এক মাছিতেই উড়িয়ে দিল বসত বাড়ির ছাদ

Advertisement
মাছি মারতে গিয়েই ক্ষতিগ্রস্ত হল বাড়ির একাংশ। ঘটনাটি ফ্রান্সের ডরডোন অঞ্চলের একটি গ্রামের। ওই গ্রামের আশি বছর বয়স্ক এক ব্যক্তি রাতের খাবার খেতে যাওয়ার মুহূর্তে একটি মাছি বিরক্ত করতে থাকে তাঁকে। তিনি মাছি মারতে পোকা মারার ইলেকট্রিক র‌্যাকেট ব্যবহার করতে উদ্যত হন। কিন্ত পূর্ব থেকেই তাঁর রান্নাঘরের গ্যাস ক্যানিস্টারটি লিক হয়ে ঘরের বাতাসে গ্যাস ছড়িয়ে ছিল। র‌্যাকেটের সুইচ অন করতেই ঘটে যায় বিপদ। – ছবি : সংগৃহীত

roof of the house was blown away by a fly

অনলাইন পেপার : এ যেন সেই দক্ষিণ ভারতীয় সিনেমা ‘মাক্ষি’-র মতো ঘটনা। কাল্পনিক ঘটনায় ভর করে ২০১২ সালের ৬ জুলাই রিলিজ হয়েছিল দক্ষিণী সিনেমা ‘মাক্ষি’। আঞ্চলিক ভাষায় যার নাম দেওয়া হয়েছিল ‘ইগা’ (Eaga)। সিনেমাটিতে নায়ক ভিলেনের হাতে হত্যা হয়ে পরজন্মে একটি সামান্য ক্ষুদ্র মাছি হয়ে জন্ম নিয়েছিল। তারপর নায়িকার সহযোগিতায় প্রতিশোধ নিয়েছিল সেই নায়ক। ক্ষুদ্র হয়েও কিভাবে অসম্ভবকে সম্ভব করে তোলা যায়, সেটাই ছিল সিনেমাটির মূল গল্প।
     যদিও ফ্রান্সের এই ঘটনাটি কোনও কাল্পনিক সিনেমার অংশ নয়। কল্প কাহিনীরও কোনও থিম নয়। তবুও বেশ অবাক করে দিয়েছে এলাকাবাসীদের। শেষ পর্যন্ত একটি মাছির হাতেই উড়ে গেল বাড়ির একাংশ!
     বিবিসি সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী, ফ্রান্সের ডরডোন অঞ্চলের পারকোল-চেনড গ্রামের আশি বছর বয়স্ক এক ব্যক্তি প্রতিদিনের মতো রাতের খাবার খেতে বসতে যাচ্ছিলেন তাঁর বাড়িতে। হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল একটি মাছি। মাছির বিরক্তিকর ভনভনানির সঙ্গে পরিচয় হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এই বিরক্তিই শেষ পর্যন্ত বিপদ ডেকে আনল ওই বয়স্ক ব্যক্তিটির।
     তাঁর ঘরেই ছিল পোকা মারার ইলেকট্রিক র‌্যাকেট। সেই র‌্যাকেট দিয়েই তিনি মাছি মারতে উদ্যত হলেন। কিন্তু কে জানত, তাঁর রান্নাঘরে রাখা গ্যাস ক্যানিস্টাটি লিক হয়ে গিয়েছে। আর সেখান থেকে ততক্ষণে গ্যাস বেরিয়ে ভরে গিয়েছে সমস্ত রান্নাঘরটি। ব্যক্তিটি যখনই তাঁর পোকা মারার ইলেকট্রিক র‌্যাকেটটির সুইচ মাছি মারার জন্যে অন করলেন, প্রায় সঙ্গে সঙ্গেই র‌্যাকেটটির তড়িৎ স্ফুলিঙ্গের সংস্পর্শে চলে আসে উদ্বায়ী রান্নাঘরের গ্যাস। ফলে যা হবার সেটাই হল। বিকট বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হল রান্নাঘরটি। ছাদেরও একাংশ ক্ষতির মুখে পড়ে।
     তবে সুখবর এটাই, ওই বয়স্ক ব্যক্তিটির তেমন কোনও ক্ষতি হয়নি। শুধু হাতের কিছুটা অংশ পুড়ে গিয়েছে মাত্র। যদিও তিনি কাছের একটি ক্যাম্পসাইটে এখন আশ্রয় নিয়েছেন। তাঁর বাড়িটি মেরামতির কাজ চলছে। তবে মাছির কপালে শেষ পর্যন্ত কি জুটল সে বিষয়ে কোনও খবর পাওয়া যায়নি।
Advertisement
Previous articleপ্রসঙ্গ বিশ্বভারতী : এ যেন কবির ধ্যানের সম্পদ
Next articleনতুন বাড়ি কিনবে ২৮ বছরের গিফটে পাওয়া হুইস্কি বেচে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here