Luna 25 : ৪৭ বছর পর ফিরে এসে আশা জাগিয়েও স্বপ্নভঙ্গ রাশিয়ার

Advertisement

ঠিকমতো কমান্ড ফলো না করায় চন্দ্রযানটিতে শেষ মুহূর্তে জরুরি অবস্থার সৃষ্টি হয়। প্রাক অবতরণের জন্য যে কমান্ড দেওয়া হচ্ছিল, তা Luna 25 ঠিকমতো ফলো করেনি। ফলে সংকট ঘনীভূত হয়। অবশেষে চাঁদের মাটিতেই ভেঙে পড়ে Luna 25। আর তাতেই জরুরি অবস্থার মধ্যে দিয়ে যাওয়ার শেষমেশ ভেঙে পড়ল চন্দ্রযানটি। যদিও চন্দ্রযানটি ঠিক কোন জায়গায় ভেঙে পড়েছে তা এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি।


Luna 25
Symbolic Image – Image by WikiImages from Pixabay

সোমনাথ মুখোপাধ্যায় : সাফল্যের একদম খুব কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তে ব্যর্থ হল রাশিয়া। চাঁদের খুব কাছাকাছি পৌঁছেও ভেঙে পড়ল রাশিয়ার চন্দ্রযান Luna 25। গত ২১ আগস্ট চাঁদের মাটিতে অবতরণ করার করার কথা ছিল এই চন্দ্রযানের। কিন্তু তার আগেই বিধ্বস্ত হল যানটি। যানটিকে সফট ল্যান্ডিংয়ের জন্য শেষ পর্যায়ের কমান্ড দেবার কাজ চলছিল। কিন্তু ১৯ আগস্ট থেকেই Luna 25 এর অভিযানে গোলযোগ শুরু হয়।

এ বিষয়ে রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস জানাচ্ছে, ঠিকমতো কমান্ড ফলো না করায় চন্দ্রযানটিতে শেষ মুহূর্তে জরুরি অবস্থার সৃষ্টি হয়। প্রাক অবতরণের জন্য যে কমান্ড দেওয়া হচ্ছিল, তা Luna 25 ঠিকমতো ফলো করেনি। ফলে সংকট ঘনীভূত হয়। অবশেষে চাঁদের মাটিতেই ভেঙে পড়ে Luna 25। আর তাতেই জরুরি অবস্থার মধ্যে দিয়ে যাওয়ার শেষমেশ ভেঙে পড়ল চন্দ্রযানটি। যদিও চন্দ্রযানটি ঠিক কোন জায়গায় ভেঙে পড়েছে তা এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। দীর্ঘ ৪৭ বছর পর চাঁদের মাটির স্পর্শ করতে চলেছিল Luna 25 কিন্তু সেই স্বপ্ন আপাতত স্বপ্নই থেকে গেল।


Luna 25 2

রসকসমস জানাচ্ছে, Luna 25 এর এই পরিণতির অন্যতম কারণ হল সে তার নির্ধারিত কক্ষপথের বাইরে চলে গিয়েছিল। রুশ মহাকাশ সংস্থা সরকারিভাবে জানিয়েছে, গত ১৯ আগস্ট Luna 25 কে প্রিল্যান্ডিংয়ের জন্য একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে স্থাপনের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু মস্কোর স্থানীয় সময় ১৪:৫৭ মিনিট নাগাদ Luna 25 এর সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়। তারপরেও ১৯ এবং ২০ আগস্ট লুনার সঙ্গে যোগাযোগের আপ্রাণ চেষ্টা করা হয়। কিন্তু কোনও ফল হয়নি। শেষ পর্যন্ত Luna 25 ভেঙে পড়ে।

অনেকে মনে করছেন, অহেতুক তাড়াহুড়ো করতে গিয়েই মহাকাশযানটির গতি অনেক বেড়ে গিয়েছিল। আর তার ফলেই এই বিপত্তি। শেষ পর্যন্ত চাঁদের অন্ধকার পৃষ্ঠে অবতরণের স্বপ্ন অধরাই রয়ে গেল চন্দ্রযান Luna 25 এর।

রাশিয়ান স্পেস জার্নালিস্ট Anatoli Jak রসকসমস কে উদ্ধৃত করে বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement
Previous articleসিন্ধু সভ্যতা র খেলনাগুলি আজও অবাক করে দেয় আধুনিক সভ্যতাকে
Next articleতারাশঙ্কর : বীরভূম সাহিত্য পরিষদের শতবার্ষিকী সভাকক্ষে আলোচনা সভা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here