এই প্রথম করোনায় আক্রান্ত হল কুকুর

Advertisement
dod
অনলাইন পেপার : বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া মারণ ভাইরাস করোনা বাড়ির পোষা প্রাণীদেরকেও ছেড়ে কথা বলছে না। মানুষের পাশাপাশি প্রাণীদেরও আক্রান্ত করে চলেছে। এবার আক্রান্ত হল একই বাড়ির পোষা দুটি কুকুর। ঘটনাটি ঘটেছে হংকং-এ। ধারণা করা হচ্ছে, বাড়ির কোনও একজন আক্রান্তের শরীর থেকেই কুকুর দুটির শরীরে প্রবেশ করেছে করোনা। কিন্তু আশার কথা, আক্রান্তের পরেও সুস্থ রয়েছে তারা। সম্প্রতি এমনই একটি রিপোর্ট প্রকাশ করেছে বিজ্ঞান পত্রিকা নেচার।
     ওই রিপোর্ট অনুযায়ী, হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষক মালিক পেইরিস জানিয়েছেন, বিশ্লেষণ দেখা হয়েছে মালিক পক্ষের কারও শরীরের সংস্পর্শে এসে ওই কুকুর দুটি করোনায় আক্রান্ত হয়েছে। তবে এক কুকুর থেকে ওপর কুকুরে অথবা কুকুর থেকে মানুষের শরীরে করোনা সংক্রমণ ঘটেছে বা ঘটতে পারে, এমন কোনও প্রমাণ এখনও মেলেনি।
     মালিক পক্ষের কারও শরীর থেকেই যে কুকুরের শরীরে করোনা প্রবেশ করেছে তা নিশ্চিত করতে ভাইরাসের জিন বিশ্লেষণ করা হয়। সেখানে দেখা গিয়েছে, মালিক পক্ষের আক্রান্ত ভাইরাসের জিনের সঙ্গে ওই কুকুর দুটির ভাইরাসের জিনের অনেক মিল রয়েছে।
     মানুষের শরীর থেকে অন্য প্রাণীদের শরীরে করোনা ছড়িয়ে পড়ার ঘটনা এটাই প্রথম নয়, এর আগেও অন্য প্রাণীরা মানুষের সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হয়েছে। চিরিয়াখানার বাঘ, সিংহ বা বাড়ির পোষা বিড়াল সেই তালিকায় রয়েছে। কিন্তু এই প্রথম আক্রান্ত হল কুকুর। নেদারল্যান্ডের উট্রেস্ট বিশ্ববিদ্যালয়ের একজন ভেটেরিনারি এপিডেমিওলজিস্ট জানাচ্ছেন, হংকং-এর এই ঘটনা প্রমাণ করেছে কুকুরকেও করোনা আক্রান্ত করতে পারে। কিন্তু আক্রান্ত হওয়ার সুযোগ অনেকটাই কম। কারণ ওই পরিবারে মোট ১৫টি কুকুর ছিল। তার মধ্যে মাত্র ২টি কুকুরই করোনায় আক্রান্ত হয়েছে।
     মানুষের সংস্পর্শে এসে পোষা প্রাণীরা করোনায় আক্রান্ত হয়, কিন্তু পোষা প্রাণী থেকে অন্য প্রাণী অথবা মানুষের আক্রান্ত হওয়ার প্রত্যক্ষ কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে এ বিষয়েও যথেষ্ট সতর্ক থাকার কথা বলছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে বাড়ির পোষা প্রাণীদের দিকেও বিশেষভাবে নজর দেওয়ারও পরামর্শ দিচ্ছেন অনেক বিশেষজ্ঞ। কারণ এই মারণ ভাইরাস করোনা কখন কোন দিকে মোড় নেবে তা আগাম কেউই বলতে পারছেন না।
Advertisement
Previous articleপ্রজাপতিরা কোথায় পেল এত রঙ? এ ব্যাপারে বিজ্ঞান কি বলছে?
Next articleশক্তি বাড়াচ্ছে ‘আমফান’, অভিমুখ বাংলার দিকেই (Live Position)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here