রয়্যাল এনফিল্ডের চার্জিং বাইক খুব শীঘ্রই আসছে ভারতের বাজারে

Advertisement

রয়্যাল এনফিল্ড সংস্থা এবার বাজারে আনতে চলেছে তাদের আর একটি নতুন মডেল। তবে এই মডেলের বাইকটি তেলে নয়, চলবে ইলেকট্রিক চার্জিং-এ। একবার চার্জ দিলেই যাওয়া যাবে ১০০ কিলোমিটার। বরাবরই রয়্যাল এনফিল্ডের যে কোনও মডেলের বাইক পৃথিবী জুড়ে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছে। তাদের সর্বাধিক জনপ্রিয় বাইক ছিল ‘বুলেট’। কর্তৃপক্ষের আশা, তাদের নতুন মডেলের এই ইলেকট্রিক বাইকটিও যথেষ্ট জনপ্রিয় হবে। – ছবি : সংগৃহীত

royal enfield s charging bikes are coming to the indian market soon

অনলাইন পেপার : জনপ্রিয়তার দিক থেকে রয়্যাল এনফিল্ড বরাবরই বাইক জগতে প্রথম সারিতেই থেকেছে। স্পেশাল মডেল আর আভিজাত্যের জন্য খুব সহজেই বাইক প্রেমীরা একে পছন্দ করে থাকে। যদিও এর বাজার মূল্য একটু বেশিই। তাই কেনার ভাগ্য সবার হয় না। তবুও প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে পৃথিবী জুড়ে রাজত্ব করছে এই ব্রিটিশ রয়্যাল এনফিল্ড।

     ১৯০১ সাল নাগাদ ব্রিটেনে জন্ম হলেও এখন আর এটিকে পুরোপুরি ব্রিটিশ বাইক বলা চলে না। কারণ ১৯৬২ সালের পর থেকে এটি ভারতেই তৈরি হয়ে চলেছে। ভারতের মাটিতে রয়্যাল এনফিল্ডের প্রথম বিক্রি শুরু হয়েছিল ১৯৪৯ সালের পর থেকে। তার জনপ্রিয়তার জন্যই পরে রেড্ডিচ কোম্পানি ও মাদ্রাজ মোটরস একত্রিত হয়ে ১৯৫৫ সাল নাগাদ এনফিল্ড ইন্ডিয়া তৈরি করে। অবশ্য এই সময়ে শুধু মাত্র অ্যাসেম্বলিং-ই করা হত। পরে ধীরে ধীরে রয়্যাল এনফিল্ড ভারতের নিজস্ব বাইকে পরিণত হয়েছে। প্রায় ৫০টিরও বেশি দেশে এই সংস্থার একাধিক মডেল এখন রাজত্ব করছে।

     এবার এই বাইক সংস্থা বাজারে আনতে চলেছে তাদের নতুন আর একটি মডেল। যেটি ইলেকট্রনিক বাইক হিসাবে পরিচিত হবে। অর্থাৎ এবার তেলে নয়, চলবে চার্জিং-এ। একটি প্রথম সারির ভারতীয় সংবাদ সংস্থার সূত্র অনুযায়ী, ভারতে ইলেকট্রনিক বাইকের চাহিদা বেড়ে যাওয়ার কথা মাথায় রেখে রয়্যাল এনফিল্ড কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

     সূত্রে জানা যাচ্ছে, রয়্যাল এনফিল্ডের ওই ইলেকট্রনিক বাইকের নকশা তৈরি হয়ে গিয়েছে। এবার তার প্রযুক্তিগত কাজগুলি শুরু হচ্ছে। নতুন এই বাইকটি যেহেতু ইলেকট্রিক চার্জিং-এ চালানো যাবে, তাই এখানে তেল খরচের কোনও প্রসঙ্গই আসছে না। একবার চার্জ দিলে এই বাইক চলবে প্রায় ১০০ কিলোমিটার। এর ইঞ্জিনের সক্ষমতাও অনেকটাই বেশি। সূত্রে জানা যাচ্ছে, নতুন মডেলের এই রয়্যাল এনফিল্ডের ইঞ্জিনের সক্ষমতা ২৫০ সিসি পর্যন্ত হতে পারে। তবে বাজারে আসতে এখনও ১ বছরেরও বেশি সময় লেগে যেতে পারে। বাইক প্রেমীদের হয়তো অপেক্ষা করতে হতে পারে ২০২২ সাল পর্যন্ত। বাজার মূল্য হতে পারে ভারতীয় টাকায় প্রায় ২ লাখের কাছাকাছি।

     তবে যাইহোক, রয়্যাল এনফিল্ডের কোনও মডেলের বাইককেই এখনও পর্যন্ত ‘ফ্লপ’ খেতে দেখা যায়নি। কর্তৃপক্ষ আশা করছে তাদের এই ইলেকট্রনিক বাইকটিও যথেষ্ট সাড়া জাগাবে। এর আগে এই সংস্থার ‘বুলেট’ মডেলটি এতটাই জনপ্রিয় হয়েছিল, এখনও পর্যন্ত অনেকেই রয়্যাল এনফিল্ডের বাইক মানেই ‘বুলেট’ মনে করে থাকেন।

Advertisement
Previous articleতিনি রাজকুমারী, তবুও নারীর যৌনতা নিয়ে গবেষণা করার সাহস দেখিয়েছিলেন
Next articleদরজায় দরজায় ভিক্ষা করে স্কুল গড়ে তুলেছিলেন যে শিক্ষক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here