করোনা মোকাবিলায় সমাজের বিশিষ্টজনেদের নিবেদন (ভিডিও সহ)

Advertisement
Slide1
জনদর্পণ ডেস্ক : বর্তমান বিশ্ব এখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমগ্র পৃথিবী জুড়ে এই রকম কঠিন পরিস্থিতি এই প্রথমপৃথিবীর প্রায় সমস্ত দেশই এখন এক আতঙ্কের মধ্যে রয়েছে আর সেই আতঙ্কের নাম তো প্রায় সবারই জানা, ‘করোনা হ্যাঁ, চিন থেকে ক্রমশ ছড়িয়ে পড়া এই করোনা ভাইরাস এখন সমগ্র পৃথিবী জুড়েই তাণ্ডব সৃষ্টি করে চলেছে
     ভারতও এই আতঙ্ক থেকে দূরে সরে নেই ক্রমশ এই দেশেও ছড়িয়ে পড়তে শুরু করেছে ওই মারণ ভাইরাস যদিও করোনা এই দেশে এখনও দ্বিতীয় পর্যায়ে রয়েছে আর তৃতীয় পর্যায়ে যাতে পৌঁছতে না পারে, তার জন্য দেশের কেন্দ্র সরকার ও রাজ্য সরকারকে যথেষ্ট কার্যকরী ভূমিকা নিতে দেখা যাচ্ছেসরকারের পাশাপাশি জনসাধারণও যথেষ্ট সচেতন হয়ে উঠেছে। সমস্ত দেশবাসীকেই এখন সরকারের নির্দেশনামা অনুসরণ করতে দেখা যাচ্ছে
     যদিও কিছু মানুষ এখনও অসচেতনতায় দিন কাটাচ্ছে। সরকারি নির্দেশনামায় ভ্রূক্ষেপ করছে না। তাদেরকেও বোঝাতে এগিয়ে আসতে দেখা যাচ্ছে সমাজেরই একদল প্রতিষ্ঠিত গুণীজনকে। এবার আসুন জেনে নেওয়া যাক, সমাজের ওই বিশিষ্ট পরিজনেরা কে কি বলছেন এই কঠিন সময়ে
Advertisement
Previous articleআজও কোনও রকমে টিকে রয়েছে রামনগর গ্রামের কুমোর সম্প্রদায়
Next articleপৃথিবীর ওপর অনেকটাই কমে গিয়েছে মানুষের কম্পন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here