চন্দ্রগ্রহণ : ১৪৪০ সালের পর এমন বিরল গ্রহণের সাক্ষী হতে তৈরি থাকুন

Advertisement

সব পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হয় না। চাঁদ ঘুরতে ঘুরতে এমন অবস্থায় উপস্থিত হয়, যথাক্রমে যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় আসে, তখন কিছুক্ষণের জন্য চাঁদ পৃথিবী দ্বারা সম্পূর্ণ আড়াল হয়ে যায়। একেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলা হয়েছে। কিন্তু যখন একই সরলরেখায় না এসে ওই অবস্থার কিছুটা কাছাকাছি পরিস্থিতিতে চলে আসে, তখন পৃথিবী দ্বারা চাঁদ সম্পূর্ণ না ঢেকে কিছুটা ঢেকে যায়, একেই আংশিক চন্দ্রগ্রহণ বলা হয়। ১৯ নভেম্বর যেমনটি ঘটতে চলেছে।


চন্দ্রগ্রহণ : ১৪৪০ সালের পর এমন বিরল গ্রহণের সাক্ষী হতে তৈরি থাকুন
Image by Ulrike Bohr from Pixabay

জনদর্পণ ডেস্ক : শেষবার এমনটি ঘটেছিল ১৪৪০ সালের ১৮ ফেব্রুয়ারি। এবার ঠিক তেমনটিই ঘটতে চলেছে এই ২০২১ এর ১৯ নভেম্বর। অর্থাৎ ৫৮১ বছর পর বিরলতম সেই ঘটনার সাক্ষী হতে চলেছে একবিংশ শতাব্দীর মানব সভ্যতা। জ্যোতির্বিজ্ঞানীদের দাবি, যদি এমন বিরল ঘটনার ইতিবৃত্তান্ত প্রত্যক্ষ করা না যায়, তবে তার জন্য আবার অপেক্ষা করতে হতে পারে ৬৪৮ বছর। কারণ এমন ঘটনা ফের ঘটতে দেখা যাবে ২৬৬৯ সালের ৮ ফেব্রুয়ারি।

কিন্তু ঘটনাটি কি? আসলে ১৯ নভেম্বর ঘটবে আংশিক চন্দ্রগ্রহণ। আর এই গ্রহণ অতি বিরল বলেই দাবি করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। কারণ এটি হতে চলেছে ৫৮১ বছরের মধ্যে দীর্ঘকালীন আংশিক চন্দ্রগ্রহণ। গ্রহণ স্থায়ী হবে প্রায় ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৪ সেকেন্ড।

এটি হবে চলতি বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ। প্রথম চন্দ্রগ্রহণটি দেখা গিয়েছিল মে মাসের ২৬ তারিখ। সেটি ছিল একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সেদিন পূর্ণিমার চাঁদ সম্পূর্ণ অদৃশ্য হয়ে কিছুক্ষণের জন্য অমাবস্যা রাত নেমে এসেছিল পৃথিবীর উপর। তবে তেমনটি এবার ঘটবে না। কারণ এটি হতে চলেছে আংশিক চন্দ্রগ্রহণ।

সব পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হয় না। চাঁদ ঘুরতে ঘুরতে এমন অবস্থায় উপস্থিত হয়, যথাক্রমে যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় আসে, তখন কিছুক্ষণের জন্য চাঁদ পৃথিবী দ্বারা সম্পূর্ণ আড়াল হয়ে যায়। একেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলা হয়েছে। কিন্তু যখন একই সরলরেখায় না এসে ওই অবস্থার কিছুটা কাছাকাছি পরিস্থিতিতে চলে আসে, তখন পৃথিবী দ্বারা চাঁদ সম্পূর্ণ না ঢেকে কিছুটা ঢেকে যায়, একেই আংশিক চন্দ্রগ্রহণ বলা হয়। ১৯ নভেম্বর যেমনটি ঘটতে চলেছে।

তবে এই গ্রহণের বিশেষত্ব হল, এটি ৫৮১ বছর পর হবে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু হবে ১৯ নভেম্বর ভারতীয় সময় বেলা ১১টা ৩৪ মিনিটে এবং শেষ হবে বিকাল ৫টা ৩৩ মিনিটে। এই গ্রহণের সর্বোচ্চ অবস্থা স্থায়ী হবে দুপুর ১২টা ৪৮ মিনিট থেকে বিকাল ৪টা ১৭ মিনিট পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৪ সেকেন্ড এর জন্য। শেষবার এমনটি ঘটেছিল ১৪৪০ সালের ১৮ ফেব্রুয়ারি। আবার এমনটি ঘটবে ২৬৬৯ সালের ৮ ফেব্রুয়ারি।

জ্যোতির্বিজ্ঞানীদের আরও দাবি, ১৯ নভেম্বর চন্দ্রগ্রহণের মাঝেই আবার কিছুক্ষণের জন্য চাঁদ তার রক্তিম রূপ ধারণ করতে পারে। চাঁদের এই বিরল রূপকে বলা হয়েছে ‘ব্লাড মুন’।

এদিনের আংশিক চন্দ্রগ্রহণ খুব ভালোভাবে প্রত্যক্ষ করা যাবে পূর্ব এশিয়ার কিছু অংশ, সম্পূর্ণ অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা থেকে। তবে ভারতের আসাম ও অরুণাচলপ্রদেশের কয়েকটি অঞ্চল ছাড়া আর প্রায় কোনও অঞ্চলের বাসিন্দারা এই বিরল ঘটনার সাক্ষী হতে পারবেন না।

Advertisement
Previous articleদেবসেনাপতি কার্তিক বিবাহিত না অবিবাহিত? এই প্রশ্ন চলতেই থাকবে
Next articleশিক্ষাদান : বিনা বেতনে শিক্ষার প্রসার ঘটাচ্ছেন কালিকাপুরডাঙার নারায়ণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here