ক্রমাগত হারিয়ে যাচ্ছে শনির বলয়

Advertisement
WhatsApp%2BImage%2B2019 03 10%2Bat%2B15.29.47
রঞ্জন সরকার : সৌরজগতের একমাত্র শনিরই সুস্পষ্ট বলয় আছে। মাত্র ২ ইঞ্চি টেলিস্কোপেও ধরা পড়ে তা। মূলত বরফ আর ধূলিকণার সংমিশ্রণেই এই বলয় গঠিত বলে মনে করা হয়। যা পৃথিবীর মাটি থেকে টেলিস্কোপে এক অভূতপূর্ব বলে মনে হয়। যদিও গ্রহ সৃষ্টির সময়ে এই বলয় ছিল না। তৈরি হয়েছিল অনেক পরে। মহাকাশ বিজ্ঞানীদের ধারণা, ডাইনোসর যুগে কোনও এক অজ্ঞাত কারণে এই বলয়ের সৃষ্টি হয়েছিল।
     কিন্তু সুবিশাল ও অপূর্ব এই বলয় আর কতদিন টিকে থাকবে সে ব্যাপারে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন এক দল বিজ্ঞানী। কারণ তাঁদের গবেষণায় ধরা পড়েছে প্রায় প্রতি সেকেন্ডে দেড় টন করে বলয়ের ধূলিকণা আছড়ে পড়ছে শনির বুকে। এই হারে চলতে থাকলে আগামী ৩০ কোটি বছর পর আর শনিকে ঘিরে দেখা যাবে না তার বলয়। সে নগ্ন, বলয়হীন হয়ে সৌরজগতে অবস্থান করবে।
Advertisement
Previous articleইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে প্রাচীন সুরথেশ্বর
Next articleগাঁধী পুণ্যাহ – একটি জীবন বোধের প্রতীক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here