মহাকাশে এলিয়েন সন্ধানে এবার কোমর বেঁধে নামছেন মহাকাশ বিজ্ঞানীরা

Advertisement
Moha2
অনলাইন পেপার : মহাকাশ বিজ্ঞানের সবচেয়ে রহস্যময় প্রশ্নটি হল, এলিয়েন কি আদৌ আছে? ধরে নেওয়া যাক এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কয়েক কোটি গ্রহ রয়েছে (যদিও এখনও পর্যন্ত আবিস্কৃত গ্রহের সংখ্যা প্রায় ৪০০০) তার মধ্যে এই পৃথিবীই একমাত্র গ্রহ, যেখানে প্রাণের অস্তিত্বের প্রমাণ পাওয়া গিয়েছে বাকি গ্রহগুলির মধ্যে কয়েকটি আছে সৌর মণ্ডলের সীমানায়, আর সবই দূরদূরান্তে তাদের সবচেয়ে কাছের গ্রহে সশরীরে যাওয়ার কল্পনাও করতে পারেন না বর্তমান বিশ্বের জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশ যান পাঠালেও কবে সেগুলি গিয়ে পৌঁছবে তারও সঠিক হিসাব পাওয়া মুশকিল
     তাই এলিয়েনের অস্তিত্ব আছে বা নেই, এর আশানরূপ উত্তর এই মুহূর্তে পাওয়া প্রায় অসম্ভব এলিয়েন অনেক দূরের কথা, বাইরের গ্রহে এখনও সঠিকভাবে কোনও ভাইরাস বা ব্যাকটেরিয়ার সন্ধানও পাওয়া যায়নি যা থেকে প্রমাণ পাওয়া যাবে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের কথা তবে মহাকাশ বিজ্ঞানীরা চেষ্টায় খামতি রাখতে চান না বরং দারুণ উৎসাহে খোঁজ চালিয়ে যেতে চান
     বহির্বিশ্বে প্রাণের অস্তিত্ব সম্পর্কে এখনও পর্যন্ত কেবলধারণার পর্যায়েই পৌঁছতে পেরেছেন বিজ্ঞানীরা বিবিসি সংবাদ মাধ্যম সূত্র অনুযায়ী, বিজ্ঞানী মণিকা গ্রেডি মনে করেন বৃহস্পতির উপগ্রহইউরোপায় প্রাণের সন্ধান মিলবে তাঁর ধারণা, সেখানে থাকা প্রাণীরা বুদ্ধিমত্তায় অক্টোপাসের কাছাকাছি যেতে পারে যদিও তারা হাঁটাচলা করতে বা কথা বলতে পারবে কিনা সেবিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন তাঁর আরও ধারণা ওই প্রাণীরা ইউরোপার বরফের নিচে আছে সম্ভবত
Moha1
     বিজ্ঞানী গ্রেডি মঙ্গল গ্রহ নিয়েও আশাবাদী তিনি জানাচ্ছেন, মঙ্গল গ্রহেও প্রাণের সন্ধান পাওয়া যেতে পারে তবে সেখানে বুদ্ধিমান প্রাণী থাকার সম্ভাবনা খুবই কম হয়তো ব্যাকটেরিয়া জাতীয় কিছুর সন্ধান পাওয়া যেতে পারে
     জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশ থেকে আসা অজানা সিগন্যাল নিয়েও বেশ উৎসুক এর আগে যত সিগন্যাল পৃথিবীতে এসেছে, তার প্রায় সবই বিক্ষিপ্ত আকারে ছিল কিন্তু সম্প্রতি কিছু সিগন্যাল ১৬ দিন অন্তর পৃথিবীতে এসে পৌঁছেছে যদিও বিজ্ঞানীরা এখনও ধারণা করতে পারছেন না, সিগন্যালগুলির মূল উৎস কোথায় তবুও তাঁরা বেশ আশাবাদী
     মহাকাশ গবেষণার সবচেয়ে বড়ো সংস্থা নাসা তাই এবার কোমর বেঁধে নামতে চাইছে নতুন প্রাণের সন্ধানে বিবিসি সংবাদ মাধ্যম সূত্র অনুযায়ী, আগামী কয়েক বছরের মধ্যে তারা বেশ কয়েকটি অভিযান চালাতে চায় মহাকাশে তারা মঙ্গল ও ইউরোপায় নতুন করে মহাকাশ যান পাঠিয়ে সন্ধান চালানোর সিদ্ধান্ত নিয়েছে ২০২৩ সালেই তারা প্রথমবারের জন্য অভিযান চালাবে ইউরোপায়
Advertisement
Previous articleতারাপীঠ মন্দিরের ‘পুষ্পবর্জ্য’-এ কেঁচোসার তৈরি হচ্ছে মল্লারপুরে
Next articleদিল্লি আজ এক রাষ্ট্রীয় লজ্জা, তবে এই দিল্লিই এক মানবিক শ্লাঘা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here