স্কুল খুললেও লক্ষ লক্ষ শিক্ষার্থী হয়তো আর শিক্ষাক্ষেত্রেই ফিরবে না

Advertisement
করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে এই মুহূর্তে বিশ্বের অধিকাংশ শিক্ষাক্ষেত্র বন্ধ। সেই সঙ্গে পড়াশুনা থেকেও দূরে সরে রয়েছে এক বিশাল সংখ্যক শিক্ষার্থী। গবেষণায় দেখা গিয়েছে, করোনা সংক্রমণ কমতে শুরু করলে যখন আবার স্কুলগুলি খুলতে শুরু করবে, লক্ষ লক্ষ শিক্ষার্থী হয়তো আর স্কুলমুখী হবে না। নিভে যাবে তাদের শিক্ষার আলো। – ছবি : সংগৃহীত

%25E0%25A6%25B8%25E0%25A7%258D%25E0%25A6%2595%25E0%25A7%2581%25E0%25A6%25B2 %25E0%25A6%2596%25E0%25A7%2581%25E0%25A6%25B2%25E0%25A6%25B2%25E0%25A7%2587%25E0%25A6%2593 %25E0%25A6%25B2%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25B7 %25E0%25A6%25B2%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25B7 %25E0%25A6%25B6%25E0%25A6%25BF%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25B7%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%25A5%25E0%25A7%2580 %25E0%25A6%25B9%25E0%25A7%259F%25E0%25A6%25A4%25E0%25A7%258B %25E0%25A6%2586%25E0%25A6%25B0 %25E0%25A6%25B6%25E0%25A6%25BF%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25B7%25E0%25A6%25BE%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25B7%25E0%25A7%2587%25E0%25A6%25A4%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A7%2587%25E0%25A6%2587 %25E0%25A6%25AB%25E0%25A6%25BF%25E0%25A6%25B0%25E0%25A6%25AC%25E0%25A7%2587 %25E0%25A6%25A8%25E0%25A6%25BE

অনলাইন পেপার : নিজের খেয়ালে দাপিয়ে বেড়ানো করোনা এই বিশ্বকে যে আমূল বদলে দেবে তা আর বলার অপেক্ষা রাখছে না। করোনা প্রায় সমস্ত কিছুর ওপরেই ব্যাপক প্রভাব ফেলতে শুরু করেছে ইতিমধ্যে। মানব জাতির মানসিক অবস্থা থেকে শুরু করে সম্পর্ক, অর্থনীতি, শিক্ষাক্ষেত্র সহ আরও একাধিক বিষয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে কঠোরভাবে।
     অর্থনৈতিক ক্ষেত্রের পাশাপাশি সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে। কারণ করোনা মহামারী থেকে রক্ষা পেতে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই এপ্রিল মাস থেকে শুরু করা হয়েছিল লকডাউন। শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তারও আগে থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল শিক্ষাক্ষেত্রগুলি। অধিকাংশ দেশে সেই বন্ধ শিক্ষাক্ষেত্রগুলি আজও খুলতে দেখা যায়নি। করোনার বর্তমান অবস্থা কবে আবার স্বাভাবিক হবে তাও এখন অনেকটাই অনিশ্চিত। তাই বন্ধ স্কুলও কবে আবার খুলতে দেখা যাবে, তা জোর দিয়ে কেউই বলতে পারছেন না।
     করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে শিক্ষাক্ষেত্র বন্ধ। যদিও সংক্রমণ কমতে শুরু করলে আবার শিক্ষাক্ষেত্রগুলিকেও খুলতে দেখা যাবে। কিন্তু সমস্যা অন্য কোথাও! বিশ্বের লক্ষ লক্ষ শিক্ষার্থীর জীবনে এই সময় শিক্ষার আলো নিভে যেতে চলেছে। বিশ্ব জুড়ে স্কুল ছুট হতে চলেছে প্রায় ৯৭ লক্ষ শিশু। সম্প্রতি এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ‘সেভ দ্য চিলড্রেন’। দি টেলিগ্রাফ সংবাদ মাধ্যম সূত্র অনুযায়ী, ‘সেভ দ্য চিলড্রেন’ জানিয়েছে, এপ্রিল মাসের প্রথম থেকে বিশ্বের বিভিন্ন দেশে স্কুল বন্ধ হওয়ার কারণে প্রায় ১৬০ কোটি শিক্ষার্থী এই মুহূর্তে শিক্ষাক্ষেত্র থেকে দূরে রয়েছে। তাদের মধ্যে এক বিরাট সংখ্যক শিক্ষার্থী দরিদ্র পরিবারের। করোনা মহামারী কমে যাওয়ার পর যখন আবার পূর্বের মতো স্কুল খুলতে শুরু করবে লক্ষ লক্ষ শিক্ষার্থী হয়তো আর কোনও দিনও স্কুলমুখী হবে না। তাদের মধ্যে মেয়েদের সংখ্যায় হবে সবচেয়ে বেশি।
     এমনিতেই লকডাউনের কারণে বিশ্ব জুড়ে অর্থনৈতিক অবস্থার চরম অবনতি ঘটেছে। দরিদ্র দেশগুলিতে সমস্যা বেড়েছে সর্বাধিক। এমনিতেই পেটের দায়ে অনেক শিক্ষার্থী-ই উচ্চ শিক্ষা লাভের আগেই স্কুল ছুট হতে শুরু করে দরিদ্র দেশগুলিতে। পরিবারের অর্থনৈতিক অবস্থার কথা মাথায় রেখে কর্মক্ষেত্রে চলে যেতে হয় শিশু বয়স থেকেই। যদিও বর্তমানে সেই অবস্থার কিছুটা উন্নতি হলেও করোনা মহামারী আবার পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে পারে বলেও অনেক বিশেষজ্ঞ মনে করছেন। সেভ দ্য চিলড্রেন আরও জানিয়েছে, এই সমস্যা সবচেয়ে বেশি বাড়তে পারে ১০টি দেশে। এর মধ্যে রয়েছে মালি, আফগানিস্থান, ইয়েমেন, গিনি, নাইজার, লাইবেরিয়া, নাইজেরিয়া, মৌনিতানিয়া, আইভরিকোস্ট, পাকিস্থান ও সেনেগাল।
     বিবিসি সংবাদ মাধ্যমের একটি রিপোর্টে বলা হয়েছে, সেভ দ্য চিলড্রেন তাদের গবেষণায় দেখেছে, বিশ্ব জুড়ে লকডাউনের সময় বন্ধ থাকাকালীন স্কুলগুলি প্রায় ৯০ শতাংশ শিশুর সঙ্গে আর যোগাযোগ-ই করেনি। কিছু শিশু তাদের পারিবারিক সহযোগিতায় শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে। কিন্তু প্রায় ৯১ শতাংশ শিশুর বাড়িতে শিক্ষালাভের কোনও রকম সুযোগ-সুবিধা-ই নেই।
Advertisement
Previous articleখালি চোখেই দেখা মিলবে ‘নিয়োওয়াইজ’ ধূমকেতুকে, উত্তেজনা চরমে
Next articleমাধ্যমিকের ফল প্রকাশ, প্রথম দশে বীরভূমের ছয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here