গরম বাড়লে বা মদ্যপান করলে করোনা কমবে, এমন ধারণা সম্পূর্ণ ভুল

Advertisement
co
অনলাইন পেপার : সম্প্রতি বেশ কয়েকজন বিশেষজ্ঞ দাবি করেছেন, গরমের প্রভাবে করোনা ভাইরাস কমে যায়। আবার অনেক বিশেষজ্ঞ এই মারণ ভাইরাস আটকাতে ব্যবহার করতে বলছেন অ্যালকোহল। আর সেই সঙ্গে মদ্যপানেরও পরামর্শ দিচ্ছেন কেউ কেউ। যদিও এমন সব ধারণা সম্পূর্ণ ভুল বলে উড়িয়ে দিয়েছেন অন্য বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, করোনা ভাইরাসের সঙ্গে এসবের কোনও সম্পর্কই নেই।
     ইণ্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্স জানাচ্ছে, আসলে করোনা ভাইরাস মূলত বাতাস বাহিত নয়, মানুষের সংস্পর্শ থেকেই বেশি ছড়ায়। তাই এই ভাইরাসের সঙ্গে পরিবেশের তাপমাত্রা হ্রাস-বৃদ্ধির কোনও সম্পর্ক নেই। এবিষয়ে ইণ্ডিয়ান ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সও একই কথা বলছে। তাদের বক্তব্য, পরিবেশের আর্দ্রতা ভাইরাস জন্ম নিতে সাহায্য করে। তাই গরম বাড়লে এই ভাইরাস কমবে, এমন ধারণা করা বৃথা।
     আবার অনেক ভাইরাস বিশেষজ্ঞ বলছেন, কোভিড-১৯ করোনা ভাইরাস বলতে গেলে একেবারেই নতুন। তাই এই ভাইরাস সম্পর্কে কারও কাছে তেমন কোনও সঠিক তথ্য নেই। তাই বিভ্রান্তি বাড়ছে এখানেই।
     অ্যালকোহল ব্যবহার বা মদ্যপানের দাবিও উড়িয়ে দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। হু (WHO) বলছে, অ্যালকোহলকে ভুল ভাবে প্রচার করা হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে অ্যালকোহল যুক্ত হ্যান্ডওয়াশ দিয়ে হাত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়েছে মাত্র।
     আর মদ্যপানের সঙ্গে অ্যালকোহল যুক্ত। তাই মদ্যপানকেও অনেকে এর সঙ্গে জড়িয়ে ফেলছে। তাই করোনা থেকে মুক্তি পেতে কেউ কেউ মদ্যপানেরও পরামর্শ দিচ্ছে। এই ধারণাও সম্পূর্ণ ভুল। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। করোনার সঙ্গে এর কোনও সম্পর্কই নেই।
co2
ছবি : সংগৃহীত
     ক্রমশ বিশ্ব জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে সংখ্যা বাড়ছে মৃতেরও। এখনও পর্যন্ত ১১৮টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় ১ লক্ষ ২৫ হাজার জন। তার মধ্যে চিনেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় ৮১ হাজার জন। মৃতের সংখ্যাও কম নয়। সারা বিশ্ব জুড়ে এখনও পর্যন্ত মারা গিয়েছে প্রায় ৪ হাজার ৬০০ জন। তার মধ্যে শুধু চিনেই মৃত হয়েছে প্রায় ৩ হাজার ১০০ জনের।
     ভারতও এই ভাইরাস বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ দেশে এখনও পর্যন্ত কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৪ জন। তার মধ্যে ভারতীয় আছে ৫৭ জন এবং বিদেশি ১৭ জন। তাই বাধ্য হয়ে ভারত আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত দেশের জন্য ভিসা বাতিল করে দিয়েছে।
     ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া এই দুর্যোগ পূর্ণ পরিবেশকে ‘মহামারি’ বলে ঘোষণা করে দিয়েছে হু। বিবিসি সংবাদ মাধ্যম সূত্র অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, কোনও রোগ যখন এক যোগে একাধিক দেশে ছড়িয়ে পড়ে, তখন তাকে বৈশ্বিক মহামারি আখ্যা দেওয়া হয়। তাই এই সিদ্ধান্ত। হু জানাচ্ছে, চিনের বাইরে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। শুধু মাত্র চিনের বাইরেই এই ভাইরাস প্রায় ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে।
Advertisement
Previous articleএবার ছেলে-মেয়েদের স্কুলে না পাঠালে অভিভাবকদের যেতে হবে জেলে
Next articleসাবধান, ‘সেক্সটরসন’ ঘটিয়ে হামলা চালাচ্ছে সাইবার অপরাধীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here