Advertisement
অনলাইন পেপার : বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি অন্যতম বড়ো সমস্যা। যার ফলে প্রায় প্রতিনিয়ত পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে বহু প্রজাতির প্রাণী ও উদ্ভিদ। গবেষণায় দেখা গিয়েছে, গত ৩০০ বছরে এই হারিয়ে যাওয়ার পরিমাণ হয়েছে সর্বাধিক। তাদের মধ্যে উদ্ভিদের পরিমাণই সবচেয়ে বেশি। এই ৩০০ বছরের মধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে গিয়েছে প্রায় ৬০০ প্রজাতির উদ্ভিদ। যা আগের ৩০০ বছরের প্রায় ৫০০ গুণ বেশি। সেই সাথে পাখি, স্তন্যপায়ী ও সরীসৃপ জাতীয় প্রাণীর পরিমাণ ধরলে তা এক বিরাট অঙ্কে পৌঁছে যাবে।
তবে এই হারিয়ে যাওয়ার পরেও নতুনভাবে আবিষ্কৃত হয়েছে বেশ কিছু প্রজাতির প্রাণী ও উদ্ভিদ। আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া একাদেমি অফ সায়েন্সের একদল গবেষক দাবি করছেন, তারা চলতি বছরেই আবিষ্কার করেছেন প্রায় ৭১টি প্রজাতির প্রাণী ও উদ্ভিদ। তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের সমুদ্র, বনাঞ্চল, গুহা, পাহাড় থেকে এই নতুন প্রজাতির প্রাণী ও উদ্ভিদগুলিকে খুঁজে পেয়েছেন। গত বছর তারা ২২৯ প্রজাতির প্রাণী ও উদ্ভিদের সন্ধান পেয়েছিলেন।
ওই গবেষক দল থেকে জানা গেল, বর্তমান এই বিশ্ব মানুষের কাছে যতই পরিচিত হোক না কেন, এখনও পর্যন্ত সমস্ত প্রাণী ও উদ্ভিদের মাত্র ১০ শতাংশেরই সন্ধান পাওয়া গিয়েছে। বাকি ৯০ শতাংশ মানুষের কাছে অজানা থেকে গিয়েছে। নতুন করে আবিষ্কার হওয়া ওই প্রাণী ও উদ্ভিদের সমস্ত কিছু সম্পর্কে জানা সম্ভব হলে পৃথিবীতে আরও প্রাণের সঞ্চার ঘটাতে সাহায্য করবে। আর সেই সাথে বাস্তুতন্ত্রের সংরক্ষণের উপরেও দারুণভাবে প্রভাব পড়বে।
Advertisement