উদ্ধার হল ৭৯ খ্রিস্টাব্দে হারিয়ে যাওয়া পম্পেই নগরের একজন মনিব ও তার দাস

Advertisement
৭৯ খ্রিস্টাব্দে ভিসুভিয়াস আগ্নেয়গিরি থেকে ঘটিত এক ভয়ঙ্কর অগ্নুৎপাতে ধ্বংস হয়ে যাওয়া নগর পম্পেই-এর খনন কার্য চলার সময়ে এই নভেম্বরে একই সঙ্গে ওই দুই ব্যক্তির দেহাবশেষ পাওয়া যায়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর প্রত্নতান্ত্রিকরা দাবি করছেন, তারা সম্পর্কে ছিলেন মনিব ও দাস। সম্ভবত অগ্ন্যুৎপাতের সময়ে তারা কোনও আশ্রয় স্থল খুঁজছিল। কিন্তু তার আগেই অগ্ন্যুৎপাতের কবলে পড়ে তাদের তলিয়ে যেতে হয়। তাদের মুষ্টিবদ্ধ হাত ও পা দেখে ধারণা করা হচ্ছে তারা আগুনে পুড়ে বা প্রচণ্ড তাপে মারা গিয়েছে।

উদ্ধার হল ৭৯ খ্রিস্টাব্দে হারিয়ে যাওয়া পম্পেই নগরের একজন মনিব ও তার দাস
Pompeii City – Image by Graham Hobster from Pixabay

অনলাইন পেপার : তাদের মধ্যে সম্পর্ক ছিল মূলত মনিব ও দাসের। একজনের বয়স আন্দাজ ৩০-৪০, অন্যজনের ১৮-২৩। ধ্বংসাবশেষ থেকে উদ্ধারের সময় প্রথম জনের গলার নিচে মিলেছে গরম উলের কাপড়ের চিহ্ন। যা থেকে ধারণা করা হচ্ছে তিনি সেই সময়কার কোনও একজন ধনী ব্যক্তি ছিলেন। দ্বিতীয় জনের পরিচয় অবশ্য তার মেরুদণ্ড পরীক্ষা করে বোঝা গিয়েছে, যে তিনি যথেষ্ট কায়িক পরিশ্রম করতেন। অর্থাৎ তিনি ছিলেন সম্ভবত প্রথম জনের একজন দাস।

এই দু’জনকে সম্প্রতি আবিষ্কার করা হয়েছে ইতালির এক সময়কার হারিয়ে যাওয়া নগর পম্পেই-এর ধ্বংসাবশেষ থেকে। বিবিসি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ৭৯ খ্রিস্টাব্দে ভিসুভিয়াস আগ্নেয়গিরি থেকে ঘটিত এক ভয়ঙ্কর অগ্নুৎপাতে ধ্বংস হয়ে যাওয়া নগর পম্পেই-এর খনন কার্য চলার সময়ে এই নভেম্বরে একই সঙ্গে ওই দুই ব্যক্তির দেহাবশেষ পাওয়া যায়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর প্রত্নতান্ত্রিকরা দাবি করছেন, তারা সম্পর্কে ছিলেন মনিব ও দাস। সম্ভবত অগ্ন্যুৎপাতের সময়ে তারা কোনও আশ্রয় স্থল খুঁজছিল। কিন্তু তার আগেই অগ্ন্যুৎপাতের কবলে পড়ে তাদের তলিয়ে যেতে হয়। তাদের মুষ্টিবদ্ধ হাত ও পা দেখে ধারণা করা হচ্ছে তারা আগুনে পুড়ে বা প্রচণ্ড তাপে মারা গিয়েছে।

পম্পেই ছিল একটি ছোটো রোমান শহর। বর্তমানে যার অবস্থান ইতালির কাম্পানিয়া অঞ্চলের নেপলসের কাছে। ৭৯ খ্রিস্টাব্দ নাগাদ ভিসুভিয়াস আগ্নেয়গিরি থেকে ঘটে যাওয়া ভয়ঙ্কর অগ্নুৎপাতে এই নগরটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ভিসুভিয়াস এমনিতেই একটি সক্রিয় আগ্নেয়গিরি। মাঝে মধ্যেই এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত ঘটে থাকে। শেষবার ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত ঘটেছিল ১৯৪৪ সালে।

অগ্নুৎপাতে ধ্বংসের পর এই পম্পেই নগরটির সম্পূর্ণ অংশ পুরোপুরি তলিয়ে গিয়েছিল প্রায় ৬ মিটার ছাই ও ঝামা পাথরের নিচে। তারপর দীর্ঘদিন শহরটির কোনও অস্তিত্ব ছিল না। ষোলশ শতকের শেষ দিকে ওই অঞ্চলের কাছে একটি খাল খননের সময় প্রথম বেরিয়ে আসে ওই শহরের কিছু উপাদান। তারও অনেক পরে ১৭৪৮ সাল নাগাদ পুনরায় আবিস্কৃত হয় এই পম্পেই নগর। যার খনন কার্য আজও চলছে। সম্প্রতি আবিষ্কার হওয়া ওই দুই ব্যক্তির দেহাবশেষ থেকে পম্পেই নগর সম্পর্কে আরও নতুন কিছু তথ্য জানা যাবে বলে ধারণা করছেন ঐতিহাসিকরা।

Advertisement
Previous articleএবার জাঁকিয়ে পড়বে শীত, থাকবে টানা ৪ দিন
Next articleসাহিত্য আসরে আবার জেগে উঠছে শান্তিনিকেতন, প্রকাশিত হল ‘এবং ভরসা’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here