মাত্র একটি পায়রার দাম ২০ লাখ ডলার! কিন্তু কেন?

Advertisement
‘নিউ কিম’ একটি বিশেষ প্রজাতির পায়রা। যাকে ‘রেসিং পিজন’-ও বলা হয়ে থাকে। এই জাতের পায়রাকে সাধারণত রেসিং-এর খেলায় ব্যবহার করা হয়। এই খেলায় মালিক পক্ষের পায়রাগুলিকে একটি নির্দিষ্ট দূরত্বে (১০০-১০০০ কিলোমিটার) ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে যে পায়রাটি সবচেয়ে কম সময়ে বাড়ি ফিরে আসে, তাকেই বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী পায়রার মালিককে মোটা টাকার পুরস্কারও দেওয়া হয়ে থাকে।

মাত্র একটি পায়রার দাম ২০ লাখ ডলার! কিন্তু কেন?
Image by Mabel Amber from Pixabay

অনলাইন পেপার : পায়রা পোষার প্রথা আজ নতুন কিছু নয়। সে যুগের রাজা-বাদশা থেকে শুরু করে আজকের দিনের সাধারণ আম-জনতার অনেকেই শখ করে পায়রা পুষে থাকেন। কারণ পায়রার মতো দ্রুত পোষ মানে, এমন পাখি খুব কমই রয়েছে। এ যুগে এমনও অনেক ব্যক্তি রয়েছেন, যাঁরা ভালো বা বিরল জাতের পায়রার সন্ধান পেলে, হাজার হাজার টাকা খরচ করতেও পিছপা হন না। তাই বলে শুধুমাত্র একটি পায়রার জন্যেই ২০ লাখ ডলার খরচ করতে হবে?

শুনতে অদ্ভুত লাগলেও গত ১৫ নভেম্বর এমনটাই ঘটেছে বেলজিয়ামের একটি নিলাম সভায়। ওই নিলাম সভায় ‘নিউ কিম’ নামের একটি মেয়ে পায়রা বিক্রি হয়েছে প্রায় ২০ লাখ ডলারে। কিনেছেন চিনের একজন ধনী পায়রা প্রেমী। রিপোর্টটি প্রকাশিত হয়েছে বিবিসি সংবাদ মাধ্যমে।

আসলে ‘নিউ কিম’ একটি বিশেষ প্রজাতির পায়রা। যাকে ‘রেসিং পিজন’-ও বলা হয়ে থাকে। এই জাতের পায়রাকে সাধারণত রেসিং-এর খেলায় ব্যবহার করা হয়। এই খেলায় মালিক পক্ষের পায়রাগুলিকে একটি নির্দিষ্ট দূরত্বে (১০০-১০০০ কিলোমিটার) ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে যে পায়রাটি সবচেয়ে কম সময়ে বাড়ি ফিরে আসে, তাকেই বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী পায়রার মালিককে মোটা টাকার পুরস্কারও দেওয়া হয়ে থাকে।

‘নিউ কিম’ নামের ওই মেয়ে পায়রাটি এই খেলায় বিশেষ পারদর্শী ছিল। সে ২০১৮ সাল থেকে বেশ কয়েকবার জয়ী হয়েছে। এখন তাকে অবসর দেওয়া রয়েছে। ‘নিউ কিম’-কে নিলামে প্রায় ২০ লাখ ডলার খরচ করে কিনে নিয়েছেন চিনের একজন ধনী পায়রা প্রেমী। তার সংগ্রহে আরও কয়েকটি এই ধরণের ‘রেসিং পিজন’ রয়েছে। সম্প্রতি চিনেও এখন পায়রা রেসিং-এর জনপ্রিয়তা বেড়েছে। তবে ‘নিউ কিম’ একটি মেয়ে পায়রা হওয়ায় সম্ভবত ওই চিনা ব্যক্তি তাকে প্রজননের কাজেই ব্যবহার করতে পারেন।

এই প্রসঙ্গে উল্লেখ করতে হয়, পৃথিবীতে প্রায় ২০০-রও বেশি প্রজাতির পায়রা রয়েছে। বঙ্গদেশে অবশ্য প্রায় ৩০ প্রজাতির পায়রার আধিক্যই বেশি। পায়রার জাত নির্ণয় করা হয় সাধারণত গুন, বৈশিষ্ট্য, রঙ, চোখের উপর ভিত্তি করে। সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে হোমার, গোলা, গিরিবাজ, রান্ট, ফ্রিল ব্যাক, জ্যাকোবিন, নোটন, মডেনা প্রভৃতি জাতের পায়রাগুলি।

Advertisement
Previous articleপানুড়িয়ার বিশ্রাম তলায় যৌথ উদ্যোগে উদযাপন হল শিশু দিবস
Next articleএক দিনেই একই চাঁদ দু’বার ওঠে মঙ্গলে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here