গত ১০ জুন বীরভূম জেলার সিউড়ি শহরের পাশ্ববর্তী বড় আলুন্দা গ্রামে ‘FEVER CLINIC ON WHEELS’ শীর্ষক ‘চলমান চেম্বার’ পৌঁছে যায় রাত্রিকালীন পরিষেবা দিতে। এই রাত্রিকালীন পরিষেবা সম্পর্কে সিউড়ি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে প্রিয়নীল পাল জানালেন, দিন আনা দিন খাওয়া প্রান্তিক কৃষক, শ্রমিক, মজুররা যেহেতু এখন সকাল থেকেই মাঠে চাষের কাজে ব্যস্ত। তাই তাঁদের সুবিধা অনুযায়ী রাত্রিতে তাঁরা এই ক্যাম্পের আয়োজন করেছেন, যাতে ওই গ্রামের প্রত্যেকেই স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পান। |

বিজয় ঘোষাল : গ্রামীণ শ্রমজীবী মানুষদের স্বাস্থ্যের কথা ভেবে সিউড়ি ওয়েলফেয়ার সোসাইটি ‘চলমান চেম্বার’-এর আয়োজন করেছিল। এই ‘চলমান চেম্বার’ এতদিন ঘুরেছে গ্রাম থেকে গ্রামান্তরে। তবে তা ছিল শুধুমাত্র দিনের আলোয়। আর এবার ওই সমস্ত প্রান্তিক মানুষদের আরও দ্রুত পরিষেবা ও সুবিধা দিতে ওই ‘চলমান চেম্বার’ রাতের বেলাতেও পৌঁছে যাচ্ছে তাঁদের বাড়ির উঠোনে। গ্রামীণ মানুষদের পাশে দাঁড়ানোর এ যেন এক অভিনব উদ্যোগ তাদের।
গত ১০ জুন বীরভূম জেলার সিউড়ি শহরের পাশ্ববর্তী বড় আলুন্দা গ্রামে ‘FEVER CLINIC ON WHEELS’ শীর্ষক ‘চলমান চেম্বার’ পৌঁছে যায় রাত্রিকালীন পরিষেবা দিতে। এই রাত্রিকালীন পরিষেবা সম্পর্কে সিউড়ি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে প্রিয়নীল পাল জানালেন, দিন আনা দিন খাওয়া প্রান্তিক কৃষক, শ্রমিক, মজুররা যেহেতু এখন সকাল থেকেই মাঠে চাষের কাজে ব্যস্ত। তাই তাঁদের সুবিধা অনুযায়ী রাত্রিতে তাঁরা এই ক্যাম্পের আয়োজন করেছেন, যাতে ওই গ্রামের প্রত্যেকেই স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পান।
ওইদিন চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসক জিষু ভট্টাচার্য। এছাড়াও এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিউড়ি সদর হাসপাতালের একাধিক ল্যাব টেকনিশিয়ান। এই শিবিরে প্রতিটা মানুষের রক্তচাপ, ডায়াবেটিস, অক্সিজেন পরিমাপ সহ কোভিডের জন্য সচেতনতার বার্তাও দেওয়া হয়।
চিকিৎসক জিষু ভট্টাচার্য জানালেন, রাত্রিকালীন এই ক্যাম্প দারুণ উপকারী। গ্রামের মানুষেরা সারাদিন নানান কাজে ব্যস্ত থাকেন। তাই অনেক সময়েই তারা ডাক্তার দেখানো থেকে বিরত থেকে যান। রাতের এই ‘চলমান চেম্বার’-এর এই উদ্যোগ খুবই কার্যকরী।
এদিনের ক্যাম্পে অনেক মানুষের লুকিয়ে থাকা সুগার, জ্বর, দীর্ঘদিনের গাত্র ব্যথার মতো অসুখ নির্ণয় করা হয়েছে এবং সেই সঙ্গে তার চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে। এদিনের শিবিরে প্রায় ৭০ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবির চলেছে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, আগামীতে অন্য প্রান্তিক গ্রামগুলিতেও এইরকম আরও কয়েকবার রাত্রিকালীন চিকিৎসা পরিষেবা চালু করা হবে।