সবুজ পৃথিবীর বনভূমি দ্রুত এগিয়ে যাচ্ছে ধূসর মরুভূমির দিকে

Advertisement
প্রায় ২০০ বছর আগেও স্থলভাগের প্রায় ৪৭ শতাংশ ভূমি জুড়ে ছিল সবুজ বন। বর্তমানে যা প্রায় ২৯ শতাংশে নেমে এসেছে। গ্রীষ্মমণ্ডলীও অঞ্চলের বনভূমির অবস্থা আরও করুণ। ২০০ বছর আগেও এই গ্রীষ্মমণ্ডলীও অঞ্চলের বনভূমি ছিল প্রায় ৬ শতাংশ, এখন তা কমে দাঁড়িয়েছে প্রায় ২ শতাংশে। যার ফলে অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে মরুভূমির পরিধি। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, বর্তমানে প্রতি বছর এই বিশ্বের ভূমিভাগের প্রায় ১০০ বর্গকিলোমিটার সবুজ বনভূমি পরিণত হচ্ছে শুষ্ক মরুভূমিতে।

সবুজ পৃথিবীর বনভূমি দ্রুত এগিয়ে যাচ্ছে ধূসর মরুভূমির দিকে
Image by Free-Photos from Pixabay

অনলাইন পেপার : সৌরজগতের একমাত্র নীল গ্রহ এই পৃথিবীতেই প্রত্যক্ষভাবে প্রাণের প্রমাণ পাওয়া গিয়েছে। আর তা সম্ভব হয়েছে এই গ্রহের সবুজ উদ্ভিদের কারণে। প্রথম পর্যায়ে পৃথিবীর তিনভাগ জলেই প্রথম সেই প্রাণের আবির্ভাব ঘটেছিল। তারপর ধীরে ধীরে স্থলভাগের দিকে অগ্রসর হয়েছিল সেই প্রাণ। বলা বাহুল্য, এসব ঘটেছিল লক্ষ লক্ষ বছর ধরে।

পৃথিবীতে যখন মানুষের আবির্ভাব ঘটেনি, তখন স্থলভাগের কিছু অংশ বাদে সমগ্র অংশ জুড়েই ছিল সবুজ বনানী। তারপর মানুষের আবির্ভাবের পর থেকেই ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে সেই বন। আর এখন এই শিল্পায়নের যুগে তার গতি আরও দ্রুতগামী হয়েছে।

খুব বেশি দিন আগের কথা নয়, প্রায় ২০০ বছর আগেও স্থলভাগের প্রায় ৪৭ শতাংশ ভূমি জুড়ে ছিল সবুজ বন। বর্তমানে যা প্রায় ২৯ শতাংশে নেমে এসেছে। গ্রীষ্মমণ্ডলীও অঞ্চলের বনভূমির অবস্থা আরও করুণ। ২০০ বছর আগেও এই গ্রীষ্মমণ্ডলীও অঞ্চলের বনভূমি ছিল প্রায় ৬ শতাংশ, এখন তা কমে দাঁড়িয়েছে প্রায় ২ শতাংশে। যার ফলে অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে মরুভূমির পরিধি। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, বর্তমানে প্রতি বছর এই বিশ্বের ভূমিভাগের প্রায় ১০০ বর্গকিলোমিটার সবুজ বনভূমি পরিণত হচ্ছে শুষ্ক মরুভূমিতে।

এক্ষেত্রে উদাহরণ হিসাবে সাহারা মরুভূমির প্রসঙ্গ উল্লেখ করা যেতে পারে। আফ্রিকা মহাদেশের যেখানে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড়ো মরুভূমি অবস্থান করছে, এক সময়ে সেখানেই ছিল শস্য-শ্যামলা সরস ভূমিভাগ। রীতিমতো সবুজ শস্য উৎপাদন হত সেখানে। তবে ‘কাল’-এর গ্রাসে আজ তার পরিণতি হয়েছে ভয়াবহ। এমনকি এই সুবিশাল মরুভূমির পরিধি আজও ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।

আফ্রিকার ছোট্ট দেশ ঘানার সম্পূর্ণ অংশ ১০০০ বছর আগেও ছিল যথেষ্ট সরস। আজ তার কিছু অংশ সাহারার অংশে পরিণত হয়েছে। আফ্রিকার সাহেল নামক আর একটি অঞ্চল প্রতি বছর ৫ কিলোমিটার করে এগিয়ে চলেছে সাহারা মরুভূমির দিকে।

তবে শুধু উষ্ণ মরুভূমির উদাহরণেই থেমে নেই মরুভূমির পরিধি বিস্তার। শীতল অঞ্চলেরও উদাহরণ রয়েছে প্রচুর। এক্ষেত্রে আইসল্যান্ডের নাম উল্লেখ করতে হয়। প্রায় সারা বছর এখানকার অধিকাংশ অঞ্চল বরফাচ্ছন্ন থাকলেও প্রকৃত পক্ষে এখানে রয়েছে সুবিশাল এক শুষ্ক মরুভূমি।

Advertisement
Previous articleসৃজনী শিল্পগ্রামে ৩ দিনের জন্য শুরু হয়েছে সিকিম উৎসব
Next articleবিরল পুজো : আবাডাঙা গ্রামে একই সঙ্গে পূজিত হয় লক্ষ্মী-সরস্বতী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here