রাশিয়া-ইউক্রেন সংঘাত : সুইফট নিষেধাজ্ঞা কি রাশিয়াকে সমস্যায় ফেলতে পারবে?

Advertisement

রাশিয়া-ইউক্রেন এর এই যুদ্ধকালীন সময়ে রাশিয়া-কে সুইফট থেকে কেন বিচ্ছিন্ন করতে চাইছে পশ্চিমা বিশ্ব? আসলে রাশিয়ার অধিকাংশ কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক আর্থিক লেন-দেনের জন্য সুইফট ব্যবস্থার সঙ্গে যুক্ত। এই ব্যাংকগুলিকে সুইফট থেকে বিচ্ছিন্ন করা মানেই আন্তর্জাতিক আর্থিক লেন-দেনে রাশিয়াকে কিছুটা ধরাশায়ী করা। কারণ পশ্চিমাদের ধারণা, সুইফট ব্যবস্থা থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করলে রাশিয়ান আন্তর্জাতিক ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি স্বাভাবিক ও তাৎক্ষনিকভাবে আর্থিক লেন-দেন করতে পারবে না।


রাশিয়া-ইউক্রেন সংঘাত : সুইফট নিষেধাজ্ঞা কি রাশিয়াকে সমস্যায় ফেলতে পারবে?

অনলাইন পেপার : চলতি রাশিয়া-ইউক্রেন সংঘাতে পশ্চিমা দেশগুলি একের পর এক বিধিনিষেধ আরোপ করে চলেছে রাশিয়ার বিরুদ্ধে। যদিও সরাসরি রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র তুলছে না তারা। তবে ইউক্রেনকে অস্ত্র দিয়ে যুদ্ধ জারি রাখার সাহস যোগাচ্ছে। তাদের উদ্দেশ্য, চলতি যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়াকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করে দেওয়া। তা সত্ত্বেও রাশিয়াকে থামানো সম্ভব হচ্ছে না। ইউক্রেনের একের পর এক শহর দখল করে চলেছে তারা।

ইতিমধ্যে পশ্চিমা দেশগুলি ‘সুইফট’ থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করে দিতে একমত পোষণ করেছে। যাতে আন্তর্জাতিক স্তরে আর্থিক লেন-দেনে রাশিয়া বাধাপ্রাপ্ত হতে পারে। তবে এক্ষেত্রে শুধু রাশিয়া নয়, ক্ষতিগ্রস্ত হবে পশ্চিমা দেশগুলির অনেকেই। কারণ রাশিয়ার সঙ্গে ইউরোপের বহু দেশের দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক বাণিজ্য রয়েছে। কিন্তু রাশিয়ার বিরুদ্ধে বিধিনিষেধ আরোপে সুইফট-কেই কেন বেছে নিল পশ্চিমা বিশ্ব?

ব্যাপারটি জানতে প্রথমেই জানতে হবে ‘সুইফট’ আসলে কী। বিবিসি সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী, সুইফট আসলে আন্তর্জাতিক ময়দানে আর্থিক লেন-দেনের ক্ষেত্রে বার্তা আদান-প্রদানের একটি মাধ্যম মাত্র। পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশ দ্বারা ১৯৭৩ সালে আন্তর্জাতিক বাণিজ্যিক সুবিধার্থে এই প্রতিষ্ঠানটি গঠিত হয়েছিল। বর্তমানে এর প্রধান কার্যালয় ইউরোপের বেলজিয়ামে।

সুইফট প্রতিষ্ঠানটি তদারকি করছে, বেলজিয়ামের ন্যাশনাল ব্যাংক অফ বেলজিয়াম। অবশ্য তাকে সহযোগিতা করছে ইংল্যান্ডের ব্যাংক অব ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সহ বিশ্বের আরও অন্যান্য ব্যাংক। বিশ্বের প্রায় ১১ হাজার আর্থিক প্রতিষ্ঠান এই সুইফট এর সঙ্গে যুক্ত রয়েছে। যা এক দেশ থেকে অন্য দেশের আন্তর্জাতিক আর্থিক বিষয়গুলি নিয়ন্ত্রণ করে। যদিও সুইফট এর মাধ্যমে সরাসরি কোনও অর্থ লেন-দেন হয় না। শুধুমাত্র এর মাধ্যমে অনলাইন ব্যবস্থায় পেমেন্ট অর্ডার করা হয়। আন্তর্জাতিক আর্থিক লেন-দেনের ক্ষেত্রে সুইফট-কে বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবেই বিবেচনা করা হয়ে থাকে।

কিন্তু রাশিয়া-ইউক্রেন এর এই যুদ্ধকালীন সময়ে রাশিয়া-কে সুইফট থেকে কেন বিচ্ছিন্ন করতে চাইছে পশ্চিমা বিশ্ব? আসলে রাশিয়ার অধিকাংশ কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক আর্থিক লেন-দেনের জন্য সুইফট ব্যবস্থার সঙ্গে যুক্ত। এই ব্যাংকগুলিকে সুইফট থেকে বিচ্ছিন্ন করা মানেই আন্তর্জাতিক আর্থিক লেন-দেনে রাশিয়াকে কিছুটা ধরাশায়ী করা। কারণ পশ্চিমাদের ধারণা, সুইফট ব্যবস্থা থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করলে রাশিয়ান আন্তর্জাতিক ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি স্বাভাবিক ও তাৎক্ষনিকভাবে আর্থিক লেন-দেন করতে পারবে না।

যদিও সংশয় থাকছে এই ব্যবস্থায়। কারণ রাশিয়াকে সুইফট থেকে বিচ্ছিন্ন করলে, পশ্চিমা দেশগুলিও ক্ষতিগ্রস্ত হবে অনেকটাই। বহু পশ্চিমা দেশের সঙ্গেই রাশিয়ার গ্যাস ও জ্বালানি তেলের ব্যবসা রয়েছে। এছাড়াও স্বাভাবিকভাবে রাশিয়াও চুপ করে থাকতে চাইবে না। আন্তর্জাতিক লেন-দেনের ব্যাপারে তারাও বিকল্প পথের সন্ধানে নেমে পড়তে চাইবে।

Advertisement
Previous articleপ্রথম শিবরাত্রি পালন করেছিল এক নিষ্ঠুর ব্যাধ নিজের অজান্তেই
Next articleশেন ওয়ার্ন : রহস্যময় বোলারের মৃত্যুও ঘটল রহস্যজনকভাবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here