‘ডিজিটাল ডিভাইড’ যেন না থাকে, এই উদ্দেশ্য নিয়েই প্রশিক্ষণ শিবিরের আয়োজন

Advertisement
এদিনের শিবিরের মূল উদ্দেশ্য ছিল গ্রামের অনগ্রসর তপশিলি জাতি ও উপজাতির শিশুরা যেন ডিজিটাল শিক্ষা গ্রহণ থেকে পিছিয়ে না পরে এবং তারা যেন এরূপ শিক্ষা গ্রহণকে ভয় না পায়। এদিনের শিবিরে কম্পিউটার প্রশিক্ষিত শিক্ষকরা কম্পিউটার এবং ডিজিটাল শিক্ষার প্রাথমিক বিষয়গুলির কিছুটা অংশ তাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন। এছাড়াও কম্পিউটারের প্রাথমিক জ্ঞান সহ কম্পিউটার সংলগ্ন প্রতিটি জিনিসকে, বিশেষ করে তার নাম, পরিচয়, কাজ ইত্যাদি যথা সম্ভব বুঝিয়ে দেন। – ছবি : জনদর্পণ প্রতিনিধি

‘ডিজিটাল ডিভাইড’ যেন না থাকে, এই উদ্দেশ্য নিয়েই প্রশিক্ষণ শিবিরের আয়োজন
‘ডিজিটাল ডিভাইড’ যেন না থাকে, এই উদ্দেশ্য নিয়েই প্রশিক্ষণ শিবিরের আয়োজন 3

জনদর্পণ ডেস্ক : ২ ডিসেম্বর ছিল ‘বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস’। ২০০১ সাল থেকে বিশ্ব ব্যাপী এই দিবসটি বিশেষভাবে পালিত হয়ে আসছে। বিশ্বের বিদ্যমান ‘ডিজিটাল ডিভাইড’ দমন করার লক্ষ্য নিয়েই মূলত এই দিবসটির উৎপত্তি হয়। তবে বর্তমানে দিবসটি পালন করার মূল উদ্দেশ্য হল ‘ডিভাইড’ সচেতনতা বৃদ্ধি এবং অনগ্রসর সম্প্রদায়ের জন্য তথ্য প্রযুক্তিতে প্রবেশাধিকার বৃদ্ধি করা।

তাই সমাজে কোনওরূপ ‘ডিজিটাল ডিভাইড’ যেন না থাকে, সে কথা মাথায় রেখে বীরভূম জেলার ‘উপহার ওয়েলফেয়ার সোসাইটি’ গত ২ ডিসেম্বর একদিনের একটি প্রাথমিক কম্পিউটার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল সিউড়ি সংলগ্ন তিলপাড়া গ্রাম পঞ্চায়েতের মানারপাড় গ্রামে। এদিন ওই সংস্থাটি চতুর্থ থেকে সপ্তম শ্রেণীর তপশিলি জাতি ও উপজাতির ছাত্র-ছাত্রীদের নিয়ে এই প্রশিক্ষণ শিবিরটির আয়োজন করে।

এদিনের শিবিরের মূল উদ্দেশ্য ছিল গ্রামের অনগ্রসর তপশিলি জাতি ও উপজাতির শিশুরা যেন ডিজিটাল শিক্ষা গ্রহণ থেকে পিছিয়ে না পরে এবং তারা যেন এরূপ শিক্ষা গ্রহণকে ভয় না পায়। এদিনের শিবিরে কম্পিউটার প্রশিক্ষিত শিক্ষকরা কম্পিউটার এবং ডিজিটাল শিক্ষার প্রাথমিক বিষয়গুলির কিছুটা অংশ তাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন। এছাড়াও কম্পিউটারের প্রাথমিক জ্ঞান সহ কম্পিউটার সংলগ্ন প্রতিটি জিনিসকে, বিশেষ করে তার নাম, পরিচয়, কাজ ইত্যাদি যথা সম্ভব বুঝিয়ে দেন। শিক্ষকদের অনুমান, ওই স্বল্প সময়ের শিক্ষায় ছাত্র-ছাত্রীরা ডিজিটাল শিক্ষা সম্পর্কে কিছুটা ধারণা করতে পেরেছে, তাতে ভবিষ্যতে ডিজিটাল শিক্ষার প্রতি তাদের আগ্রহ আরও বাড়তে সাহায্য করবে।

Add
‘ডিজিটাল ডিভাইড’ যেন না থাকে, এই উদ্দেশ্য নিয়েই প্রশিক্ষণ শিবিরের আয়োজন 4

পরে শিবিরে উপস্থিত ছাত্র-ছাত্রীদের ‘স্টাডি মেটেরিয়াল’ হিসাবে একটি করে বুকলেট দেওয়া হয়, যেখানে বাংলায় কম্পিউটারের যাবতীয় প্রাথমিক তথ্য লেখা রয়েছে। এর পাশাপাশি কম্পিউটারের প্রাথমিক জ্ঞান বিষয়ক একটি ছোটো পরীক্ষার ব্যবস্থাও করা হয়। পরীক্ষার শেষে সংস্থার পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হয়।

‘উপহার ওয়েলফেয়ার সোসাইটি’-র সম্পাদক প্রিয়নীল পাল জানালেন, শহরের ছোট ছোট ছেলে-মেয়েরা প্রাথমিক শিক্ষা থেকেই কম্পিউটার সম্পর্কে কিছুটা ওয়াকিবহাল থাকলেও, গ্রামের পিছিয়ে পড়া ছেলে-মেয়েরা সেসবের কিছুই তেমন জানে না। তাই তারা যেন কম্পিউটার সম্বন্ধে ওয়াকিবহাল হতে পারে এবং পড়াশুনার পাশাপাশি ছোট বয়স থেকেই কম্পিউটারের প্রাথমিক বিষয়গুলো জানতে পারে, এই উদ্দেশ্য নিয়েই এদিনের শিবিরটির আয়োজন করেছিলেন তাঁরা।

Advertisement
Previous articleটানা ৩ বছর চলছে খরা, তীব্র খাদ্য সঙ্কটে ভুগছে দক্ষিণ মাদাগাস্কার
Next articleঅনুমতি পেল ‘ইট জাস্ট’, এবার বাজারে আসবে কৃত্রিম মুরগীর মাংস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here