অনুষ্ঠান : গার্হস্থ্য হিংসা বিষয়ে সচেতনা শিবির বীরভূমের আমোদপুরে

Advertisement

রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় এদিন বুঝিয়ে দেন, কীভাবে গ্রাম-বাংলার নারীরা পরিবার পরিজনের অত্যাচার থেকে মুক্তি পেতে পুলিশ প্রশাসনের কাছে তাঁদের অভিযোগ দায়ের করতে পারবেন। এবিষয়ে প্রশাসনের কাছে পৌঁছনোর জন্য শুল্ক মুক্ত ফোন নাম্বারে কল করে অথবা ডাকযোগে তাদের অভিযোগ জানানোর কথা বলেন লীনা গঙ্গোপাধ্যায়। এছাড়াও এদিনের অনুষ্ঠান-এ আলোচনার মাধ্যমে কীভাবে গার্হস্থ্য হিংসার নিষ্পত্তি ঘটানো যেতে পারে সেই বিষয়েও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয় রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে।


অনুষ্ঠান : গার্হস্থ্য হিংসা বিষয়ে সচেতনা শিবির বীরভূমের আমোদপুরে

জনদর্পণ ডেস্ক : পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের উদ্যোগে ও বীরভূম জেলা প্রশাসনের সহযোগিতায় আমোদপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘টেগোর অর্গানাইজেশন ফর হেলথ অওয়্যারনেস অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট’ এর ব্যবস্থাপনায় গত ১৭ ফেব্রুয়ারি বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের অন্তর্গত আমোদপুরে গার্হস্থ্য জীবনে হিংসা ও তার প্রতিকার বিষয়ক একটি সচেতনা শিবিরের আয়োজন করা হয়।

অনুষ্ঠান-এ উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য মহিলা কমিশনের সদস্য। উপস্থিত ছিলেন জেলা শিশু সুরক্ষা আধিকারিক, সমাজকল্যাণ ও আইসিডিএস এর আধিকারিকগণ। উপস্থিত ছিলেন বীরভূম জেলা প্রশাসনের আধিকারিকরাও। এছাড়াও এদিনের অনুষ্ঠান-এ উপস্থিত ছিলেন সিউড়ি মহিলা থানার আইসি মিতা চক্রবর্তী, একাধিক বিশিষ্ট শিক্ষক ও সমাজকর্মী এবং পাশ্ববর্তী গ্রামগুলির মহিলা ও কিশোরীরা। সমগ্র অনুষ্ঠান-টির সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট শিক্ষক ও নাট্যকার সন্দীপন দত্ত।

রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় এদিন বুঝিয়ে দেন, কীভাবে গ্রাম-বাংলার নারীরা পরিবার পরিজনের অত্যাচার থেকে মুক্তি পেতে পুলিশ প্রশাসনের কাছে তাঁদের অভিযোগ দায়ের করতে পারবেন। এবিষয়ে প্রশাসনের কাছে পৌঁছনোর জন্য শুল্ক মুক্ত ফোন নাম্বারে কল করে অথবা ডাকযোগে তাদের অভিযোগ জানানোর কথা বলেন লীনা গঙ্গোপাধ্যায়। এছাড়াও এদিনের অনুষ্ঠান-এ আলোচনার মাধ্যমে কীভাবে গার্হস্থ্য হিংসার নিষ্পত্তি ঘটানো যেতে পারে সেই বিষয়েও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয় রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে।

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন পার্শ্ববর্তী পাহাড়পুর গ্রামের মহিলাদের দ্বারা নির্মিত বেশ কিছু বাঁশের শিল্পকর্ম ও কাগজের ব্যাগের শিল্পের একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল অনুষ্ঠান প্রাঙ্গণে। অনুষ্ঠান শুরু করার আগে সদ্য প্রয়াত সুর সম্রাঙ্গী লতা মঙ্গেশকর, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ও সুরকার-সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ীর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠান-এরও আয়োজন করা হয় অনুষ্ঠান প্রাঙ্গণে। সংস্থার পক্ষ থেকে অনুপম গঙ্গোপাধ্যায় জানালেন, গ্রাম-বাংলার মহিলাদের গার্হস্থ্য হিংসার ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ।

Advertisement
Previous article‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ী : সঙ্গীত জগতের আরও এক তারকা হারিয়ে গেলেন চিরতরে
Next articleপ্রাচীন টেরাকোটা : জোড়বাংলা মন্দির, সারা বীরভূমে রয়েছে মাত্র একটি (ভিডিও সহ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here