ভিটামিন ডি করোনা সংক্রমণ রুখতে কতটা সক্ষম? কি বলছেন গবেষকেরা?

Advertisement
সম্প্রতি করোনা সংক্রমণের এই সময়ে ইন্টারনেট-কে মাধ্যম করে ভাইরাস সম্পর্কিত একাধিক তথ্য ছড়িয়েছে ঝড়ের গতিতে। এই সমস্ত তথ্যাদির মধ্যে প্রচুর পরিমাণে ভুল তথ্যও রয়েছে। সাধারণ নাগরিক কোনটি ঠিক আর কোনটি বেঠিক সিদ্ধান্ত নিতে না পেরে উভয় তথ্যকেই গ্রহণ করেছে সমানভাবে। কারণ করোনা সংক্রমণের মতো ভয়ঙ্কর মহামারি থেকে রক্ষা পেতে উভয় তথ্যকেই সত্য হিসাবে মেনে নেওয়াটাই ছিল স্বাভাবিক।
ভিটামিন ডি করোনা সংক্রমণ রুখতে কতটা সক্ষম
Symbolic Image – Image by Henryk Niestroj from Pixabay

অনলাইন পেপার : সম্প্রতি ভিটামিন ডি এর প্রতি মানুষ বেশি করে আকৃষ্ট হচ্ছে। কারণ অনলাইন মাধ্যম সহ অন্য বিভিন্ন মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, অধিক পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করলে করোনা সংক্রমণের ঝুঁকি কমে যায়। ব্যাপারটি আদৌ কতটা সঠিক?

তবে অবশ্যই ভিটামিন ডি এর সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার সম্পর্ক রয়েছে। শরীরে এই ভিটামিনের ঘাটতি থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। তাই অনেক সময় চিকিৎসকেরা তাঁদের রোগীদের ভিটামিন ডি নির্দিষ্ট পরিমাণে গ্রহণ করার পরামর্শ দিয়ে থাকেন। আবার পশ্চিমের একাধিক দেশে শীতের মরশুমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিজের ইচ্ছাতেই সেখানকার বাসিন্দারা এই ভিটামিন গ্রহণ করে থাকেন।

তবে শরীরে ঘাটতি না থাকা স্বত্বেও অধিক পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা অধিক বৃদ্ধি পাবে, গবেষণায় এমন কোনও উল্লেখযোগ্য প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তাই একাধিক গবেষকের দাবি, শরীরে ঘাটতি না থাকলে অধিক পরিমাণে ভিটামিন ডি গ্রহণ না করলেও চলে।

সম্প্রতি করোনা সংক্রমণের এই সময়ে ইন্টারনেট-কে মাধ্যম করে ভাইরাস সম্পর্কিত একাধিক তথ্য ছড়িয়েছে ঝড়ের গতিতে। এই সমস্ত তথ্যাদির মধ্যে প্রচুর পরিমাণে ভুল তথ্যও রয়েছে। সাধারণ নাগরিক কোনটি ঠিক আর কোনটি বেঠিক সিদ্ধান্ত নিতে না পেরে উভয় তথ্যকেই গ্রহণ করেছে সমানভাবে। কারণ করোনা সংক্রমণের মতো ভয়ঙ্কর মহামারি থেকে রক্ষা পেতে উভয় তথ্যকেই সত্য হিসাবে মেনে নেওয়াটাই ছিল স্বাভাবিক।

ভিটামিন ডি সম্পর্কিত তথ্যটিও এই ঠিক ও বেঠিক তথ্যগুলির মধ্যে একটি। অনলাইনে বেশ কিছুদিন ধরেই প্রচার হয়ে চলেছে, ‘ভিটামিন ডি করোনা সংক্রমণ রোখার ক্ষমতা রাখে।’ যদিও এই তথ্যটি এখনও গবেষণার পর্যায়েই রয়েছে। বিবিসি সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী, বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা একটি সমীক্ষায় আভাস পেয়েছিলেন, ভিটামিন ডি গ্রহণের জন্য করোনায় আক্রান্ত রোগীদের প্রায় ৮০ শতাংশ ইনটেনসিভ কেয়ারে ভর্তি হতে হয়নি। এছাড়াও প্রায় ৬০ শতাংশ রোগীর মৃত্যুর হার কমে গিয়েছে। এই ঘটনাটি অনলাইনে প্রচার হতেও খুব বেশি সময় লাগেনি। যদিও পরে এই সমীক্ষাটি অনলাইন থেকে তুলে নেওয়া হয়েছিল।

তবে গবেষকদের মতে, প্রকৃতপক্ষে ভিটামিন ডি আসলেই যে করোনা সংক্রমণ রুখতে পারে, গবেষণায় নির্দিষ্ট করে এমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। যেহেতু ভিটামিন ডি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে, তাই করোনা চিকিতসার জন্য এই ভিটামিন-কে নিয়ে এখনও যথেষ্ট গবেষণার প্রয়োজন রয়েছে।

Advertisement
Previous articleমঙ্গলের বুকে এ কেমন পাথর! সন্ধান দিল পারসিভিয়ারেন্স
Next articleকুয়াশা থেকে চাষের জন্য জল সংগ্রহ করছে পেরুর আদিবাসীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here