কি বিচিত্র এই মরুভূমি! এবার সাহারাতেও ঘটল তুষারপাত

Advertisement
পার্বত্য অঞ্চলগুলির পাহাড়চূড়া ব্যতীত লালচে বালু রাশির ওপর তুষারপাত এর আগে কখনও ঘটতে দেখা যায়নি। এমনিতেই সাহারা বিশ্বের সবচেয়ে শুষ্ক অঞ্চল। বাতাসে জলীয় বাস্পের পরিণাম থাকে নামমাত্র। বার্ষিক গড় বৃষ্টিপাতও ২০ সেমির বেশি হয় না। অধিকাংশ স্থানেই বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ার বহু আগেই শুকিয়ে আবার বাস্পে পরিণত হয়। তাই এই অঞ্চলে তুষারপাত মোটেও সমীচীন নয়। কিন্তু এবছর তুষারপাতের মতো বিরল ঘটনা ঘটল সৌদি আরবের আসির অঞ্চলে।

কি বিচিত্র এই মরুভূমি! এবার সাহারাতেও ঘটল তুষারপাত
Image by Raimund Andree from Pixabay

অনলাইন পেপার : সাহারাকে বিচিত্র বললেও কম বলা হয়। কতসব আশ্চর্য ঘটনা লুকিয়ে রয়েছে এই বালির নিচে তার কোনও সঠিক তথ্য আজও পুরোপুরি উন্মোচন করা সম্ভব হয়নি। এই বালির নিচেই প্রায় ১০ হাজার বছর আগে চাপা পড়ে গিয়েছিল কোনও এক অজানা সভ্যতা। যার হদিস সাম্প্রতিকালের প্রত্নতত্ত্ববিদরা আবিষ্কার করেছেন। তাঁদের দীর্ঘদিনের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য।

এই যেমন ১০ হাজার বছর আগেও বিশ্বের বৃহত্তম এই উষ্ণ মরুভূমিটি ছিল যথেষ্ট সরস-সবুজ। রীতিমতো নদী বয়ে যেত এর ওপর দিয়ে। জিরাফ বা হাতির মতো প্রাণীদেরও বসতি ছিল এখানে। এক সময় আদিম মানুষেরাও বসবাস করে গিয়েছে এই মরুভূমির পাহাড়-গুহাগুলিতে।

যাইহোক, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে খুব বেশিদিন টিকে থাকতে পারেনি সেই সবুজ সাহারা। সময়ের স্রোতে বালির নিচেই এক সময় তলিয়ে যেতে হয়েছিল তাকে। তাই বলে আশ্চর্যের কমতি নেই এখনও। এবার সাহারার বুকে রীতিমতো ঘটে গেল তুষারপাত। তুষারপাত ঘটেছে সৌদি আরবের আসির অঞ্চলে।

সাহারার আবহাওয়া বরাবরই বিচিত্র। প্রতিদিনের আবহাওয়ায় দিনের গড় তাপমাত্রা অঞ্চলভেদে যেখানে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপর উঠে যায়, রাতের দিকে সেখানে ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে চলে আসে। গ্রীষ্ম আর শীতের তাপমাত্রায় থাকে বিস্তর ফারাক। সাহারার কোনও কোনও অঞ্চলের শীতকালীন তাপমাত্রা মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে যায়।

তবে পার্বত্য অঞ্চলগুলির পাহাড়চূড়া ব্যতীত লালচে বালু রাশির ওপর তুষারপাত এর আগে কখনও ঘটতে দেখা যায়নি। এমনিতেই সাহারা বিশ্বের সবচেয়ে শুষ্ক অঞ্চল। বাতাসে জলীয় বাস্পের পরিণাম থাকে নামমাত্র। বার্ষিক গড় বৃষ্টিপাতও ২০ সেমির বেশি হয় না। অধিকাংশ স্থানেই বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ার বহু আগেই শুকিয়ে আবার বাস্পে পরিণত হয়। তাই এই অঞ্চলে তুষারপাত মোটেও সমীচীন নয়।

কিন্তু এবছর তুষারপাতের মতো বিরল ঘটনা ঘটল সৌদি আরবের আসির অঞ্চলে। সূক্ষ্ম লালচে বালু রাশির ওপর এই সাদা তুষারপাতের ঘটনায় বেশ অবাকই হয়েছেন ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দা সহ বহিরাগত পর্যটকেরাও। তাঁদের অনেকেই রীতিমতো তুষারপাতের সেই নৈসর্গিক দৃশ্য ক্যামেরা বন্দী করে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। আবহাওয়াবিদরা এপ্রসঙ্গে জানাচ্ছেন, সাহারার আবহাওয়ায় বেশ কিছুকাল থেকেই পরিবর্তন লক্ষ্য করে আসছেন তাঁরা। এবারের বিরল তুষারপাত সেই পরিবর্তনেরই একটি অংশ।

Advertisement
Previous articleসবচেয়ে খর্বকায় জিরাফ এখন নামিবিয়ায়, চিন্তায় প্রাণী বিজ্ঞানীরা
Next articleচিন নাপছন্দ, তাই ড্রাগন ফলের নামই বদলে দিল গুজরাত সরকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here