যৌথ উদ্যোগে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন পেল বালিজুরির মহিলারা

Advertisement
ঋতুস্রাব নিয়ে একাধিক ছুতমার্গ ভারতীয় উপমহাদেশে আজ নতুন কিছু নয়। এর সঙ্গে জড়িয়ে আছে একাধিক কুসংস্কারও। বীরভূম জেলার সদর শহর সিউড়ির ‘উপহার ওয়েলফেয়ার সোসাইটি’ প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বীরভূমের বিভিন্ন প্রান্তে কাজ করছে এই ছুতমার্গ বিষয়ক কুসংস্কারের বিরুদ্ধে। – ছবি : জনদর্পণ প্রতিনিধি

যৌথ উদ্যোগে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন পেল বালিজুরির মহিলারা
জনদর্পণ ডেস্ক : ঋতুস্রাব, এই স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়াটি নিয়ে ছুতমার্গের কোনও শেষ নেই এই দেশে। মাসিকের দিনগুলিতেও যে অন্য দিনের মতোই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, এই অধিকারটুকুও এখনও দেওয়া হয়নি অধিকাংশ ভারতীয় মেয়েদের। এই কুসংস্কারের পাশাপাশি রয়েছে আবার আর্থিক অসচ্ছলতাও। পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে ভারতে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন মাত্র ১৮ শতাংশ মহিলা। বাকিদের ভরসা সাধারণ কাপড়ের মতো অস্বাস্থ্যকর উপকরণ।
     নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী, ভারতের গ্রামীণ পরিবেশের ১২ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের অনেকেই বছরে প্রায় ৫০ দিন পর্যন্ত স্কুলে যেতে পারে না শুধুমাত্র মাসিকের কারণে। এদের অধিকাংশই এই সময়ে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করার সুযোগ পায় না। ২৩ শতাংশ মেয়েরা ঋতুস্রাব শুরুর পর পরই স্কুল-ছুট হতে শুরু করে। এছাড়াও কাপড়ের ব্যবহারের ফলে বিভিন্ন ধরণের রোগের শিকার হন অনেক ভারতীয় মহিলা।
     যদিও এদেশের হাটে-বাজারে স্যানিটারি ন্যাপকিন-এর কোনও অভাব নেই বললেই চলে। একাধিক দেশি-বিদেশি সংস্থা ওই স্যানিটারি ন্যাপকিন-এর বাহার জমিয়ে রেখেছে চলতি বাজারগুলিতে। কিন্তু সমস্যা হল তার বাজার মূল্য নিয়ে। সেগুলির দাম অনেকক্ষেত্রে সাধ্যের মধ্যে থাকে না। ফলে অনেকেই তা ব্যবহার করার সুযোগ পান না। বাধ্য হন সাধারণ কাপড়ের ওপর ভরসা রাখতে।
যৌথ উদ্যোগে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন পেল বালিজুরির মহিলারা
     এই সব সমস্যাগুলিকে মাথায় রেখেই বীরভূম জেলার সদর শহর সিউড়ির ‘উপহার ওয়েলফেয়ার সোসাইটি’ প্রায় এক বছরেরও বেশি সময় ধরে জেলা জুড়ে স্যানিটারি ন্যাপকিন নিয়ে কাজ করে চলেছে। মহিলাদের স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার সম্পর্কে সচেতন করা, তাঁদের স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেওয়া, বিশেষ করে গ্রাম অঞ্চলের মহিলাদের স্যানিটারি ন্যাপকিনের উপযোগিতা এবং বিনামূল্যে প্রদান করার কাজ করে চলেছে এই সংস্থাটি। এছাড়াও সংস্থাটি জেলার আরও অনেক ছোট ছোট সংস্থার সঙ্গে মেলবন্ধন গড়ে তুলে বীরভূমের প্রান্তিক গ্রামগুলিতে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে বিতরণের কর্মসূচি রাখছে।
     গত ১৩ জুন বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত বালিজুরি গ্রামে ‘উপহার ওয়েলফেয়ার সোসাইটি’ ও ‘সমব্যাথি’ নামের ওপর আর একটি স্বেচ্ছাসেবী সংস্থা যৌথভাবে ঋতুস্রাব নিয়ে সামাজিক ভ্রান্ত ধারণা দূর করার জন্য একটি ক্যাম্প-এর আয়োজন করে।
     উপহার ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রিয়নীল পাল জানালেন, এদিনের এই ক্যাম্পে যোগ দিতে লজ্জা ও ভয় দূরে সরিয়ে দল বেধে মহিলাদের এগিয়ে আসতে দেখা গিয়েছে। এদিন গ্রামের প্রায় পঞ্চাশের অধিক মহিলাকে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করার উপযোগিতা বোঝানো হয়েছে। সেই সঙ্গে ঋতুস্রাব নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিনের যে ভুল ধারণা, তা দূর করারও চেষ্টা করা হয়েছে এবং তাঁদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে। যার ফলে ঋতুস্রাবের সময়ে মহিলারা অনেক বেশি সুস্থ ও ভালো থাকতে পারবেন।
Advertisement
Previous articleবিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে ভারত
Next article“লুপ্তপ্রায় খেলা” মনে করিয়ে দেবে শৈশবের হারিয়ে যাওয়া দিনগুলিকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here