ধর্ম অবমাননার অভিযোগে সরানো হল দেবের নতুন সিনেমার টিজার

Advertisement
গত মার্চ মাস থেকে শুরু হয়েছিল ‘কমান্ডো’ সিনেমার শুটিং। এটিই দেবের প্রথম কোনও বাংলাদেশে অভিনীত সিনেমা। সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশের জনপ্রিয় পরিচালক শামীম আহমেদ রনি। এবং প্রযোজকের দায়িত্বে রয়েছেন বাংলাদেশের শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল সংস্থার কর্ণধার সেলিম খান। মূলত অ্যাকশন ধর্মী এই সিনেমাটিতে অভিনয় করছেন ভারত ও বাংলাদেশের এক ঝাঁক অভিনেতা।
ধর্ম অবমাননার অভিযোগে সরানো হল দেবের নতুন সিনেমার টিজার
ধর্ম অবমাননার অভিযোগে সরানো হল দেবের নতুন সিনেমার টিজার 2

অনলাইন পেপার : গত ২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা দেবের প্রথম বাংলাদেশী সিনেমা ‘কমান্ডো’-এর টিজার। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে নিজের চ্যানেল ‘দেব এন্টারটেনমেন্ট ভেনচার্স’-এ দেব নিজেই টিজারটি প্রকাশ করেছিলেন। কিন্তু বাংলাদেশ থেকে ধর্ম অবমাননার অভিযোগ আসায় প্রকাশের ৪ দিন পরই টিজারটি তুলে নেন তিনি।

গত মার্চ মাস থেকে শুরু হয়েছিল ‘কমান্ডো’ সিনেমার শুটিং। এটিই দেবের প্রথম কোনও বাংলাদেশে অভিনীত সিনেমা। সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশের জনপ্রিয় পরিচালক শামীম আহমেদ রনি। এবং প্রযোজকের দায়িত্বে রয়েছেন বাংলাদেশের শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল সংস্থার কর্ণধার সেলিম খান। মূলত অ্যাকশন ধর্মী এই সিনেমাটিতে অভিনয় করছেন ভারত ও বাংলাদেশের এক ঝাঁক অভিনেতা। ভারতীয় অভিনেতাদের মধ্যে দেব ছাড়াও রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, বরুণ চন্দ। আর ওপার বাংলা থেকে রয়েছেন ফজুলুর রহমান বাবু, শিবা শানু, মাজনুন মিজান প্রমুখ অভিনেতারা। দেবের বিপরীতে এই সিনেমাটিতে নায়কার ভূমিকায় দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জাহারা মিতু-কে।

‘কমান্ডো’-র শুটিং গত মার্চে শুরু হলেও করোনা সংক্রমণের জন্য দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছিল। সিনেমার শুটিং ভারত ও বাংলাদেশ উভয় দেশেই হওয়ার কথা ছিল। ইতিমধ্যে ভারত (কলকাতা) অংশের শুটিং শেষ হয়ে গিয়েছে। বাকি রয়েছে বাংলাদেশ পর্বের কিছুটা অংশ। যা আগামী জানুয়ারিতেই শুরু হওয়ার কথা রয়েছে।

কিন্তু এর মধ্যেই সিনেমাটির টিজার নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগ এনেছেন বাংলাদেশের পল্লবী অঞ্চলের একটি মসজিদের খতিব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লা। টিজারটির ৩টি স্ক্রিন শট প্রকাশ করে তাঁর অভিযোগ, সিনেমাটিতে সন্ত্রাস দমনের নামে যেভাবে ইসলাম ও কলেমা খচিত পতাকা ব্যবহার করা হয়েছে তাতে তিনি ধারণা করছেন, ইচ্ছাকৃতভাবে ইসলামকে ভিলেন বানানো হয়েছে।

বিতর্কিত অভিযোগের পরই ‘কমান্ডো’-র টিজার সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়া হয়। প্রযোজক সেলিম খান বিবিসি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি নিজে একজন মুসলমান। তাই ইসলাম ধর্মকে অবমাননা করার সাহস তাঁর নেই। সিনেমাটিতে শুধু দেখানো হয়েছে, দেশের সরকার কীভাবে জঙ্গিবাদকে দমন করছে।

অপরদিকে বাংলাদেশ সেন্সর বোর্ডের সদস্য খোরসেদ আলম খসরু সিনেমা বিষয়ক নীতিমালা ভঙ্গের অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশের নীতিমালা অনুযায়ী সেন্সর বোর্ডের ছাড়পত্র দেওয়ার আগে সিনেমার কোনও পোস্টার প্রকাশ করা যায় না। কিন্তু ছাড়পত্র ছাড়ায় এক্ষেত্রে টিজার প্রকাশ করা হয়েছে।

যদিও এই অভিযোগও মানতে রাজী নন প্রযোজক সেলিম খান। বিবিসি সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, কোনও সিনেমা হলে টিজার মুক্তি দেওয়া হয়নি। শুধু অনলাইনেই প্রকাশ করা হয়েছে। তাই কোনও নীতিমালাও ভাঙা হয়নি।

Advertisement
Previous articleজানুয়ারির প্রথম দিন থেকেই হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে এই স্মার্টফোনগুলিতে
Next articleএক নজরে ২০২০ : যাঁরা চলে গিয়েছেন চিরতরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here