বিলুপ্ত হওয়ার প্রায় ৭০ বছর পর আবারও ফিরে এল ‘গ্রিন ব্রডবিল’

Advertisement
উজ্জ্বল সবুজ রঙের ছোট্ট এই ‘গ্রিন ব্রডবিল’ মাত্র ১৭ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। এদের ছোট্ট ঠোঁট সবুজ পালকে ঢাকা থাকে। ঘন কালো ক্ষুদ্র চোখ দুটি যেন ‘গ্রিন ব্রডবিল’-কে আরও মায়াবী করে তোলে। পুরুষ ‘গ্রিন ব্রডবিল’-এর সবুজ পিঠের ওপর তিনটি লম্বা কালো দাগ থাকলেও মহিলা ‘গ্রিন ব্রডবিল’-এর তা থাকে না। যা দেখে খুব সহজেই পুরুষ ও স্ত্রী ‘গ্রিন ব্রডবিল’- বিভাজন করা যায়। স্ত্রী ‘গ্রিন ব্রডবিল’ এক সঙ্গে ২-৩টি ডিম পেড়ে থাকে। এই ডিমগুলি ফুটতে সময় লাগে ২২-২৩ দিন।
বিলুপ্ত হওয়ার প্রায় ৭০ বছর পর আবারও ফিরে এল ‘গ্রিন ব্রডবিল’

অনলাইন পেপার : ‘যেতে চাও? তবু যেতে নাহি দিব’, প্রকৃতি যেন বার বার স্মরণ করিয়ে দেয় এই কথা। যদিও মায়ার বাঁধন ছিঁড়ে অনেকেই চিরতরে হারিয়ে গিয়েছে প্রকৃতির অন্তর থেকে। তবুও যতটুকু সম্ভব প্রকৃতি বেঁধে বেঁধে রাখে নিজের মাঝে। তাই মাঝে মধ্যেই হারিয়ে গিয়েও আবার নিজের অস্তিত্বকে জানান দিয়ে যায় প্রকৃতির অংশেরা।

এই যেমন ‘গ্রিন ব্রডবিল’, গত শতাব্দীর চল্লিশের দশকের পর থেকে একেবারেই হারিয়ে গিয়েছিল পৃথিবীর বুক থেকে। হাজার খুঁজেও তার অস্তিত্বের নাগাল পাওয়া যাচ্ছিল না। তাই বাধ্য হয়েই পক্ষীবিদরা তাকে বিলুপ্ত ঘোষণা করেছিলেন। কিন্তু আচমকায় গত ২৭ জুন দর্শন পাওয়া গেল অতি সুরেলা কণ্ঠী এই অদ্ভুত সুন্দর সবুজ ‘গ্রিন ব্রডবিল’-এর। তার মানে এখনও কোনও রকমে তারা টিকে রয়েছে প্রকৃতির বুকে! অথবা প্রকৃতিই হয়তো তাদের বেঁধে রেখেছে তার বুকের সঙ্গে অতি সন্তর্পণে।

‘গ্রিন ব্রডবিল’ আসলে ‘ক্যালিপ্টোমেনিডাই’ পরিবারের ‘ইউরিলাইমিডাই’ প্রজাতির ছোটো আকারের পাখি। এই প্রজাতিগুলিকে ‘ব্রডবিল’ বলা হয়ে থাকে। ‘ব্রডবিল’-এরও অনেকগুলি ভাগ রয়েছে। তার মধ্যে এই ‘গ্রিন ব্রডবিল’ প্রায় ৭০ বছর ধরে বিলুপ্ত ছিল। ‘গ্রিন ব্রডবিল’-কে আবার ‘লেসার গ্রিন ব্রডবিল’-ও বলা হয়ে থাকে।

উজ্জ্বল সবুজ রঙের ছোট্ট এই ‘গ্রিন ব্রডবিল’ মাত্র ১৭ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। এদের ছোট্ট ঠোঁট সবুজ পালকে ঢাকা থাকে। ঘন কালো ক্ষুদ্র চোখ দুটি যেন ‘গ্রিন ব্রডবিল’-কে আরও মায়াবী করে তোলে। পুরুষ ‘গ্রিন ব্রডবিল’-এর সবুজ পিঠের ওপর তিনটি লম্বা কালো দাগ থাকলেও মহিলা ‘গ্রিন ব্রডবিল’-এর তা থাকে না। যা দেখে খুব সহজেই পুরুষ ও স্ত্রী ‘গ্রিন ব্রডবিল’- বিভাজন করা যায়। স্ত্রী ‘গ্রিন ব্রডবিল’ এক সঙ্গে ২-৩টি ডিম পেড়ে থাকে। এই ডিমগুলি ফুটতে সময় লাগে ২২-২৩ দিন।

তবে গত শতাব্দীর ৪০-এর দশকে এদেরকে অবাধে বিচরণ করতে দেখা যেত বোর্নিও, সুমাত্রা আর মালয় দ্বীপপুঞ্জ অঞ্চলে। পরে প্রায় হঠাৎ করেই এদের সংখ্যা কমতে লক্ষ্য করা যায়। ক্রমে ধীরে ধীরে এক সময়ে বিলুপ্ত হয়ে যায় এই প্রজাতির পাখি। আইইউসিএন-ও এদেরকে তাদের রেড লিস্টে অন্তর্ভুক্ত করেছে।

কিন্তু সবাইকে চমকে দিয়ে আবারও ফিরে এল ‘গ্রিন ব্রডবিল’। ইন্ডিপেন্ডেন্ট সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী, গত ২৭ জুন সিঙ্গাপুরের পুলাউ উবিন দ্বীপে মাত্র একটি ‘গ্রিন ব্রডবিল’-এর দর্শন পাওয়া গিয়েছে। সূত্রে আরও জানা গিয়েছে, ওই ‘গ্রিন ব্রডবিল’-টি একটি পুরুষ পাখি। কারণ এর উজ্জ্বল সবুজ পিঠের ওপর কালো লম্বা দাগ রয়েছে।

Advertisement
Previous articleবিরল রোগে আক্রান্ত এই শিশু, শরীর হয়ে যাচ্ছে পাথরের মতো শক্ত
Next articleপ্রত্যন্ত গ্রামে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ‘উপহার’-এর নতুন উদ্যোগ ‘হোপ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here