Advertisement
রঞ্জন সরকার : ১লা বৈশাখ এবছর তেমনভাবে উদযাপন হয়নি সমস্ত বঙ্গদেশ জুড়ে। ক্রমশ ছড়িয়ে পড়া করোনা সংক্রমণ কেড়ে নিয়েছে বাংলা ক্যালেন্ডারের প্রথম এই বাঙালি উৎসবকে। উৎসবের চেনা ছবিটাই হারিয়ে গিয়েছে এই বছরের জন্য। কুশল বিনিময়, মিষ্টিমুখ, হালখাতা, নতুন পোশাক পরে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া – আপাতত স্থগিত রাখতে হয়েছে এবার। কারণ দেশ জুড়ে চলছে লকডাউন। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে এছাড়া আর কোনও পথও খোলা নেই দেশবাসীর কাছে। ইতিমধ্যে সমগ্র দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গিয়েছে (ওয়ার্ল্ডোমিটার সূত্র অনুযায়ী)। তাই নিজেকে বাইরের জগৎ থেকে আলাদা করে রাখায় এখন সবচেয়ে নিরাপদ বলে মনে করছে দেশবাসী।
এসব কথা মাথায় রেখেই বোলপুরের ৮নং ওয়ার্ডের ৭-এর পল্লী দুর্গা মন্দির কমিটি তথা ৭-এর পল্লী কালচারাল ক্লাব এবছর বাংলা নববর্ষ উদযাপন করল সম্পূর্ণ অন্য রকমভাবে। ১লা বৈশাখ (১৪ এপ্রিল) সকালের দিকে ক্লাবের সদস্যরা ওই ওয়ার্ডের সমস্ত বাড়ি ঘুরে বিতরণ করলেন মাক্স ও স্যানিটাইজার। যা করোনা সংক্রমণের এই সময়ে খুবই কার্যকরী সামগ্রী। এর পাশাপাশি তাঁরা করোনা সম্পর্কিত বিভিন্ন সচেতন বার্তাও প্রচার করলেন ওই সমস্ত বাড়িগুলিতে। বিতরণের সময় সদস্যদের প্রত্যেককেরও মাক্স ব্যবহার করতে এবং পারস্পারিক দূরত্ব বজায় রাখতে দেখা গিয়েছে।
এদিন ক্লাবের সদস্যরা প্রায় ৯০০টি মাক্স ও ২৫০টি ১০০ এমএল-এর স্যানিটাইজার বিতরণ করে এলাকা জুড়ে। ক্লাবের সম্পাদক দীপ চট্টোপাধ্যায় জানালেন, ১৩ এপ্রিল এসডিও-এর কাছে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে। আর সেই সঙ্গে ১লা বৈশাখ এলাকাবাসীর মধ্যে মাক্স ও স্যানিটাইজার তুলে দিয়ে নববর্ষের বার্তা প্রেরণ করা হয়েছে।
উদ্যোগটি যথেষ্ট প্রশংসার দাবি রাখবে বলে মনে করছেন বোলপুরের ওই ওয়ার্ডের সমস্ত বাসিন্দা।
- All Rights Reserved
Advertisement