অগ্রহায়ণের দ্বিতীয় সপ্তাহেই শীতের অগ্রিম পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। ২৩ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এই ৪ দিন শীতের আমেজ বজায় থাকবে। পারদও নামতে পারে বেশ অনেকটাই। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের পারদ ১৮ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। এছাড়াও পশ্চিমের কয়েকটি জেলার পারদ ১৪ ডিগ্রিতেও নামার সম্ভাবনা থাকবে। ২৬ নভেম্বরের পর অবশ্য পারদ আবার কিছুটা উঠতে শুরু করবে। এদিকে রাজধানী দিল্লীতে ইতিমধ্যেই জাঁকিয়ে পড়তে শুরু করেছে শীত। |

জনদর্পণ ডেস্ক : শীত যে এবছর বেশ জাঁকিয়েই পড়তে চলেছে, তার পূর্বাভাস মিলেছিল দুর্গোৎসব থেকেই। এই রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ওই সময় রাতের দিকে একটা শিরশিরে ভাব লক্ষ্য করা যাচ্ছিল। শীতের পোশাকও বেরিয়ে পড়ছিল একটি-দুটি করে। তবে কিছুদিন পরই অবশ্য সেই শিরশিরে ভাব হঠাৎ উধাও হয়ে যায়। তবে মাঝ রাতের পর থেকে কনকনে ভাবটা থেকে গিয়েছে। সকালের কিছুটা সময় বা সন্ধ্যার পর পথে বেরোলে দু-একটা শীতের পোশাক অবশ্যই সঙ্গে রাখতে হচ্ছে এখন।
এবার অগ্রহায়ণের দ্বিতীয় সপ্তাহেই শীতের অগ্রিম পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগামী ৪ দিন বহাল থাকবে শীতের কনকনে মেজাজ। এই জেলার কোনও কোনও অংশের তাপমাত্রা ওই ক’দিন ১৪ ডিগ্রিতেও নেমে যেতে পারে।
গত কয়েকদিন ধরেই আকাশে হালকা মেঘের আনাগোনা চলছিল। দক্ষিণের কয়েকটি জেলায় ঝিরঝিরে বৃষ্টিও হয়ে গিয়েছে। ২২ নভেম্বর সকাল থেকেই ফের মেঘ সরতে শুরু করেছে। এব্যাপারে আবহাওয়া দফতর জানাচ্ছে, এই ক’দিন দুই দিক থেকে দুই বিপরীত ধর্মী হাওয়ার প্রভাব ছিল। উত্তর-পূর্ব দিক থেকে বইছিল অপেক্ষাকৃত উষ্ণ হাওয়া। এরই সঙ্গে উত্তর-পশ্চিমের হাওয়া ছিল বেশ শীতল। এই দুই বিপরীত হাওয়ার সংমিশ্রণে তৈরি হয়েছিল মেঘ। তাতে কিছু জেলায় ঝিরঝিরে বৃষ্টিও হতে দেখা গিয়েছে। এখন উত্তর-পূর্বের হাওয়ার প্রভাব ক্রমশই কমতে শুরু করেছে। বাড়ছে উত্তর-পশ্চিমের হাওয়া। তাই মেঘ কেটে প্রকৃত শীতের পরিবেশ তৈরি হয়েছে।
আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, ২৩ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এই ৪ দিন শীতের আমেজ বজায় থাকবে। পারদও নামতে পারে বেশ অনেকটাই। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের পারদ ১৮ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। এছাড়াও পশ্চিমের কয়েকটি জেলার পারদ ১৪ ডিগ্রিতেও নামার সম্ভাবনা থাকবে। ২৬ নভেম্বরের পর অবশ্য পারদ আবার কিছুটা উঠতে শুরু করবে।
এদিকে রাজধানী দিল্লীতে ইতিমধ্যেই জাঁকিয়ে পড়তে শুরু করেছে শীত। সেখানে শৈত্যপ্রবাহেরও আশঙ্কা প্রকাশ করছেন একাধিক আবহাওয়াবিদ। ২২ নভেম্বর সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৯ ডিগ্রি সেলসিয়াস। আর এটিই এখনও পর্যন্ত নভেম্বর মাসের সর্বনিম্ন তাপমাত্রা। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই তাপমাত্রা আরও দিন চারেক বহাল থাকবে। দুই-এক দিনের মধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে। তখন তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।