Advertisement
বিজয় ঘোষাল : গত ১৫ ডিসেম্বর থেকে আমোদপুর রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে শুরু হল আসেকা তথা আদিবাসী সমাজ শিক্ষণ ও সাংস্কৃতিক সংস্থার (সাঁইথিয়া শাখার) অলচিকি লিপির সাঁওতালি ভাষার সার্টিফিকেট কোর্সের বার্ষিক পরীক্ষা। পরীক্ষার প্রথম দিন এই সংস্থার প্রায় ৮০ জন ছাত্র–ছাত্রী পরীক্ষাকেন্দ্রে উপস্থিত ছিলেন। পরীক্ষা শুরু হয় সকাল ১১টা থেকে। দু’টি পর্যায়ে পরীক্ষা নেওয়া হয়। প্রথম পর্যায়ে সাঁওতালি ভাষা এবং দ্বিতীয় পর্যায়ে ছিল ইংরেজি।
১৯০৫ সালে উড়িষ্যার মূয়রভঞ্জ জেলার ডাহরডিহি গ্রামে জন্মগ্রহণ করেন সাঁওতালি ভাষার পন্ডিত ও অলচিকি লিপির উদ্ভাবক রঘুনাথ মুরমু। তিনি অলচিকি লিপির মাধ্যমে সাঁওতালি ভাষাকে আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর মধ্যে সর্বস্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই আসেকা সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করেন। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পন্ডিত রঘুনাথ মুরমুর এই শিক্ষা বোর্ড থেকে সাঁওতালী ভাষায় পঠন-পাঠন করানো হয়।
১৫ ডিসেম্বর ছিল ২০১৯ শিক্ষাবর্ষের প্রথম বার্ষিক পরীক্ষা। পরবর্তী পরীক্ষা দু’টি নেওয়া হবে ২৫ ডিসেম্বর। সাঁইথিয়ার আসেকা শাখার সম্পাদক শ্রীরাম সরেন জানালেন, এই বছরই প্রথম আসেকার সাঁইথিয়া শাখার পরীক্ষা শুরু হয়েছে। তিনি আরও জানালেন, পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের আদিবাসী মানুষের অংশগ্রহণ আসেকার উদ্যোগকে সফল করবে।
Advertisement