ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাঁচে ধাক্কা খেয়ে মৃত্যু হয়েছে ৩০০ পাখির

Advertisement
স্থানীয় সময় অনুযায়ী ১৪ সেপ্টেম্বর মাঝরাত থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হাওয়ার দাপট ছিল বেশি। এই সময়ে নিউ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্বচ্ছ কাঁচে ধাক্কা খেয়ে প্রায় ৩০০ পাখির মৃত্যু হয়। মৃত পাখির ছবিগুলি তুলে সরব হয়েছে ‘নিউইয়র্ক সিটি অদুবন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মৃত পাখিগুলি তারা নিউ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আশেপাশের এলাকায় পরে থাকতে দেখে। তারা এর আগেও দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে, ওড়ার সময়ে বিভিন্ন কারণে পাখিরা বহুতলে ধাক্কা খেয়ে মারা যাচ্ছে।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাঁচে ধাক্কা খেয়ে মৃত্যু হয়েছে ৩০০ পাখির
New World Trade Center – Image by Free-Photos from Pixabay

অনলাইন পেপার : মানব সভ্যতার একের পর এক কার্যক্রম বারবার ওদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। মানুষ কখনওই বুঝতে চাইছে না, এই বিশ্বে রয়েছে ওদেরও সমান অধিকার। শুধু নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষ দিনে দিনে যে ক্রিয়াকর্ম করে চলেছে, তাতে বড্ড বেশি ক্ষতির মুখে পড়তে হচ্ছে ওই সমস্ত ‘অবলা’ জন্তুদের। অথচ নিজেরা ক্রমশ নিঃশেষের পথে এগিয়ে চললেও, নালিশ জানানোর কোনও মাধ্যম তাদের থাকছে না। যদিও আঞ্চলিক বা আন্তর্জাতিক পর্যায়ের কয়েকটি সংগঠন লড়াই চালিয়ে যাচ্ছে তাদের হয়ে। কিন্তু জয়ী হতে পারছে কী!

প্রতি বছরই মানব সভ্যতার বিভিন্ন ক্রিয়াকর্মে আঘাত পেয়ে অসংখ্য জন্তু-জানোয়ার বিদায় নিচ্ছে এই পৃথিবী থেকে। সম্প্রতি এক রাতের মধ্যেই ৩০০ পাখি মারা গেল খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। তাও আবার নিউ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্বচ্ছ কাঁচে ধাক্কা খেয়ে। এমনটিই জানিয়েছে সংবাদ সংস্থা দ্য গার্ডিয়ান।

২০০১ সাল পর্যন্ত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ছিল ১১০ তলা বিশিষ্ট বিশ্ব বাণিজ্য কেন্দ্র। দুটি একই রকমের ভবন পাশাপাশি হওয়ায় একে সারা বিশ্ব ‘টুইন টাওয়ার’ নামেই জানত। তবে ওই বছরের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার স্বীকার হয়ে এটি ভেঙে যায়। পরে ২০০৬ সাল নাগাদ নতুন করে এর গঠন কাজ পুনরায় শুরু হয়। তবে এবার ‘টুইন টাওয়ার’ হিসাবে নয়, ‘ওয়ান টাওয়ার’ হিসাবেই এটি পরিচিত হতে শুরু করে। বর্তমানে এটি উচ্চতায় ১০৪ তলা বিশিষ্ট। এর নতুন নামকরণ করা হয় ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা ১ ডব্লিউটিসি।

সংবাদ সংস্থা দ্য গার্ডিয়ান সূত্রে জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই আবহাওয়ার অবনতিতে নিউইয়র্ক শহর জুড়ে বইছিল তীব্র ঝোড়ো হাওয়া। সেই সঙ্গে বাজও পড়ছিল অস্বাভাবিকভাবে। উড়ন্ত পাখিরা এই সময়ে অনেকটা নিচু হয়ে উড়তে বাধ্য হচ্ছিল। ফলে শহরের উঁচু উঁচু বাড়িগুলিতে তাদের দিকভ্রান্ত হয়ে ধাক্কা খাওয়াটা ছিল স্বাভাবিক।

স্থানীয় সময় অনুযায়ী ১৪ সেপ্টেম্বর মাঝরাত থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হাওয়ার দাপট ছিল বেশি। এই সময়ে নিউ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্বচ্ছ কাঁচে ধাক্কা খেয়ে প্রায় ৩০০ পাখির মৃত্যু হয়। মৃত পাখির ছবিগুলি তুলে সরব হয়েছে ‘নিউইয়র্ক সিটি অদুবন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মৃত পাখিগুলি তারা নিউ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আশেপাশের এলাকায় পরে থাকতে দেখে। তারা এর আগেও দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে, ওড়ার সময়ে বিভিন্ন কারণে পাখিরা বহুতলে ধাক্কা খেয়ে মারা যাচ্ছে। ঝোড়ো হাওয়ার পাশাপাশি রাতের তীব্র আলোক ঝলকানিও পাখি মৃত্যুর জন্য দায়ী বলে তারা মনে করে।

Advertisement
Previous articleশুরু হতে যাচ্ছে গবাদি পশুদের ব্রুসেল্লোসিস রোগের টিকাকরণ
Next articleচিরাচরিত প্রথা মেনেই শেষ হল নওয়াপাড়া গ্রামের ‘করম পরব’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here