‘তারা নিউজ’-এ আন্তর্জাতিক সম্মানে সম্মানিত হলেন বীরভূমের দুই শিক্ষক

Advertisement
W

নিশির কুমার হাজরা : ৫ জানুয়ারি কলকাতা মেডিকেল কলেজের ইউএনবি হলে অনুষ্ঠিত হল তারা নিউজ-এর আন্তর্জাতিক সম্মাননা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী তাপস রায়, মুর্শিদাবাদের সাংসদ তথা বিশিষ্ট সমাজসেবী আবু তাহের খান, কাজী নজরুল ইসলামের নাতনি সোনালী কাজী, পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম দায়িত্ববান আধিকারিক সুবর্ণ রায় সহ একাধিক সাংবাদিক, তারকা শিল্পী,সঙ্গীত শিল্পী, সাহিত্যিক এবং বিশিষ্টজন
     এদিন আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত করা হল একাধিক সমাজসেবী, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, সাংবাদিক, পরিবেশ প্রেমী, সাহিত্যিক-কে। এছাড়াও এই একই দিনে আন্তর্জাতিক সম্মাননা দেওয়া হল পশ্চিমবঙ্গ সহ সমস্ত ভারতবর্ষের বিশিষ্টশিক্ষক-শিক্ষিকাদের। এই শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ছিলেন বীরভূম জেলার শিক্ষিকা প্রতিভা গাঙ্গুলী এবং শিক্ষক অভিজিত হাজরা। তাঁদের হাতে তুলে দেওয়া হয় স্মারকপত্র।
Advertisement
Previous articleসমুদ্রে অক্সিজেনের হার কমছে, হুমকির মুখে সামুদ্রিক বাস্তুসংস্থান
Next article২০২০ সালের ‘২০’ নিয়ে শুরু হল বিতর্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here