প্রতি বছর বাংলাদেশের ইলিশ –এর ব্যাপক চাহিদা থাকে পশ্চিমবঙ্গে। তবে পদ্মার ইলিশ এপারে পৌঁছালেও তা চড়া দামেই কিনতে হতে পারে এপারের ইলিশ প্রেমীদের। অন্তত ওপার বাংলার চড়া দাম দেখেই নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়। প্রথম আলো সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, গত বছর অর্থাৎ ২০২৩-২৪ অর্থবর্ষে এপার বাংলায় ৮০২ টন ইলিশ রপ্তানি করেছিল বাংলাদেশ।
চলতি মাসের প্রথম দিকে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল, এ বছর দুর্গা পুজোয় কোনও ইলিশ ভারতে রপ্তানি করবে না সেদেশের সরকার। কারণ হিসেবে তারা উল্লেখ করেছিল, সেদেশের খোলা বাজারে নাকি ইলিশের চড়া দাম এখনও। সাধারণ মানুষের পাতেই নাকি ইলিশ ঠিক মতো পৌঁছচ্ছে না। তাই রপ্তানি করে কোনওভাবেই দেশের মানুষের পাত খালি রাখতে চায় না বাংলাদেশ সরকার।
কিন্তু দেরিতে হলেও গত ২১ সেপ্টেম্বর ভারতে ইলিশ রপ্তানিতে অনুমতি দিল সে দেশের সরকার। পশ্চিমবঙ্গে দুর্গা পুজোর আগেই উৎসব মাতাতে হাজির হবে ওপার বাংলার ‘পদ্মার ইলিশ’। এবিষয়ে প্রথম আলো সংবাদ মাধ্যম সূত্রানুযায়ী, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা জানিয়েছেন, দুর্গা পুজো উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধেই বাংলাদেশ থেকে ইলিশ পাঠানো হবে ভারতে। তিনি আরও জানিয়েছেন, স্বাধীনভাবেই বাণিজ্য মন্ত্রণালয় এই রপ্তানির অনুমোদন দিয়েছে। এই রপ্তানির অনুমোদনের সঙ্গে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনও সম্পর্ক নেই।
এমনিতেই ইলিশ বাংলাদেশ সরকারের একটি শর্ত সাপেক্ষ রপ্তানিযোগ্য পণ্য। রপ্তানির অনুমোদন মিলতেই আগ্রহী রপ্তানিকারকদের আবেদনের শর্ত জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে সেদেশের বাণিজ্য মন্ত্রণালয়ে এই আবেদন করতে পারবেন তারা। এবছর ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার।
প্রতি বছর বাংলাদেশের ইলিশ –এর ব্যাপক চাহিদা থাকে পশ্চিমবঙ্গে। তবে পদ্মার ইলিশ এপারে পৌঁছালেও তা চড়া দামেই কিনতে হতে পারে এপারের ইলিশ প্রেমীদের। অন্তত ওপার বাংলার চড়া দাম দেখেই নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়। প্রথম আলো সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, গত বছর অর্থাৎ ২০২৩-২৪ অর্থবর্ষে এপার বাংলায় ৮০২ টন ইলিশ রপ্তানি করেছিল বাংলাদেশ। যার প্রতি কেজির রপ্তানি মূল্য ছিল ১০ ডলার। ওই বছর ইলিশ রপ্তানিতে প্রায় ৮০ লাখ ডলার উপার্জন করেছিল বাংলাদেশ।
আর এবছর বাংলাদেশের রপ্তানি মূল্য কত হতে পারে, তা এখনও নিশ্চিত করেনি কোনও মহল। তবে বেশ চড়া যে হতে পারে তা বাংলাদেশের খোলা বাজারের ইলিশের দাম দেখলেই বুঝতে পারা যাবে। বর্তমানে স্থানীয় মূল্য অনুযায়ী স্থান ভেদে সে দেশের বাজারগুলিতে ইলিশ –এর গড় মূল্য কেজি প্রতি ১,৩০০ থেকে ১,৫০০ টাকা (সমুদ্রের ১ কেজি ওজনের ইলিশ)। নদীর ইলিশ আরও বেশি মূল্যে বিক্রি হচ্ছে বাজারগুলিতে।