‘নৈষ্ঠিক আকাদেমি’-র উদ্যোগে আবীর রঙে সেজে উঠল নিশিগঞ্জ

Advertisement
2
জেএমপি : ‘বসন্ত এসেছে দ্বারে’। তাই গাছে গাছে কোকিল ডাকছে কোকিলাকে। বনান্তরে শিমুল-পলাশে চলছে জোর লড়াই। এ লড়াই রঙের। সেই রঙের ছোঁয়ায় সবার মন রাঙিয়ে তুলতে কোচবিহার জেলার নিশিগঞ্জ-এর ‘নৈষ্ঠিক আকাদেমিনিশিগঞ্জ স্মৃতি পাঠাগারে ৯ মার্চ আয়োজন করল বসন্ত উৎসব’-এর। আর সেই সঙ্গে নতুন করে যেনরঙে রঙে সেজে উঠল নিশিগঞ্জের মন ওপ্রাণ, আকাশ ও বাতাসএদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আব্দুল্লাহ মিঞা।
     নৈষ্ঠিক আকাদেমি’-র উদ্যোগে সকাল ৯টায় শুরু হয় প্রভাত ফেরী। তাতে অংশগ্রহণ করে এলাকারই একদল ছোটো ছোটো ছেলে-মেয়ে সহ অন্যান্যরা। তারপর কিছুটা বিরাম। আর এই বিরামের ফাঁকেই নিশিগঞ্জ মদন মোহনবাড়িতে বসন্ত রাগ’-এর অল্প বয়সী শিল্পীরা পরিবেশন করে মনোমুগ্ধকর নৃত্য। তাতে সমগ্র মদন মোহনবাড়ি প্রাঙ্গণ আনন্দে ভরে ওঠে
     এরপর মূলমঞ্চে প্রদীপ প্রজ্বলন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং নৈষ্ঠিক’-এর প্রতিষ্ঠাতা কবি সুজিত অধিকারীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। উদ্বোধন করতে এগিয়ে আসে আকারহাট দিশারী স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। তারপর অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথিদের বরণ করে নেওয়া হয় এবং সেই সঙ্গে তাঁদের রাঙিয়ে দেওয়া হয় বসন্তের আবীর রঙে। বসন্ত উৎসবের মঞ্চে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে নিয়েই প্রকাশিত হয় নৈষ্ঠিকবইমেলা সংখ্যা, ২০২০তারপর রঙে-রসে মিশে একে একে শুরু হয় নাচ গান।
     এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুর পঞ্চানন বিশ্ব বিদ্যালয়ের অধ্যক্ষ সাবলু বর্মন, প্রাবন্ধিক বিবেক চৌধুরী। অধ্যক্ষ সাবলু বর্মন সুমিষ্ট কণ্ঠে কবি অজিত অধিকারীর জ্যোতিষপুরের বালুটিটিকাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পাঠ করেন।
     এছাড়াও অনুষ্ঠানে পরিবেশিত হয় পথ সচেতনতামূলক নাটক হেলমেট’। নাটকটি পরিবেশন করে কোদালক্ষেতী হরচন্দ্র হাই স্কুলের ছাত্রছাত্রীরা। সঙ্গীত পরিবেশন করেখ্যাতনামা শিল্পী আজাহার আলী এবং বাংলা ব্যান্ড অস্তিত্ব
     অনুষ্ঠানের শেষ পর্বে নৈষ্ঠিক আকাদেমির সদস্য রাহুল সাহা, প্রতিষ্ঠা মালাকার, অর্ক দে, প্রকাশ বর্মন, রাজীব পাল সহ উপস্থিত সকলেই একে অপরকে হোলির শুভেচ্ছা বার্তা প্রদান করেন এবং সেই সঙ্গে রাঙিয়ে দেন আবীরে আবীরে। এদিনের অনুষ্ঠান চলে বিকাল প্রায় সাড়ে ৪টে পর্যন্ত।
Advertisement
Previous articleবোধ ও বিষাদ মননের কবি সুজিত অধিকারী
Next articleএবার ছেলে-মেয়েদের স্কুলে না পাঠালে অভিভাবকদের যেতে হবে জেলে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here