Sunday, February 16, 2025

এবার এলিয়েন থাকার দাবি উঠল জলের নিচে

- Advertisement -

মহাকাশ বিজ্ঞানীরা সরাসরি এলিয়েন সম্পর্কে প্রায় তেমন কিছুই বলতে পারেননি। কারণ বহির্বিশ্বে এখনও পর্যন্ত এমন কোনও নির্দিষ্ট গ্রহের সন্ধান তারা পাননি, প্রাণীদের পক্ষে বসবাসের উপযুক্ত পরিবেশ রয়েছে। কিছু গ্রহ অবশ্য তারা আবিস্কার করেছেন, তবুও সেগুলি রয়েছে এখনও দীর্ঘ গবেষণার পর্যায়ে।

এলিয়েন
Image by Alan Frijns from Pixbay

এলিয়েন সম্পর্কে বিশ্ববাসী এখন দ্বিধাবিভক্ত। একদলের বিশ্বাস এলিয়েন রয়েছে, হয়তো তারা এই বিশ্বের সঙ্গে ইতিমধ্যেই সম্পর্ক যুক্ত করেছে। তারা নিয়মিত সবার অলক্ষ্যে যাতায়াতও শুরু করেছে। আবার অপর দলের দাবি, যদিও এখনও পর্যন্ত এলিয়েনকে স্বচক্ষে দেখে ওঠা সম্ভব হয়েনি, তাই তাদের অস্তিত্বের উপর বিশ্বাস না রাখায় ভাল।

তবে মাঝে মধ্যেই এলিয়েনের অস্তিত্ব নিয়ে শোরগোল পড়ে যায় বিশ্ব জুড়ে। কেউ কেউ আবার এলিয়েনকে সচক্ষে দেখার দাবিও জানান। এই বিষয়ে ‘উড়ন্ত চাকতি’ পর্যবেক্ষণের দাবি উঠেছে বহুবার। এমনকি মার্কিন এয়ার ফোর্সের সেনারাও একাধিকবার একই দাবি জানিয়েছেন এর আগে।

তবে মহাকাশ বিজ্ঞানীরা সরাসরি এলিয়েন সম্পর্কে প্রায় তেমন কিছুই বলতে পারেননি। কারণ বহির্বিশ্বে এখনও পর্যন্ত এমন কোনও নির্দিষ্ট গ্রহের সন্ধান তারা পাননি, প্রাণীদের পক্ষে বসবাসের উপযুক্ত পরিবেশ রয়েছে। কিছু গ্রহ অবশ্য তারা আবিস্কার করেছেন, তবুও সেগুলি রয়েছে এখনও দীর্ঘ গবেষণার পর্যায়ে। তাই সেখানে কোনও উন্নত প্রাণীর সভ্যতা রয়েছে কিনা সেবিষয়ে বিজ্ঞানীরা নিজেরাই ধন্দে রয়েছেন।

কিন্তু মানুষের অগাধ বিশ্বাসকে আটকে রাখবে কে! বহুবার বহুজন এলিয়েন কে স্বচক্ষে দেখার দাবি জানিয়েছেন বিভিন্ন সময়ে। সম্প্রতি সেই দলে নাম লিখিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য টিম বুরচেট। তিনি অবশ্য নিজের চোখে এলিয়েন দেখেননি। তার দাবি অনুযায়ী, জলের নিচে এলিয়েন যান দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্তা। অবশ্য ওই জ্যেষ্ঠ কর্তার কোনও নাম টিম বুরচেট উল্লেখ করেননি।

- Advertisement -

সম্প্রতি সাউথ চায়না মর্নিং-এ প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, টিম বুরচেট উলেখ করেছেন, তাঁকে নাকি নৌবাহিনীর ওই জ্যেষ্ঠ কর্তা জানিয়েছেন, জলের নিচে বৃহৎ কিছু একটা প্রচণ্ড গতিতে ছুটে যেতে দেখেছেন তিনি। বস্তুটির আকার ছিল একটি ফুটবল মাঠের সমান এবং তার গতি ছিল প্রায় কয়েকশো কিলোমিটার প্রতি ঘণ্টা। এই বিষয়ে গুরুত্বপূর্ণ নথিপত্রও থাকার দাবি জানিয়েছেন টিম বুরচেট।

যদিও টিম বুরচেট এলিয়েন –এর অস্তিত্ব সম্পর্কে এই প্রথমবার দাবি জানাননি। এর আগেও একাধিকবার তিনি দাবি জানিয়ে এসেছেন। এর আগে তিনি দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সরকার নাকি এলিয়েন বা ইউএফও-র অস্তিত্ব সম্পর্কে জ্ঞাত এবং তাদের কার্যকারিতা সম্পর্কে সমস্ত কিছুই লুকিয়ে রাখছে।

- Advertisement -

এই রকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সাম্প্রতিক খবর