কাঁকড়ার খোলস গলে যাচ্ছে, প্রভাব পড়বে জীবিকায়

Advertisement
Crab

অনলাইন পেপার : পৃথিবীর জলবায়ুর খুব দ্রুত পরিবর্তন ঘটছে গত এক দশকেরও বেশি সময় ধরে মানুষ তা বেশ ভালোভাবেই অনুভব করতে পারছে গ্রীষ্মে তাপমাত্রার মাত্রাতিরিক্ত বৃদ্ধি, বর্ষায় অতি বা অনাবৃষ্টি, শীতে তাপমাত্রার কল্পনাতীত হ্রাস ইত্যাদি সমস্যাগুলি তার মধ্যে অন্যতম এই সমস্ত কারণে স্থলভাগের পাশাপাশি জলভাগও দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে সমুদ্রের জলে অতিরিক্ত কার্বনডাইঅক্সাইড দ্রবীভূত হয়ে বেড়ে যাচ্ছে জলের অম্লতা
     সমুদ্রের এই অম্লতা বৃদ্ধির কারণে সামুদ্রিক জলচর বিশেষ করে উপকূলীয় অঞ্চলের প্রাণীগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে সবচেয়ে বেশি তার প্রত্যক্ষ প্রমাণ এবার হাতে পেল প্রাণী বিজ্ঞানীরা বিজ্ঞান পত্রিকা সায়েন্স অব দি টোটাল এনভায়রনমেন্টএ প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা গেল, সমুদ্রের জলে অম্লতা বৃদ্ধির কারণে ডানজেনেস কাঁকড়ার খোলস গলে যাচ্ছে, ফলে তাদের ইন্দ্রিয়ের ওপর ভয়ঙ্কর প্রভাব পড়তে শুরু করেছে
     নিবন্ধটি থেকে আরও জানা গেল, সমুদ্রের জলে অম্লতা বৃদ্ধির ফলে ডানজেনেস কাঁকড়ার লার্ভার কচি খোসা গলে গিয়ে উন্মুক্ত হয়ে পড়ছে তাদের শরীর এর ফলে আত্মরক্ষার ক্ষমতা কমে যাচ্ছে এই কাঁকড়াগুলির সেই সঙ্গে তাদের শিকারি ভাব ও তেজস্বীতা নষ্ট হচ্ছে
     ডানজেনেস কাঁকড়া শিকার করে জীবিকা নির্বাহ করে প্রশান্ত মহাসাগরের উত্তরপশ্চিম অঞ্চলের কিছু মানুষ বিজ্ঞানীদের আশঙ্কা এই কাঁকড়া ধীরে ধীরে কমে যেতে শুরু করলে এই অঞ্চলে অর্থনীতির অপরেও বিরাট প্রভাব পড়তে বাধ্য হবে
Advertisement
Previous articleবেকারত্বের সমস্যা ঘুচলে তবেই প্রকৃত হাল ফিরবে দেশের অর্থনীতির
Next articleঘুমাতে যাচ্ছে সূর্য, পৃথিবীর গড় তাপমাত্রাও কমবে সামান্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here