স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে প্রথম দেওয়া টিকাটি গ্রহণ করেন নিউইয়র্ক শহরের লং আইল্যান্ড জুস মেডিক্যাল সেন্টারের নার্স সান্ড্রা লিন্ডসে। তাঁকে টিকা প্রয়োগ করেন ড. মিশেল চেষ্টার। ফাইজার-বায়োএনটেকের তৈরি এই টিকার দুটি ডোজ দেওয়া হবে গ্রহণকারীকে। এদিন সান্ড্রা লিন্ডসে তাঁর প্রথম ডোজটি গ্রহণ করেন। দ্বিতীয় ডোজটি গ্রহণ করবেন ২১ দিন পর। তারপর তিনি নির্ভয়ে ও স্বাভাবিকভাবে মেলামেশা করতে পারবেন। |

অনলাইন পেপার : তবে কি এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে? প্রায় এক বছর ধরে চলা করোনার সঙ্গে অসম যুদ্ধের কি এবার ইতি হতে চলেছে? গত বছরের এই ডিসেম্বর থেকেই তো শুরু হয়েছিল মহামারী। আজ যা সমগ্র বিশ্বকেই এক প্রকার স্তব্ধ করে রেখেছে। সেই সঙ্গে বদলে গিয়েছে পৃথিবীর অনেক কিছুই।
তবে এবার হয়তো এই কঠিন পরিস্থিতির সমাপ্তি ঘটতে চলেছে। কারণ যুক্তরাষ্ট্র ও কানাডায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জরুরী পরিস্থিতিতে করোনার টিকাকরণ। গত ১৪ ডিসেম্বর থেকে এই টিকাকরণ শুরু হল উত্তর আমেরিকার ওই দুই প্রতিবেশী রাষ্ট্রে। পরে ধাপে ধাপে অতি দ্রুত বিশ্ব ব্যাপীও শুরু হয়ে যাবে এই টিকাকরণ।
সিএনএন সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী, কয়েকদিন আগেই ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনার টিকাকে মার্কিন যুক্তরাষ্ট্রে জরুরী পরিস্থিতিতে প্রয়োগের অনুমতি দিয়েছিল সেদেশের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তারপর সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) থেকে অনুমতি পাওয়ার পর ১৪ ডিসেম্বর থেকে শুরু হল সেদেশে টিকা প্রয়োগ।
এদিন স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে প্রথম দেওয়া টিকাটি গ্রহণ করেন নিউইয়র্ক শহরের লং আইল্যান্ড জুস মেডিক্যাল সেন্টারের নার্স সান্ড্রা লিন্ডসে। তাঁকে টিকা প্রয়োগ করেন ড. মিশেল চেষ্টার। ফাইজার-বায়োএনটেকের তৈরি এই টিকার দুটি ডোজ দেওয়া হবে গ্রহণকারীকে। এদিন সান্ড্রা লিন্ডসে তাঁর প্রথম ডোজটি গ্রহণ করেন। দ্বিতীয় ডোজটি গ্রহণ করবেন ২১ দিন পর। তারপর তিনি নির্ভয়ে ও স্বাভাবিকভাবে মেলামেশা করতে পারবেন।
সূত্রে আরও জানা গিয়েছে, ফাইজার-বায়োএনটেকের তৈরি এই টিকা এর আগে প্রয়োগ করা হয়েছিল ইংল্যান্ডে। সেদেশে তৃতীয় পর্যায়ে প্রায় ২১ হাজার মানুষের উপর এই টিকা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছিল এবং তাতে এর ফলাফলও আশানরূপ ভালো পাওয়া যায়।
মার্কিন যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের কারখানাটি গড়ে তোলা হয়েছে মিশিগানের পোর্টেজে। গত ১৩ ডিসেম্বর সেখান থেকে প্রায় ৬০০টি স্থানে এই টিকা পাঠানো হয়। পরে অন্য স্থানেও এই টিকা ধাপে ধাপে পাঠানো হবে। সিডিসি নির্দেশ দিয়েছে, প্রথম দিকে এই টিকা প্রয়োগ করতে হবে স্বাস্থ্যকর্মী ও বয়স্ক ব্যক্তিদের।
এই একই দিনে কানাডাতেও শুরু হয়েছে ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকা প্রয়োগ। টিকা নেওয়া প্রথম ব্যক্তিদের মধ্যে একজন অনিতা কুইডানজেনের টিকা প্রয়োগের দৃশ্য সেদেশের দূরদর্শনে সরাসরি সম্প্রচারও করা হয়। কানাডা প্রশাসন টিকা প্রয়োগের জন্য প্রায় ২ কোটি ডোজের অর্ডার দিয়ে রেখেছে।