যৌন সংসর্গেও ছড়াতে পারে ডেঙ্গু

Advertisement
images
অনলাইন পেপার : বর্তমান বিশ্বে ডেঙ্গু ক্রমশ মহামারির রূপ নিতে যাচ্ছে মূলত বর্ষাকালেই এই রোগের দেখা বেশি মিললেও, এখন প্রায় সারা বছরই কোনও না কোনওভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে এডিস ইজিপ্টাই মশা এই রোগের জীবাণু বহন করে থাকে অত্যধিক ঘন বসতিপূর্ণ অঞ্চলে ইজিপ্টাই মশার প্রকোপ সবচেয়ে বেশি তাই অন্য অঞ্চলের তুলনায় শহরাঞ্চলেই ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি তাছাড়া এই রোগের নির্দিষ্ট কোনও ওষুধ এখনও বের করা সম্ভব হয়নি

     সারা বিশ্বে প্রতি বছর বর্তমান সময়ে ১০ কোটিরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয় তার মধ্যে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয় নিশ্চিতভাবে গবেষকদের মতে এখনই উপযুক্ত ব্যবস্থা না নিতে পারলে আগামী ৬০ বছরের মধ্যে বিশ্বের অধিকাংশ এলাকায় মহামারি রূপে ছড়িয়ে পড়বে ডেঙ্গু

     এই খবরের পাশাপাশি আরও অবাক করা তথ্য সম্প্রতি উঠে এসেছে স্পেনের স্বাস্থ্য কর্তৃপক্ষের একটি বিবৃতিতে দি টেলিগ্রাফ সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, মাদ্রিদ অঞ্চলের জনস্বাস্থ্য বিভাগ জানাচ্ছে, শুধু মাত্র এডিস ইজিপ্টাই মশাই এই রোগের জীবাণু বহন করে তাই নয়, যৌন সংসর্গের মাধ্যমেও ডেঙ্গুর জীবাণু ছড়াতে পারে গত সেপ্টেম্বরে একটি রোগীর ক্ষেত্রে এমনটি ঘটেছে
     ওই জনস্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা সুজানা জিমেনেজ জানান, গত মাসে ৪১ বছর বয়সী এক পুরুষ রোগীর দেহে ডেঙ্গুর জীবাণু মিলেছে তথ্যে জানা গিয়েছে, ওই রোগী এমন কোনও স্থানে সম্প্রতি ভ্রমণ করেননি যেখান থেকে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন সুজানা আরও জানান, কিউবা থেকে ভ্রমণ সেরে ফেরা তাঁর এক পুরুষ সঙ্গীর সঙ্গে তিনি যৌন সংসর্গে লিপ্ত হয়েছিলেন পরে জানা যায়, তাঁর পুরুষ সঙ্গীটি কিউবাতে ডেঙ্গুতে আক্রান্ত হন ওই দুই ব্যক্তির শুক্রাণু পরীক্ষা করেও শুক্রাণুতে ডেঙ্গুর জীবাণু মিলেছে পরে গবেষকরা এই ব্যাপারে নিশ্চিত হন
     এর আগে নারীপুরুষের যৌন সংসর্গে ডেঙ্গুর জীবাণু ছড়ানোর প্রমাণ মিলেছে তবে সম লিঙ্গের মিলনে ডেঙ্গুর ছড়ানোর প্রমাণ এই প্রথম পাওয়া গেল
Advertisement
Previous articleপাথরকুচি গ্রামের কাঁসা শিল্প ও শিল্পী
Next articleবিপন্নের মুখে কুন্ডিরার বাদ্যকর সম্প্রদায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here