মানুষের মস্তিষ্কের মতো উন্নত মেমোরি যন্ত্র তৈরি হতে চলছে

Advertisement
10 p
অনলাইন পেপার : পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম এবং জটিল প্রক্রিয়া যে মানুষের মস্তিষ্ক, তাতে কোনও সন্দেহ নেই। মানুষের মস্তিষ্কের কার্যকারিতা সম্পর্কে এখনও বিজ্ঞানিরা তেমন কিছু জেনে উঠতে পারেননি। কিন্তু বিকল্প পদ্ধতি হিসাবে মানুষ এবার তৈরি করতে শুরু করেছে মানুষের মস্তিষ্কের মতোই উন্নত মেরোরি। যা মানুষের মতোই শেখা, মনে রাখা, ভুলে যাওয়া, প্রশান্তি বজায় রাখা বা সতর্ক হওয়ার মতো কাজগুলো করতে সক্ষম হবে।
     গবেষণা চালাচ্ছে জাপানের ন্যাশনাল ইন্সটিটিউট অফ মেটেরিয়াল সায়েন্সের একদল গবেষক। সায়েন্টিফিক রিপোর্টস-এ প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, তাদের গবেষণা সফল হলে মানুষের মস্তিষ্ক যেমনভাবে তথ্য সংরক্ষণ করে বা প্রয়োজনে মুছে ফেলে, তাদের যন্ত্রও ঠিক তেমনিভাবে তথ্য সংক্ষণ করা বা মুছে দিতে সক্ষম হবে। তার জন্যে তাদের ব্যবহার করা কম্পিউটারগুলির মেমোরিতে নতুন কিছু পরিবর্তন আনা হয়েছে। পাল্টে দেওয়া হয়েছে তার পরিচিত নকশাও।
     প্রকাশিত ওই গবেষণাপত্রে জানানো হয়েছে, বিজ্ঞানীরা ইতিমধ্যে ধাতব ন্যানোয়ারের দ্বারা নিউরোমরফিক নেটওয়ার্ক তৈরি করতে পেরেছেন। এই নেটওয়ার্ক ব্যবহার করে তারা মানুষের মস্তিষ্কে উৎপন্ন হওয়া বৈদ্যুতিক বৈশিষ্ট্যের মতো সম প্রক্রিয়া তৈরি করতে সক্ষম হবেন।
Advertisement
Previous articleসমস্ত কিছু জেনে বুঝেই বিষ পান করে প্রজাপতি
Next articleমূয়রাক্ষীর নদীবাঁধে সামাজিক বনসৃজনে জোর দিতে হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here