‘জনদর্পণ’-এর সাহিত্য প্রেমীদের জন্য এবার ওয়েব সাইটে নিয়মিত প্রকাশিত হচ্ছে ‘জনদর্পণ’ ই-ম্যাগাজিন। সাহিত্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এই ম্যাগাজিন সমৃদ্ধ। ‘জনদর্পণ’-এর সমস্ত অনলাইন পাঠক নিয়মিত এই ম্যাগাজিন ওয়েব সাইট থেকে সংগ্রহ করতে পারবেন। ‘জনদর্পণ’ ম্যাগাজিন প্রথম ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছে অক্টোবর, ২০১৯ (শারদীয় সংখ্যা)। সেটি ই-ম্যাগাজিন আকারেও এখানে প্রকাশ করা হয়েছে। করোনা সংক্রমণের জন্য ২০২০ সালে কোনও ম্যাগাজিন প্রকাশিত হয়নি।

5. July, 2023

4. May, 2023

3. January, 2022

2. October, 2021

1. October, 2019