Monday, December 9, 2024

আবারও Mini Moon পেতে চলেছে পৃথিবী, তবে ২ মাসের জন্য

- Advertisement -

Mini Moon আসলে একটি ছোট গ্রহাণু। ব্যাস মাত্র ১০ মিটার। এর নাম দেওয়া হয়েছে 2024 PT5। এমনিতেই মহাকাশে বিক্ষিপ্তভাবে ছোট-বড় অসংখ্য গ্রহাণু ঘুরে বেড়ায়। তারা সাধারণভাবে মহাকাশের কোনও নিয়ম মানতে চায় না। তাদেরই দু-একটি পৃথিবীর কক্ষপথে উপস্থিত হলে মাধ্যাকর্ষণের প্রভাবে পৃথিবীর কাছে চলে আসে। তারপর কিছুদিন পৃথিবীকে প্রদক্ষিণ করে আবার মহাকাশে ফিরে যায়।

Mini Moon
Symbolic Image – Image by uriky033 from Pixabay

১৯৮১, ২০০৬ ও ২০২২ সালের পর পৃথিবী আবারও একবার Mini Moon পেতে চলেছে। তবে এটি কোনও কৃত্রিম উপগ্রহ নয়। আবার সম্পূর্ণ কোনও প্রাকৃতিক উপগ্রহও নয়। বলা যেতে পারে ভিনদেশী কোনও অতিথি। মহাকাশ পথে ঘুরতে ঘুরতে এগিয়ে আসছে পৃথিবীর দিকে। তারপর কিছুদিন পৃথিবীর আতিথেয়তা স্বীকার করে পুনরায় ফিরে যাবে নিজের গন্তব্যে।

পর্যবেক্ষণ

আসলে অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেমে ব্যাপারটি প্রথম নজরে আসে গত ৭ আগস্ট। মার্কিন অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বিজ্ঞানীরা এটির উপর তীক্ষ্ণ নজর রাখছেন এখন। এর গতি ও আকার খুব কম। তাই কাছে পৌঁছে অতি সহজেই একে আকর্ষণ করে নিজের কক্ষপথে টেনে নিতে পারবে পৃথিবী। বাধ্য করবে নিজের কক্ষে কিছুদিনের জন্য আটকে রাখতে। চাঁদের পাশাপাশি তখন কিছুদিনের জন্য পৃথিবীকে প্রদক্ষিণ করবে এই Mini Moon। তারপর পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে নিজেই ফিরে যেতে পারবে মহাকাশে।

Mini Moon সম্পর্কিত তথ্য

মার্কিন অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বিজ্ঞানীরা জানাচ্ছে, Mini Moon আসলে একটি ছোট গ্রহাণু। ব্যাস মাত্র ১০ মিটার। এর নাম দেওয়া হয়েছে 2024 PT5। এমনিতেই মহাকাশে বিক্ষিপ্তভাবে ছোট-বড় অসংখ্য গ্রহাণু ঘুরে বেড়ায়। তারা সাধারণভাবে মহাকাশের কোনও নিয়ম মানতে চায় না। তাদেরই দু-একটি পৃথিবীর কক্ষপথে উপস্থিত হলে মাধ্যাকর্ষণের প্রভাবে পৃথিবীর কাছে চলে আসে। তারপর কিছুদিন পৃথিবীকে প্রদক্ষিণ করে আবার মহাকাশে ফিরে যায়। এই ধরণের গ্রহাণু কোনও না কোনও গ্রহাণুপুঞ্জ থেকে বেরিয়ে আসে।

তবে 2024 PT5 কোন গ্রহাণুপুঞ্জ থেকে বেরিয়ে এসেছে তা নিশ্চিত নন জ্যোতির্বিজ্ঞানীরা। অবশ্য নতুন এই গ্রহাণুটির সঙ্গে আরজুনা গ্রহাণুপুঞ্জের গ্রহাণুর সঙ্গে যথেষ্ট মিল রয়েছে।

- Advertisement -

কেন Mini Moon

2024 PT5 গ্রহাণুটিকে আসলে জ্যোতির্বিজ্ঞানীরা আদর করে Mini Moon বলেছেন। কারণ গ্রহাণুটি কক্ষপথে থাকাকালীন চাঁদের মতোই পৃথিবীকে কিছুদিন প্রদক্ষিণ করবে। যদিও গ্রহাণুটির প্রদক্ষিণ গতি চাঁদের চেয়ে অনেক কম থাকবে। তাই অবস্থানকালে সে পৃথিবীকে একবারও পূর্ণ প্রদক্ষিণ করতে পারবে না।

Mini Moon এর অবস্থানকাল

মার্কিন অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্য অনুযায়ী, Mini Moon টি ২৯ সেপ্টেম্বর পৃথিবীর কক্ষপথে পৌঁছবে। থাকবে ২৫ নভেম্বর পর্যন্ত। তবে মজার ব্যাপার, প্রায় ২ মাস অবস্থান করলেও এই সময়টুকুর মধ্যে চাঁদ যেখানে পৃথিবীকে প্রায় ৪ বার প্রদক্ষিণ করে ফেলবে, Mini Moon সেখানে একবারও প্রদক্ষিণ করতে পারবে না। এর কক্ষপথ হবে অনেকটা অশ্ব ক্ষুরের মতো।

সাধারণ চোখে ধরা দেবে না

প্রায় ২ মাস পৃথিবীর কাছে থাকলেও পৃথিবী থেকে এই ‘নতুন চাঁদ’ –কে একবারও খালি চোখে দেখা সম্ভব হবে না। কারণ এর ব্যাস মাত্র ১০ মিটার। এমনকি সাধারণ বা মধ্য মানের টেলিস্কোপেও এর অস্তিত্ব বোঝা সম্ভব নয়। একমাত্র শক্তিশালী টেলিস্কোপেই একে চাক্কুস করা সম্ভব।

এটা প্রথমবার নয়

এর আগেও পৃথিবী একাধিকবার গ্রহাণু বা Mini Moon পেয়েছে। ১৯৮১, ২০০৬ ও ২০২২ সালে ঠিক এমন ঘটনায় ঘটেছিল। তবে ২০০৬ সালের গ্রহাণুটি প্রায় ১ বছর আটকে ছিল পৃথিবীর কক্ষপথে। সেবার পৃথিবীকে পূর্ণ প্রদক্ষিণ করতেও সমর্থ হয়েছিল সে। ১৯৮১ ও ২০২২ সালের গ্রহাণু দুটি 2024 PT5 এর মতো পূর্ণ প্রদক্ষিণ করতে পারেনি।

জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, 2024 PT5 গ্রহাণুটি ২০৫১ সাল নাগাদ আবার পৃথিবীর কাছে ফিরে আসতে পারে। সেবারও তার গতিপথ হতে পারে অশ্ব ক্ষুরের মতো।

- Advertisement -

এই রকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সাম্প্রতিক খবর