২০২৩ ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল ওই বছর ফেব্রুয়ারি মাসে। কিন্তু করোনার কারণে দিন পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে অক্টোবর-নভেম্বর পর্যন্ত। এবং তা অনুষ্ঠিত হবে ভারতে। এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে মোট ১০টি দল। নিজের দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় ভারত সরাসরি অংশগ্রহণ করতে পারবে। পরের ৭টি দল বেছে নেওয়া হবে আইসিসির রাংঙ্ক অনুযায়ী। বাকি দুটি দল অংশগ্রহণ করতে পারবে যোগ্যতায় উত্তীর্ণ হয়ে। |

জনদর্পণ ডেস্ক : গত এক বছর ধরে চলা করোনা সংক্রমণ বিশ্বের অনেক কিছুকেই পালটে দিয়েছে। পালটে দিয়েছে ক্রীড়া প্রাঙ্গণকেও। এই যেমন করোনার কারণেই এবছর অনুষ্ঠিত হল না নির্ধারিত টি-টুয়েন্টি বিশ্বকাপ। তবে ২০২১-এর টি-টুয়েন্টি বিশ্বকাপ অবশ্য নির্ধারিত সময়সূচি মেনেই অনুষ্ঠিত হবে।
২০২৩ সালের পঞ্চাশ ওভারের বিশ্বকাপের দায়িত্ব ভারতের উপরই থাকছে। কিন্তু করোনার ধাক্কায় এই বিশ্বকাপের সূচিতেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পূর্ণাঙ্গ সময়সূচি যদিও এখনও প্রকাশ করেনি আইসিসি। তবে জানা যাচ্ছে, এই বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচগুলি পরিচালনা করার দায়িত্ব পাচ্ছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে এর আগে ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপের বাছাই পর্বের দায়িত্বও পেয়েছিল। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি সম্প্রতি সংবাদ মাধ্যমে একথা জানিয়েছে। আইসিসি জানিয়েছে, যোগ্যতা অর্জনের এই ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ২০২৩ সালের জুন মাসের ১৮ তারিখ থেকে জুলাই মাসের ৯ তারিখ পর্যন্ত।
আইসিসি আরও জানিয়েছে, ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল ওই বছর ফেব্রুয়ারি মাসে। কিন্তু করোনার কারণে দিন পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে অক্টোবর-নভেম্বর পর্যন্ত। এবং তা অনুষ্ঠিত হবে ভারতে। এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে মোট ১০টি দল। নিজের দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় ভারত সরাসরি অংশগ্রহণ করতে পারবে। পরের ৭টি দল বেছে নেওয়া হবে আইসিসির রাংঙ্ক অনুযায়ী। বাকি দুটি দল অংশগ্রহণ করতে পারবে যোগ্যতায় উত্তীর্ণ হয়ে।
এই যোগ্যতা পর্বটি অনুষ্ঠিত হবে জিম্বাবুয়েতে। এবং সেগুলি ২০২৩ সালেই অনুষ্ঠিত হবে। এখানে অংশগ্রহণ করতে পারবে ১০টি দল। এই দশটি দলের মধ্যে প্রথম পাঁচটিকে বেছে নেওয়া হবে ২০২০ থেকে ২২ সাল পর্যন্ত হওয়া ওয়ার্ল্ড কাপ সুপার লিগ থেকে। পরের তিনটি দল আসবে ২০১৯ থেকে ২২ সালের ওয়ার্ল্ড কাপ সুপার লিগ ২ থেকে। বাকি দল দুটি বেছে নেওয়া হবে ২০২২ সালের প্লে অফে অংশগ্রহণ করা সর্বশ্রেষ্ঠ দলগুলি থেকে।
এদিকে ২০২০ ও ২০২১ সালে পরপর দুটি টি-টুয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল। প্রথমটি অস্ট্রেলিয়ায় ও দ্বিতীয়টি ভারতে অনুষ্ঠিত হত। যদিও ২০২১-এর টি-টুয়েন্টি বিশ্বকাপ পূর্ব সূচি অনুযায়ী ভারতেই হবে। কিন্তু ২০২০ সালের বিশ্বকাপটি পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ২০২২ সাল পর্যন্ত।