Advertisement
সুপ্রভাত মুখোপাধ্যায় : আকাশ থেকে মাটি থমথম করছে, আমোদপুরের চারিদিক। কোথাও যেন কিছুই নেই, নেই! নিঃসীম অন্ধকার। বাড়ি-ঘর শান্তির পারাবত! যেন দুমুঠো সুস্থ জীবন দাও, পথে রাখি। তার মধ্যে এক-আধটা সাইকেল, মোটর সাইকেল, গাড়ি যাওয়ার আওয়াজ পাই। সন্ধ্যা ঝিমঝিম হাওয়ায় চলছে মানা, যা বয়ে চলেছে বিশ্বব্যাপী মহামারির ত্রাস! যাতে জরুরি অবস্থায় নেওয়া একটি সুরক্ষা ব্যবস্থা, বিশ্বব্যাপী ‘লকডাউন’ – worldwide lockdown, একটি নির্দিষ্ট স্থানে নিজেকে আটকে রাখা।
আজকের সভ্যতায় মানুষের আর স্বাস্থ্যই নেই। এমনিতেই চারিদিকে যা চলছে। নতুন নতুন সমস্যার আমদানি তো আছেই। চিনের হুবেই প্রদেশের উহানে-ই ২০১৯–এ এই করোনা ভাইরাস প্রথম চিহ্নিত হয়েছে। এই সংক্রমণের ফলে যে রোগ এখন কভিড-১৯ বা করোনা ভাইরাস ডিজিস–২০১৯ নামে চিহ্নিত করেছে এই অতিমারি রোগটিকে। যা শ্বাসনালি বেয়ে ফুসফুসে কঠিন সমস্যা তৈরি করছে। নিউমোনিয়া যে স্থানে হয় ঠিক সেই স্থানে আক্রমণ এর।
বিশ্ব জোড়া আতঙ্ক। অঙ্কুরিত হলও দিনে দিনে। আমাদের অবস্থা কোনদিকে যাবে, ভাবছি। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে স্বাভাবিক ভাবে! মহামারির আতঙ্ক বড় বাধা। বিপন্ন সব চোখ–মুখ। আগেই যদি সমস্ত বিমান বন্ধ করে দেওয়া যেত, খুবই ভাল হতো, এই দুশ্চিন্তার থেকে।
১৮৯৯ সালে প্লেগ মহামারি, একসময় গ্রামগুলিতে কালান্তক ব্যাধি, কলেরা, বসন্ত, ডেঙ্গি, ম্যালেরিয়া অতীতের সেই সব ভীতিও যেন কীসব মনে করিয়ে দিচ্ছে অন্যভাবে, অন্য রূপে আমরা মুখোমুখি। সেই সব ভয়-ভীতি থেকে বীরভূমের গ্রাম বাংলায় নুনপালা, শাকপালা এরকম বিভিন্ন পুজো-পালার উৎপত্তি করে যা বয়ে চলেছে।
কেন্দ্রসরকার এবং রাজ্যসরকার যেভাবে তৎপরতার সঙ্গে এগিয়ে যেতে মানুষকে বাধ্য করছে, তা খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক মেলামেশা থেকে দূরে থাকার কঠোর নিয়ন্ত্রণ নির্দেশ। নিয়ন্ত্রণের পরিধির মাত্রাও দিনকে দিন বাড়ছে। বিভিন্ন দেশ, রাজ্য, জেলার মতো বীরভূম জেলার সর্বপরি আমোদপুরেও বেশ তৎপরতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করে চলেছে। এখানকার মানুষ মোটামুটিভাবে ভদ্রই বলা যায়। সবাই সেদিকেই মান্যতা দিচ্ছে বলেই মনে হচ্ছে।
ফরাসি ভাষায়‘নুভেল’ শব্দের অর্থ নতুন। ‘করোনা’ শব্দের অর্থ সূর্যের ছটা। অর্থাৎ এই রোগ–ভাইরাসের নাম সূর্যের নতুন ছটা।
বাঁচতে তো হবেই এর থেকে, ঘরে থাকা ভিন্ন আর কোনও গত্যন্তরও নেই। চারিদিকে শুধুই একই ডাক : সামাজিক দূরত্ব বজায় রাখুন, পাশে দাঁড়ানোর একমাত্র উপায় গৃহবন্দি থাকা।
- All Rights Reserved
Advertisement