্যারাগ্লাইডিং –এ চড়ে গ্রেট পিরামিড বা খুফুর পিরামিড –এর চূড়া পর্যবেক্ষণ করছিলেন। তখনই তাঁর নজরে আসে চূড়ার নির্দিষ্ট একটি স্থানে কোনও কিছু নড়াচড়া করছে। ভাল করে লক্ষ করলে তিনি দেখতে পান, একটি কুকুর একদল পাখিকে তাড়া করে বেড়াচ্ছে। তিনি অবাকই হয়েছিলেন এই ঘটনায়। সেই সঙ্গে এই অভূতপূর্ব দৃশ্য ক্যামেরা বন্দী করতেও ভুলে যাননি।

অ্যালেক্স ল্যাং –এর সেই গৃহীত চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই হইচই শুরু হয়ে যায় বিশ্ব জুড়ে। অনেকে বিস্ময়ও প্রকাশ করেন। এমনিতেই পিরামিড –এর চূড়ায় ওঠা সম্পূর্ণ নিষিদ্ধ। তাছাড়া পিরামিড –এর নিরাপত্তার জন্য সর্বক্ষণ রয়েছে নিরাপত্তারক্ষী। তাই কোনওভাবেই যেকোনও পর্যটকের সাহায্য লাভে কুকুরটির চূড়ায় ওঠা সম্ভব নয়। অনেকে ধারণা করছেন, যেকোনওভাবেই হোক নজর এড়িয়ে একা একাই কুকুরটি পৌঁছে গিয়েছে চূড়ায়। তারপর পাখিদের দেখতে পেয়ে তাদের ধাওয়া করে বেড়াচ্ছে। যদিও শেষ পর্যন্ত কুকুরটির পরিণতি বা সে আদৌ নিচে নামতে পেরেছে কিনা তা আর জানা যায়নি।

- Advertisement -

মিশরে মোট ১১৮টি ছোট-বড় পিরামিড রয়েছে। তার মধ্যে খুফুর পিরামিডটিই সবচেয়ে বড় ও উঁচু। তাই একে অনেকে ‘দ্য গ্রেট পিরামিড’-ও বলে থাকেন। এটি এখন এল গিজার কাছে অবস্থিত। আনুমানিক ২৫৮০-২৫৬০ খ্রিস্টপূর্বাব্দে মিশরের চতুর্থ রাজবংশের রাজা খুফুর সময়ে পিরামিড –টি নির্মিত হয়েছিল। এর উচ্চতা ১৪৬.৭ মিটার। ৩টি প্রধান প্রকোষ্ঠ রয়েছে এই পিরামিড –এ। এছাড়াও এর অন্দরে রহস্যজনক একটি ‘বড় শূন্যস্থান’ আবিস্কার করেছেন ঐতিহাসিকেরা।

- Advertisement -

এই রকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সাম্প্রতিক খবর