রাজকীয় আয়োজন, এবার স্থলপথে একই বাসে ভারত থেকে পৌঁছনো যাবে ইংল্যান্ড

Advertisement

ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর নিয়ে এল ‘অ্যাডভেঞ্জার্স ওভারল্যান্ড’। সংস্থাটি আগামী বছরের মে মাসে একটি ঐতিহাসিক সফর শুরু করতে যাচ্ছে। এই সফর শুরু হবে স্থলপথে বাসে করে ভারতের দিল্লী থেকে এবং শেষ হবে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে গিয়ে। ১৮টি দেশকে অতিক্রম করবে এই সফরের যাত্রীরা। চলার পথে প্রতিটি দেশের বিশেষ কিছু দর্শনীয় স্থান দেখার সুযোগ পাবেন তাঁরা। গোবি মরুভূমি, মায়ানমারের প্যাগোডা, চিনের প্রাচীর তার মধ্যে অন্যতম। – ছবি : ফাইল চিত্র

royal arrangement england can be reached by the same bus from india by land

অনলাইন পেপার : যাঁরা অ্যাডভেঞ্জার পছন্দ করেন, এই সুখবর শুধু তাঁদের জন্যেই। কারণ আগামী বছরের মে মাসেই শুরু হতে যাচ্ছে এক ঐতিহাসিক সফর, ‘বাস টু লন্ডন’। হ্যাঁ, লন্ডনই বটে। ভারত থেকে থেকে সোজা পৌঁছে যাওয়া যাবে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। তাও আবার স্থলপথে এবং একটাই বাসে। এখন যে লন্ডনে পৌঁছতে শুধুমাত্র আকাশ বা জলপথকে ব্যবহার করা হয়, এবার তারই সঙ্গে যুক্ত হতে যাচ্ছে স্থলপথও। ঘটনাটি সবাইকে অবাক করলেও সত্য।

     বিলাসবহুল এই লম্বা সফর শুরু করতে যাচ্ছে ভারতের ‘অ্যাডভেঞ্জার্স ওভারল্যান্ড’। ওই সংস্থার দুই প্রতিষ্ঠাতা সঞ্জয় মদান ও তুষার আগরওয়াল ৩ বার স্থলপথে ভারত থেকে লন্ডনে পৌঁছিয়েছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাঁরা এই ব্যবস্থা করেছেন বলে জানা গিয়েছে সংবাদ সংস্থা সিএনএন-এর একটি রিপোর্ট থেকে।

     ভারত থেকে ইংল্যান্ড পর্যন্ত এই দীর্ঘ সফর চলবে ৭০ দিন ধরে। প্রায় ২০ হাজার কিলোমিটারের এই ৭০ দিনের সফরে ভ্রমণ করা যাবে ১৮টি দেশ। তবে একই সঙ্গে বাসে চড়তে পারবেন মাত্র ২০ জন। এই ২০ জনই হবেন বিজনেস ক্লাসের। কত হবে এই ভ্রমণের ভাড়া? এখানেই সামান্য চিন্তার ভাঁজ ফেলবে মধ্যবিত্তদের কপালে। যেহেতু বিলাসবহুল সফর, তাই ভাড়া অনেকটা বেশি হওয়াটাই স্বাভাবিক। জানা গিয়েছে এই দীর্ঘ সফরের জন্য ভাড়া নির্দিষ্ট করা হয়েছে ভারতীয় মূল্যে জনপ্রতি ২০ লক্ষ টাকা।

     একবার চলতে শুরু করলে টানা ৭০ দিনের ধকল সইতে হবে বাস ও তার যাত্রীদের। তাই বিশেষভাবে নির্মাণ করা হবে এই সফরের বাসটিকে। নির্দিষ্ট ২০ জন যাত্রীর ভ্রমণে যাতে কোনও রকম ব্যাঘাত না ঘটে, তার জন্য প্রতিটি ছিটে আলাদাভাবে যুক্ত করা হচ্ছে ল্যাপটপ, ডিজিটাল ডিসপ্লে। এছাড়াও স্বাভাবিকভাবে ব্যবস্থা থাকবে মোবাইল চারজিং সহ একাধিক সুবিধার।

     কোন রুটে যাবে ওই বাস? সূত্রে জানা গিয়েছে, এই সফরে ১৮টি দেশকে অতিক্রম করবেন যাত্রীরা। ভারতের দিল্লী থেকে যাত্রা শুরু করে ইম্ফল পেরিয়ে প্রথম দেশ হিসাবে মায়ানমারে প্রবেশ করবে। তারপর যথাক্রমে থাইল্যান্ড, লাওস, চিন, কিরগিস্থান, উজবেকিস্থান, কাজাগস্থান, রাশিয়া, লাটভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স পেরিয়ে সবশেষে পৌঁছে যাবে ইংল্যান্ড। এই ৭০ দিনের সফর শেষ হবে ইংল্যান্ডের লন্ডনে গিয়ে। এই যাত্রার সময়কালে প্রতিটি দেশের বিশেষ কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন যাত্রীরা। যার মধ্যে অন্যতম থাকবে মায়ানমারের প্যাগোডা, চিনের গ্রেট প্রাচীর, গোবি মরুভূমি, সিল্করুট প্রভৃতি। থাকবে আলাদা গাইডের ব্যবস্থা। অবশ্য এর জন্য প্রয়োজন হবে ১০টি দেশের ভিসার। যদিও ভিসার ব্যবস্থা ‘অ্যাডভেঞ্জার্স ওভারল্যান্ড’ সংস্থা-ই করে দেবে।

     তবে আর দেরি কেন? ভ্রমণ পিপাসুরা সাধ্য থাকলে নিজেদের প্রস্তত করতে পারেন এই দীর্ঘ অ্যাডভেঞ্জারের জন্য। আগামী বছরের মে মাস থেকেই শুরু হতে যাচ্ছে এই সফর। যদিও করোনা পরিস্থিতির জন্য এখনও রেজিস্ট্রেশন শুরু করতে পারেনি ওই সংস্থাটি।

Advertisement
Previous articleএলাকায় একাধিক করোনা পজিটিভ, তবু এখনও সচেতন হল না কিছু মানুষ
Next articleচলে গেলেন ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়, দেশ হারাল তার সুযোগ্য সন্তানকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here